TRENDING:

Amazon-এর এই ক্রেডিট কার্ডের মাধ্যমে সব সময় পাওয়া যায় নো কস্ট ইএমআই-এর সুবিধা!

Last Updated:

এর মাধ্যমে গ্রাহকেরা অতিরিক্ত টাকা ছাড়াই প্রতি মাসে ইএমআই-এর মাধ্যমে যে কোনও জিনিস ক্রয় করতে পারবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: বর্তমানে প্রায় বিভিন্ন ধরনের ই-কমার্স কোম্পানি তার গ্রাহকদের নো কস্ট ইএমআই-এর (No Cost EMI) সুবিধা দিয়ে থাকে। নো কস্ট ইএমআই-এর মাধ্যমে অতিরিক্ত কোনও টাকা না দিয়েই প্রতি মাসে নির্দিষ্ট অঙ্কের টাকা দিয়ে যে কোনও জিনিস ক্রয় করা যায়। সাধারণত এই ধরনের অফার কোনও সেলের সময় অথবা বিশেষ ধরনের ক্রেডিট কার্ডের ওপর দেওয়া হয়ে থাকে। কিন্তু এমন একটি ক্রেডিট কার্ড রয়েছে যার মাধ্যমে সব সময় এই নো কস্ট ইএমআই-এর সুবিধা পাওয়া যাবে। গ্রাহকদের কথা মাথায় রেখে এই ধরনের ক্রেডিট কার্ড বাজারে নিয়ে এসেছে জনপ্রিয় ই-কমার্স কোম্পানি Amazon।
advertisement

আরও পড়ুন: এই শহরে লিটার প্রতি পেট্রোলের দাম হল ৯৫.৩৫ টাকা, দেখে নিন কলকাতায় কত হল

Amazon পে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের (Amazon Pay ICICI Bank Credit Card) মাধ্যমে Amazon থেকে কেনাকাটা করলে সব সময় এই ধরনের নো কস্ট ইএমআই-এর সুবিধা পাওয়া যাবে। এর মাধ্যমে গ্রাহকেরা অতিরিক্ত টাকা ছাড়াই প্রতি মাসে ইএমআই-এর মাধ্যমে যে কোনও জিনিস ক্রয় করতে পারবে।

advertisement

আরও পড়ুন: এবার পেট্রোল-ডিজেল চালিত গাড়িকে সহজেই ইলেকট্রিক কারে রূপান্তরিত করতে পারবেন, সাশ্রয় হবে লক্ষাধিক টাকা

৩ হাজার টাকার ওপরে শপিং করলে পাওয়া যায় নো কস্ট ইএমআই-এর সুবিধা

Amazon পে আইসিআইসিআই ব্যাঙ্ক ক্রেডিট কার্ডের মাধ্যমে Amazon থেকে প্রায় ৩ হাজার টাকার ওপরে কেনাকাটা করলে নো কস্ট ইএমআই-এর সুবিধা পাওয়া যায়। কিন্তু এই ধরনের সুবিধা শুধুমাত্র ৩ মাস এবং ৬ মাসের জন্য অফার করা হয়। যদি কেউ ৩০০০ টাকার কোনও মোবাইল ক্রয় করে, তাহলে সে প্রতি মাসে ১০০০ টাকা করে ৩ মাসে এবং প্রতি মাসে ৫০০ টাকা করে ৬ মাসে পরিশোধ করতে পারে।

advertisement

আরও পড়ুন: ভোটার কার্ডে বদলাতে চান ঠিকানা ? দেখে নিন কী করতে হবে ...

কার্ডের বিশেষ ফিচার

- Amazon অ্যাপে এবং ওয়েবসাইটে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে শপিং করলে প্রাইম মেম্বাররা ৫ শতাংশ এবং নন প্রাইম মেম্বাররা ৩ শতাংশ আনলিমিটেড রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে।

- Amazon অ্যাপে এবং ওয়েবসাইটে এই ক্রেডিট কার্ডের মাধ্যমে প্রাইম মেম্বার এবং নন প্রাইম মেম্বার গিফট কার্ড ক্রয়, Amazon পে ওয়ালেট লোড, রিচার্জ এবং বিল পেমেন্ট করলে ২ শতাংশ আনলিমিটেড রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে।

advertisement

- Amazon ছাড়া অন্য কোথাও এই ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১ শতাংশ আনলিমিটেড রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যাবে।

- এই কার্ডের মাধ্যমে ফুয়েল, ইএমআই ট্রানজাকশন এবং সোনা ক্রয়ের ওপর কোনও রকম রিওয়ার্ড পয়েন্ট পাওয়া যায় না।

কার্ডের চার্জ

- এই কার্ডের চার্জ ফি জিরো।

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

- এই কার্ডের বার্ষিক ফি জিরো।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Amazon-এর এই ক্রেডিট কার্ডের মাধ্যমে সব সময় পাওয়া যায় নো কস্ট ইএমআই-এর সুবিধা!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল