TRENDING:

সরকারি কোম্পানির শেয়ার বিক্রির নিয়মে বড়সড় বদল, প্রস্তুতি সেরে নিল কেন্দ্র!

Last Updated:

আইডিবিআই ব্যাঙ্কের অংশীদারিত্ব বিক্রি করতে চলেছে কেন্দ্র সরকার। এছাড়া আরও অনেক কোম্পানিরই অংশীদারিত্ব বিক্রি করার ভাবনা রয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: কৌশলগত ডিসইনভেস্টমেন্ট সহ কোম্পানিগুলির মূল্যায়ন পদ্ধতিতে পরিবর্তন আনছে কেন্দ্র সরকার। এই বিষয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে সিএনবিসি টিভি১৮। সেখান থেকে জানা যাচ্ছে, বিনিয়োগ বিভাগ ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তাদের সমন্বয়ে একটি মূল্যায়ন কমিটি গঠন করা হয়েছে। চলতি সপ্তাহে মূল্যায়ন কমিটির প্রথম বৈঠক হতে পারে। প্রসঙ্গত, আইডিবিআই ব্যাঙ্কের অংশীদারিত্ব বিক্রি করতে চলেছে কেন্দ্র সরকার। এছাড়া আরও অনেক কোম্পানিরই অংশীদারিত্ব বিক্রি করার ভাবনা রয়েছে।
advertisement

সরকার যখন কোনও কোম্পনির শেয়ার কেনে তখন সেটা বিনিয়োগ। আর যখন কোনও কোম্পানির শেয়ার বিক্রি করে দেয় তখন সেটা ডিসইনভেস্টমেন্ট। সরকার বাজেটে বিনিয়োগের লক্ষ্যমাত্রা প্রকাশ করে। চলতি আর্থিক বছরে, সরকার ডিসইনভেস্টের মাধ্যমে ৬৫ হাজার কোটি টাকা তুলতে চায়।

আরও পড়ুন: আজকে সোনার দাম কত হল ? জানলে চমকে যাবেন আপনিও

advertisement

সরকারের প্রস্তুতি: যে সব কোম্পানি তালিকাভুক্ত হবে তাদের যথযথ মূল্যায়ণের পরই চূড়ান্ত সিদ্ধান্ত নেবে সরকার। কৌশলগত বিনিয়োগ সহ সংস্থাগুলির সম্পদ মূল্যায়ন নিয়েও আলোচনা করা হতে পারে।

আরও পড়ুন: শেয়ারে বিনিয়োগ করতে চান উপার্জিত অর্থ! আগে ভাল করে জেনে নিন এই বিষয়গুলি

আইডিবিআই ব্যাঙ্কের অংশীদারিত্ব বিক্রির কাজ চলছে: ব্যাঙ্কের অংশীদারিত্ব বিক্রি করতে, সরকার ইওআই অর্থাৎ আগ্রহের প্রকাশ অর্থাৎ বিড আহ্বান করেছে। বর্তমানে, আইডিবিআই ব্যাঙ্কে এলআইসির ৪৯.২৪ শতাংশ শেয়ার রয়েছে, যেখানে কেন্দ্রীয় সরকারের অংশীদারিত্বের পরিমাণ ৪৫.৪৮ শতাংশ। এখানে বলে রাখা ভাল, কেন্দ্রীয় সরকার আইডিবিআই ব্যাঙ্কের ৩০.৪৮ শতাংশ এবং এলআইসি ৩০.২৪ শতাংশ শেয়ার বিক্রি করবে। একসঙ্গে উভয়ই আইডিবিআই ব্যাঙ্কের মোট ৬০.৭২ শতাংশ শেয়ার বিক্রি করার সিদ্ধান্ত নিয়েছে।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

প্রসঙ্গত, আইডিবিআই ব্যাঙ্কের স্টক এক মাসে ৩০ শতাংশ, ৩ মাসে ৩৪ শতাংশ, এক বছরে ২৯ শতাংশ এবং ৩ বছরে ৬৯ শতাংশ রিটার্ন দিয়েছে। সরকার কন্টেইনার কর্পোরেশন অফ ইন্ডিয়ার অংশীদারিত্বও বিক্রি করতে চলেছে। বর্তমানে এই কোম্পানিতে কেন্দ্রীয় সরকারের ৫৪.৮ শতাংশ শেয়ার রয়েছে। চলতি বছরে অর্থাৎ ২০২২-২৩ আর্থিক বছরের সরকার ডিসইনভেস্টমেন্টের মাধ্যমে ৬৫ হাজার কোটি টাকা ঘরে তোলার লক্ষ্য নিয়েছে। সিআইআই আয়োজিত এক সম্মেলনে বক্তৃতা দিতে গিয়ে, বিনিয়োগ ও পাবলিক অ্যাসেট ম্যানেজমেন্ট বিভাগের সচিব তুহিনকান্ত পাণ্ডে বলেছেন যে সরকার হিন্দুস্তান জিঙ্কের জন্য অফার ফর সেল নিয়ে কাজ করছে। সঙ্গে তিনি এও জানান, আইডিবিআই ব্যাঙ্ক এবং কনকরের শেয়ার বিক্রিতে সময় লাগবে। এই বছর শেষের মধ্যে নাও হতে পারে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
সরকারি কোম্পানির শেয়ার বিক্রির নিয়মে বড়সড় বদল, প্রস্তুতি সেরে নিল কেন্দ্র!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল