আরও পড়ুন: সমস্যা এড়াতে এখনই কাজ সেরে নিন, এই সপ্তাহে টানা চারদিন বন্ধ ব্যাঙ্ক!
বাইরে থেকেই দেখতে পাবেন কতটা গ্যাস ভর্তি রয়েছে -
সংস্থার তরফে ট্যুইট করে নতুন গ্যাস সিলিন্ডার সম্বন্ধে জানানো হয়েছে ৷ ১০ কিলোর গ্যাস সিলিন্ডারের বিশেষত্ব হল বাইরে থেকে দেখে সহজেই বোঝা যাবে এতে কতটা গ্যাস ভর্তি রয়েছে ৷ ছোট পরিবারের জন্য এই গ্যাস সিলিন্ডারটি অত্যন্ত সুবিধাজনক ও লাভজনক ৷ বেশিরভাগ শহরেই ১৫ কিলোগ্রামের সিলিন্ডারের দাম ৯৫০ টাকার বেশি ৷
advertisement
আরও পড়ুন: বাড়ি কেনার সময় আর পড়তে হবে না সমস্যায়,Home Loan নেওয়ার সময় করুন এই কাজগুলি
সংস্থার দাবি নতুন সিলিন্ডার পুরনোর থেকে বেশি নিরাপদ ও সুরক্ষিত ৷ এই সিলিন্ডারে না তো জং লাগবে না ব্লাস্ট হওয়ার সম্ভাবনা রয়েছে ৷ গ্যাস শেষ হওয়ার আগেই জেনে যাবেন ৷ ফলে হঠাৎ গ্যাস শেষ হয়ে যাওয়ায় সমস্যায় পড়তে হবে না ৷ গ্যাস সিলিন্ডার ওজনে হাল্কা হলেও বেশ মজবুত হবে ৷ এর ওজন বর্তমান গ্যাস সিলিন্ডার থেকে প্রায় ৫০ শতাংশ কম ৷
আরও পড়ুন: পিএম কিষান সম্মান নিধি যোজনা সম্বন্ধে এই গুরুত্বপূর্ণ তথ্যগুলি অবশ্যই জেনে নিন
যোগী সরকার হোলিতে উত্তরপ্রদেশে বিনামূল্যে গ্যাস সিলিন্ডার বিলি করতে চলেছে ৷ বিজেপির তরফে তাদের নির্বাচনী ইশতেহারে বলা হয়েছিল যে দ্বিতীয়বার ক্ষমতায় এলে হোলি ও দীপাবলিতে উজ্জ্বলা যোজনার সুবিধাভোগীদের বিনামূল্যে গ্যাস দেওয়া হবে ৷ বর্তমানে উত্তরপ্রদেশে উজ্জ্বলা যোজনার ১.৬৫ কোটি সুবিধাভোগী রয়েছে ৷ এঁদের সকলে বিনামূল্যে গ্যাস দেওয়ার জন্য সরকারের উপরে বাড়তি ৩ হাজার কোটি টাকার বোঝা চাপতে চলেছে ৷