TRENDING:

Most Expensive Tea: ১ কেজি চায়ের দাম ১৩ কোটি টাকা! বিশ্বের সবচেয়ে দামি চা এবার মিলবে দেশের বাজারেও....

Last Updated:

Most Expensive Tea: বিশ্বের অন্যতম সেরা প্রিমিয়াম চায়ের প্রতিষ্ঠান গোল্ডেন টি এক্সচেঞ্জ ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বিশ্বজুড়ে দামি চায়ের জন্য বিখ্যাত জনপ্রিয় লন্ডন টি এক্সচেঞ্জ (London Tea Exchange) এবার ভারতেও খুলতে চলেছে তাদের স্টোর ৷ লন্ডন টি এক্সচেঞ্জ বিশ্বের মধ্যে সবচেয়ে দামি এবং প্রিমিয়াম গোল্ডেন চা (Golden Tea) বিক্রি করে থাকে ৷ এই চায়ের দাম ১৩ কোটি টাকা ৷ সংস্থার তরফে প্রথমে নয়াদিল্লি ও বেঙ্গালুরুতে স্টোর খোলা হবে ৷ এই স্টোরগুলিতে চায়ের পাশাপাশি মিলবে কফিও ৷ শুরুতে এই সংস্থার ৫০টি স্টোর খোলার পরিকল্পনা রয়েছে ৷
advertisement

আরও পড়ুন: ১০০ ডলারের নীচে নামল অশোধিত তেলের দাম, পেট্রোল ও ডিজেলও কী সস্তা হল ?

ইংল্যান্ডের রাজা চার্লস দ্বিতীয়ের স্ত্রী চায়ের বিষয়ে অত্যন্ত শৌখিন ছিলেন ৷ স্ত্রীর জন্যেই ১৫৫২ সালে চার্লস দ্বিতীয় লন্ডন টি এক্সচেঞ্জ শুরু করেছিলেন ৷ চার্লস দ্বিতীয়ের বিয়ে পর্তুগালের রাজকুমারী ক্যাথরিন ব্রেগেঞ্জার সঙ্গে হয়েছিল ৷ পরে অবশ্য লন্ডন টি এক্সচেঞ্জকে প্রাইভেট সংস্থার হাতে দিয়ে দেওয়া হয়েছিল ৷ এই সংস্থার একটি বিশেষত্ব হল নোবল পুরস্কার জয়ীদের এই চা বিনামূল্যে খাওয়ানো হয় ৷

advertisement

আরও পড়ুন: জল্পনার অবসান, ৪৪ বিলিয়ন মার্কিন ডলারে ট্যুইটার কিনছেন এলন মাস্ক

২০০ স্টোর খোলার যোজনা-

বিশ্বের অন্যতম সেরা প্রিমিয়াম চায়ের প্রতিষ্ঠান গোল্ডেন টি এক্সচেঞ্জ ৷ LTE ইন্ডিয়ার ডায়রেক্টর শাহিদ রহমান মানিকন্ট্রোলকে জানিয়েছেন, সংস্থার আগামী ৩ বছরে ভারতে ২০০টি স্টোর খোলার পরিকল্পনা রয়েছে ৷ প্রথম বছর ৫০টি স্টোর খোলা হবে ৷ নয়াদিল্লি ও বেঙ্গালুরুতে শুরু হওয়ার পর মুম্বই, কলকাতা ও হায়দরাবাদেও এই স্টোর খোলা হবে ৷

advertisement

আরও পড়ুন: ক্রেডিট কার্ডের জন্য আবেদন করার আগে অবশ্যই জেনে নিন কী কী সুবিধা মিলবে

১.৫ কোটি টাকায় মিলবে লাইসেন্স -

সেরা ভিডিও

আরও দেখুন
এভারেস্ট জয় করে ফেরা হয়নি শিক্ষকের! রানাঘাট চারের পল্লীর বিশ্বের সম্মান দিল সুব্রত ঘোষকে
আরও দেখুন

লন্ডন টি এক্সচেঞ্জের লাইসেন্সও তাদের চায়ের মতো অত্যন্ত দামি ৷ শাহিদ রহমান জানিয়েছেন, এই টি স্টোর দু’ধরনের হবে ৷ কিছু স্টোর সংস্থা নিজে খুলবে আর কিছু স্টোর চালানোর জন্য লাইসেন্স দেওয়া হবে ৷ একটি ফ্র্যাঞ্চাইজি শুরু করার খরচ দোকানের ভৌগলিক অবস্থানের উপর নির্ভর করবে। কোম্পানিটি দেড় কোটি টাকায় লাইসেন্স দেওয়ার পরিকল্পনা করছে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Most Expensive Tea: ১ কেজি চায়ের দাম ১৩ কোটি টাকা! বিশ্বের সবচেয়ে দামি চা এবার মিলবে দেশের বাজারেও....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল