TRENDING:

আগের মতো ছুটি পাবেন না সরকারি কর্মীরা! কেন্দ্রের নীতি বদলে কেমন হবে ছুটির রূপরেখা, দেখে নিন এক নজরে

Last Updated:

FAQ অনুযায়ী সরকার সাফ জানিয়ে দিয়েছে যে যদি কোনও কর্মী একটানা ৫ বছরের বেশি ছুটিতে থাকেন তা হলে তাঁর কার্যকাল সমাপ্ত বলে ধরে নেওয়া হবে

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বেসরকারি কর্মীদের থেকে সরকারি কর্মীদের ছুটির সংখ্যা অনেক ক্ষেত্রেই বেশি হয়। কেন্দ্রীয় সরকারের অধীন কর্মীরা এক রকম ছুটি পান। আবার রাজ্য সরকারের ছুটি আবার অনেক ক্ষেত্রেই আলাদা হয়। কিন্তু সম্প্রতি কেন্দ্রীয় সরকার কর্মীদের ছুটির বিষয় স্পষ্ট নীতি প্রকাশ করেছে।
advertisement

কেন্দ্রীয় সরকারের প্রকাশ করা সেই নীতিতে স্পষ্ট জানিয়ে দেওয়া হয়েছে সরকারি কর্মীরা একটানা ক’দিন ছুটি নিতে পারবেন। সেখানে এই বিষয়ে স্পষ্ট করে জানিয়ে দেওয়া হয়েছে যে সরকারি কর্মীরা একটানা ছুটি নিলে তাদের কাজের ওপর কী প্রভাব পড়তে পারে। সরকার এই বিষয়ে একটি FAQ জারি করে সমস্ত বিষয়ের উল্লেখ করেছে।

আরও পড়ুন: চলতি মাস থেকে বন্ধ হয়ে যেতে চলেছে এই পেনশন স্কিম,আর মাস গেলে মিলবে না ৫০০০ টাকা

advertisement

সরকার FAQ জারি করে কর্মীদের ছুটির বিষয়ে সমস্ত প্রশ্নের উত্তর দিয়েছে। এর মাধ্যমে কর্মীরা তাঁদের ছুটি নিয়ে বিভিন্ন ধরনের প্রশ্নের উত্তর খুব সহজেই পেয়ে যাবেন। সরকারের জারি করা FAQ তে আলাদা আলাদা বিভাগে কর্মীদের এনটাইটেলড লিভ (Entitled leave), ট্রাভেল লিভ (Travel leave), এনক্যাশমেন্ট লিভ (Encashment leave), প্যাটারনিটি লিভ (Paternity leave) ইত্যাদির মতো বিভিন্ন ধরনের ছুটি সম্পর্কে বিশদে জানিয়েছে।

advertisement

ফরেন সার্ভিসে যুক্ত কর্মীদের ছুটি -

FAQ অনুযায়ী সরকার সাফ জানিয়ে দিয়েছে যে যদি কোনো কর্মী একটানা ৫ বছরের বেশি ছুটিতে থাকেন তা হলে তাঁর কার্যকাল সমাপ্ত বলে ধরে নেওয়া হবে। ফরেন সার্ভিস ছাড়া অন্য কোনও ক্ষেত্রে সরকারি কর্মীরা যদি ৫ বছরের বেশি সময় ধরে ছুটিতে থাকে তা হলে ধরে নেওয়া হবে তিনি ইস্তফা দিয়ে দিয়েছেন। অর্থাৎ কেন্দ্রীয় সরকারি কর্মীদের একটানা ৫ বছরের বেশি ছুটি নেওয়ার অনুমতি নেই।

advertisement

আরও পড়ুন: দীপাবলিতে সোনার দাম কমে ৪৬০০০ টাকা হতে চলেছে ? কী জানাল বিশেষজ্ঞরা

লিভ এনক্যাশমেন্টের নিয়ম -

সরকার FAQ তে জানিয়েছে যে কর্মীদের লিভ এনক্যাশমেন্টের অনুমতি আগে থেকে নেওয়া উচিত। এটা LTC-র সঙ্গে নেওয়া উচিত কয়েকটি ক্ষেত্রে। নির্দিষ্ট সময়ের পরেও লিভ এনক্যাশমেন্ট করা যায়। বাচ্চাদের দেখাশোনার জন্য চাইল্ড কেয়ার লিভ শুধুমাত্র মহিলাদের দেওয়া হয়। যদি কারও সন্তান বিদেশে পড়াশোনার জন্য যায় তা হলে তার দেখাশোনা করার জন্য মহিলা কর্মীরা বিদেশ যাওয়ার অনুমতি পেতে পারেন। এই ক্ষেত্রে কয়েকটি প্রক্রিয়ার পরেই সেই লিভ পাওয়া যেতে পারে।

advertisement

পড়াশোনার জন্য ছুটি -

কেন্দ্রীয় সরকার সাফ জানিয়ে দিয়েছে যে যদি কোনও কর্মচারী ‘স্টাডি লিভ’ (Study leave) নিতে চান তা হলে তাঁদের পুরো কর্মকালে ২৪ মাস পর্যন্ত ছুটি পেতে পারেন। কেন্দ্রীয় সরকারি কর্মীরা এই ছুটি এক সঙ্গেও নিতে পারেন, আবার আলাদা আলাদাও নিতে পারেন। সেন্ট্রাল হেলথ সার্ভিসের সঙ্গে যুক্ত কর্মীরা স্টাডি লিভের জন্য ৩৬ মাস ছুটি পেতে পারেন। এ ছাড়াও স্নাতকোত্তরের জন্য ৩৬ মাসের ছুটি নিতে পারে।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
আগের মতো ছুটি পাবেন না সরকারি কর্মীরা! কেন্দ্রের নীতি বদলে কেমন হবে ছুটির রূপরেখা, দেখে নিন এক নজরে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল