সরাফা বাজারে চলতি মাসে সোনার দাম (Gold Price) প্রায় ৪৯৯ টাকা বেড়েছে ৷ ১ অক্টোবর ১০ গ্রাম সোনার দাম ছিল ৪৬,৪৬৭ টাকা, যা এখন ৪৬,৯৬৬ টাকা ৷ অন্যদিকে, রুপোর দাম ১ অক্টোবর প্রতি কিলোগ্রামে ৫৯,৪০৮ টাকা ছিল, যা এখন ৬১,৩৭৫ টাকা হয়ে গিয়েছে ৷ অক্টোবর মাসে রুপোর দাম প্রায় ১৯৬৭ টাকা বেড়ে গিয়েছে ৷
advertisement
IIFL সিকিউরিটিজের ভাইস প্রেসিডেন্ট (কমোডিটি অ্যান্ড কারেন্সি) অনুজ গুপ্ত জানিয়েছেন, ডলার মজবুত হওয়ার কারণে সোনা ও রুপোর দামে তার প্রবাব পড়েছে ৷ তবে শুধু সোনা ও রুপো নয় ৷ আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম বাড়তে থাকায় আগামী মাসে পেট্রোল ও ডিজেলের দামও বাড়ার সম্ভাবনা রয়েছে ৷ এর জেরে বাড়তে চলেছে মুদ্রাস্ফীতি ৷ এর জেরে দীপাবলি পর্যন্ত সোনার দাম বেড়ে ৪৯ হাজার হওয়ার সম্ভাবনা রয়েছে ৷
সোমবার সোনার দামে (Gold Price) সামান্য পতন-
সপ্তাহের প্রথম দিন সোমবার সোনার দামে সামান্য পতন দেখা গিয়েছে ৷ এদিন ৩টের সময় এমসিএক্সে সোনার দাম ৪৫ টাকা কমে ৪৬,৯৯২ টাকায় ট্রেড করছিল ৷ অন্যদিকে, IBJA এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, সরাফা বাজারে সোনা ১৪ টাকা সস্তা হয়ে ৪৬,৯৬৬ টাকা ছিল ৷
এই ভাবে চেক করে নিন সোনার শুদ্ধতা
সোনার শুদ্ধাতা যাচাই করার জন্য কেন্দ্র সরকার এক অ্যাপ লঞ্চ করেছে ৷ নাম ‘BIS Care app’ ৷ এই অ্যাপের মাধ্যমে সোনার শুদ্ধতার পাশাপাশি সোনা সংক্রান্ত অভিযোগ জানাতে পারবেন ৷