TRENDING:

IRCTC SBI Card: এই কার্ড থাকলে বিনামূল্যে পেয়ে যাবেন ট্রেনের টিকিট, মিলবে অন্যান্য আরও সুবিধাও

Last Updated:

স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইট ছাড়া আইআরসিটিসি-র ওয়েবসাইটের মাধ্যমে এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: আইআরসিটিসি-র মাধ্যমে নিয়মিত রুপে কার্ড দিয়ে ট্রেনের টিকিট বুকিং করে থাকলে এই খবরটি আপনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ৷ রুপে প্ল্যাটফর্মে উপস্থিত আইআরসিটিসি এসবিআই ক্রেডিট কার্ডের (IRCTC Rupay SBI Card) মাধ্যমে বিনামূল্যে ট্রেনের টিকিট থেকে প্রিমিয়াম রেলওয়ে লাউঞ্জ সহ একাধিক সুবিধা মিলবে ৷ স্টেট ব্যাঙ্কের ওয়েবসাইট ছাড়া আইআরসিটিসি-র ওয়েবসাইটের মাধ্যমে এই কার্ডের জন্য আবেদন করতে পারবেন ৷
advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/rbi-rules-regarding-changing-damaged-note-received-from-atm-dc-678069.html

এই কার্ডের মাধ্যমে রেলওয়ে টিকিট বুকিংয়ে ১০ শতাংশ পর্যন্ত ভ্যালুব্যাক পেয়ে যাবেন ৷ ভ্যালুব্যাকের পাশাপাশি মিলবে রিওয়ার্ড পয়েন্টসও ৷ এই কার্ড সমস্ত অনলাইন ওয়েবসাইট ও মার্চেন্ট আউটলেটে ব্যবহার করা যেতে পারে যেখানে রুপে কার্ড (Rupay Card) ব্যবহার করা হয় ৷

কার্ডের বিশেষ ফিচার্স-

আইআরসিটিসি রুপে এসবিআই কার্ডের মাধ্যমে আইআরসিটি-র অ্যান্ড্রয়েড অ্যাপ বা ওয়েবসাইটে (irctc.co.in) এসি ১, এসি ২, এসি ৩ ও এসি চেয়ার কারের জন্য টিকিট বুকিংয়ে রিওয়ার্ড পয়েন্ট হিসেবে ১০ শতাংশ পর্যন্ত ভ্যালুব্যাক পাওয়া যায় ৷ এছাড়া IRCTC-এর অ্যাপ বা ওয়েবসাইটে প্রত্যেক ১২৫ টাকা খরচে মিলবে ১ রিওয়ার্ড পয়েন্ট ৷ রিওয়ার্ড পয়েন্ট রিডিল করে ট্রেনের টিকিট বুকিং করা যাবে ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/check-details-about-sbi-e-mega-auction-of-properties-dc-678067.html

ওয়েলকাম অফার হিসেবে ৩৫০ বোনাস পয়েন্ট মিলবে ৷ এছাড়া কার্ড জারি হওয়া ৪৫ দিনের মধ্যে কমপক্ষে ৫০০ টাকার সিঙ্গল ট্রানজাকশন করতে হবে ৷

এই কার্ডের মাধ্যমে IRCTC-র ওয়েবসাইট irctc.co.in থেকে টিকিট বুকিং করলে ১ শতাংশ ট্রানজাকশন চার্জ দিতে হবে না ৷

এই কার্ড ব্যবহার করে নন ফুয়েল ট্রানজাকশনে প্রত্যেক ১২৫ টাকা করলে মিলবে ১ রিওয়ার্ড পয়েন্ট ৷

advertisement

পেট্রোল পাম্পে ৫০০ টাকা থেকে ৩ হাজার টাকর ফুয়েল কিনলে এবং এই কার্ডের মাধ্যমে পেমেন্ট করলে ১ শতাংশের ফুয়েল সারচার্জ দিতে হবে না ৷

এই কার্ডের মাধ্যমে বছরে ৪ বার ফ্রিতে রেলওয়ে লাউঞ্জ অ্যাক্সেস করতে পারবেন ৷ এক ত্রৈমাসিকে অধিকতম ১ বার লাউঞ্জ অ্যাক্সেস মিলবে বিনামূল্যে ৷

আরও পড়ুন: https://bengali.news18.com/news/education-career/job-rajasthan-riico-invites-application-for-217-vacancies-tc-dc-677537.html

advertisement

কার্ডে ট্যাপ অ্যান্ড পে-এর সুবিধাও পাবেন গ্রাহকরা অর্থাৎ কার্ড বিনা সোয়াইপ করে পিওএস মেশিনে কেবল ট্যাপ করে পেমেন্ট করা যাবে ৷ কনট্যাক্টলেস কার্ডে পিন না দিয়ে

৫ হাজার টাকা পর্যন্ত পেমেন্ট করা যেতে পারে ৷

কার্ডের চার্জ

কার্ডের বার্ষিক ফি (ওয়ান টাইম) ৫০০ টাকা

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

কার্ডের রিনিউওয়াল ফি ৩০০ টাকা

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
IRCTC SBI Card: এই কার্ড থাকলে বিনামূল্যে পেয়ে যাবেন ট্রেনের টিকিট, মিলবে অন্যান্য আরও সুবিধাও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল