আরও পড়ুন: মধ্যবিত্তের সঞ্চয়ে কোপ, ইপিএফে সুদের হার কমাল সরকার
হন্ডা অ্যামেজ -
হন্ডা অ্যামেজে বর্তমানে ৪০০০ টাকার কর্পোরেট ছাড় পাওয়া যাচ্ছে ৷ পাশাপাশি এক্সচেঞ্জে মিলছে ৬০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস ৷ এছাড়া মিলছে ৫০০০ টাকার লয়েল্টি বোনাস ৷ Honda Amaze পেট্রোল ও ডিজেল দুটি ইঞ্জিনের অপশন রয়েছে ৷
হন্ডা সিটি 4th-Gen-
advertisement
ফোর্থ জেনারেশন হন্ডা সিটিতে এখনও ২০,০০০ টাকার ছাড়ের অফার পাওয়া যাচ্ছে ৷ এখানে সামিল রয়েছে ৫ হাজার টাকার লয়েল্টি বোনাস ৷ এছাড়া ৭০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস ও ৮০০০ টাকার কর্পোরেট বোনাসও পাওয়া যাচ্ছে ৷ হন্ডা সিটি কেবল ১.৫ লিটার পেট্রোল মোটরের সঙ্গে বিক্রি হয়ে থাকে ৷ সংস্থার তরফে দাবি করা হয় এই মডেল ১৭.১৪ কিলোমিটার প্রতি লিটারের হিসেবে মাইলেজ দিয়ে থাকে ৷
আরও পড়ুন: SBI-এ অ্যাকাউন্ট থাকলে বিশাল সুবিধা! সব থেকে বড় ব্যাঙ্কের বিরাট উপহার গ্রাহকদের
হন্ডা সিটি 5th-Gen
নতুন 5th জেনারেশন সিটি দেশের মধ্যে জাপানি গাড়ি নির্মাতা সংস্থাদের মধ্যে সবচেয়ে বেশি বিক্রি হওয়া মডেল ৷ চলতি মাসে এই মডেলে ভারী ছাড় পাওয়া যাচ্ছে ৷ এখানে ১০ হাজার টাকা ক্যাশ ডিসকাউন্ট, ৫০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস ও ৮০০০ টাকার কর্পোরেট ছাড় সামিল রয়েছে ৷ পাশাপাশি সংস্থার উপরে ৫ হাজার টাকার লয়েল্টি বোনাসও দিচ্ছে ৷
হন্ডা জ্যাজ
সংস্থার প্রিমিয়াম হ্যাচব্যাক Jazz ও চলতি মাসে ৩৩,১৫৮ টাকার অফার মিলছে ৷ এই অফারে ৪০০০ টাকার কর্পোরেট ছাড়, ৫০০০ টাকার লয়েল্টি বোনাস, ১০,০০০ টাকার ক্যাশ ডিসকাউন্ট ও ৫০০০ টাকার এক্সচেঞ্জ বোনাস সামিল রয়েছে ৷ যদি এক্সচেঞ্জ করা গাড়িটি হন্ডার হয় তাহলে Jazz এর এক্স শোরুম দাম থেকে ৭০০০ টাকা ছাড় পাওয়া যাবে ৷
আরও পড়ুন: Photo Gallery: ছবিতে দেখে নিন ভারতে সবচেয়ে বেশি বিক্রি হওয়া ইলেকট্রিক গাড়ি
হন্ডা WR-V-
এই মডেলে আপাতত ২৬০০০ টাকার ছাড় মিলছে ৷ এর মধ্যে ১০০০০ টাকা এক্সচেঞ্জ বোনাস, ৪০০০ টাকার কর্পোরেট ছাড়, ৫০০০ টাকার লয়েল্টি বোনাস এবং ৭ হাজার টাকার হন্ডা কার এক্সচেঞ্জ বোনাস সামিল রয়েছে ৷