আরও পড়ুন: এই শহরে লিটার প্রতি পেট্রোলের দাম হল ৯৫.৩৫ টাকা, দেখে নিন কলকাতায় কত হল
Amazon পে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের (Amazon Pay ICICI Bank Credit Card) মাধ্যমে Amazon থেকে কেনাকাটা করলে সব সময় এই ধরনের নো কস্ট ইএমআই-এর সুবিধা পাওয়া যাবে। এর মাধ্যমে গ্রাহকেরা অতিরিক্ত টাকা ছাড়াই প্রতি মাসে ইএমআই-এর মাধ্যমে যে কোনও জিনিস ক্রয় করতে পারবে।
advertisement
৩ হাজার টাকার ওপরে শপিং করলে পাওয়া যায় নো কস্ট ইএমআই-এর সুবিধা
Amazon পে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে Amazon থেকে প্রায় ৩ হাজার টাকার ওপরে কেনাকাটা করলে নো কস্ট ইএমআই-এর সুবিধা পাওয়া যায়। কিন্তু এই ধরনের সুবিধা শুধুমাত্র ৩ মাস এবং ৬ মাসের জন্য অফার করা হয়। যদি কেউ ৩০০০ টাকার কোনও মোবাইল ক্রয় করে, তাহলে সে প্রতি মাসে ১০০০ টাকা করে ৩ মাসে এবং প্রতি মাসে ৫০০ টাকা করে ৬ মাসে পরিশোধ করতে পারে।
আরও পড়ুন: ভোটার কার্ডে বদলাতে চান ঠিকানা ? দেখে নিন কী করতে হবে ...
কার্ডের বিশেষ ফিচার
- Amazon অ্যাপে এবং ওয়েবসাইটে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে শপিং করলে প্রাইম মেম্বাররা ৫ শতাংশ এবং নন প্রাইম মেম্বাররা ৩ শতাংশ আনলিমিটেড রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে।
- Amazon অ্যাপে এবং ওয়েবসাইটে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রাইম মেম্বার এবং নন প্রাইম মেম্বার গিফট কার্ড ক্রয়, Amazon পে ওয়ালেট লোড, রিচার্জ এবং বিল পেমেন্ট করলে ২ শতাংশ আনলিমিটেড রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে।
- Amazon ছাড়া অন্য কোথাও এই ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১ শতাংশ আনলিমিটেড রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে।
- এই কার্ডের মাধ্যমে ফুয়েল, ইএমআই ট্রানজাকশন এবং সোনা ক্রয়ের ওপর কোনও রকম রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায় না।
কার্ডের চার্জ
- এই কার্ডের চার্জ ফি জিরো।
- এই কার্ডের বার্ষিক ফি জিরো।