TRENDING:

Akshaya Tritiya Special Gold Price : অক্ষয় তৃতীয়ায় গয়না কিনলে মিলছে বাম্পার ডিসকাউন্ট, সঙ্গে পাবেন সোনার কয়েনও

Last Updated:

Akshaya Tritiya Special Gold Price : দেখে নিন কোন বিক্রেতা কোন জিনিসের উপরে কত টাকা ডিসকাউন্ট মিলছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অক্ষয় তৃতীয়া (Akshaya Tritiya) উপলক্ষ্যে একাধিক সংস্থা ও ট্রেডার্স বিভিন্ন জিনিসের উপরে ক্যাশব্যাকের বাম্পার ডিসকাউন্ট দিচ্ছে ৷ এর মধ্যে সোনার পাশাপাশি ইলেকট্রনিক ও অন্যান্য জিনিসও সামিল রয়েছে ৷
advertisement

মানি কন্ট্রোলের একটি রিপোর্ট অনুযায়ী, এদিন বিক্রেতারা গাড়ি, টিভি, স্মার্টফোন থেকে নিয়ে সোনার জিনিসে মিলছে বাম্পার ডিসকাউন্ট ৷ দেখে নিন কোন বিক্রেতা কোন জিনিসের উপরে কত টাকা ডিসকাউন্ট দিচ্ছে ৷ এর মধ্যে বিজয় সেলস, এসবিআই, জুয়েলারি ব্র্যান্ড, অ্যামাজন-সহ ফোন পে-র মতো ডিজিটাল পেমেন্ট সংস্থাও সামিল রয়েছে ৷

আরও পড়ুন: অনলাইন এই ব্যবসা করে আপনিও হতে পারেন কোটিপতি, জেনে নিন কীভাবে!

advertisement

বিজয় সেলসে ৬০ শতাংশ ডিসকাউন্ট

অক্ষয় তৃতীয়ায় সোনার পাশাপাশি অন্যান্য জিনিস যেমন ইলেকট্রনিক জিনিসেও বিপুল ছাড় দেওয়া হচ্ছে ৷ বিজয় সেলসে বিভিন্ন জিনিসে প্রায় ৬০ শতাংশ পর্যন্ত বিরাট ডিসকাউন্ট পাওয়া যাচ্ছে ৷ বিক্রেতার তরফে তাদের ওয়েবসাইটে জানানো হয়েছে, এসি, কুলার, ওয়াটার পিউরিফায়ার, ওয়াশিং মেশিন, এলইডি টিভি, স্মার্টওয়াচ, ফোন, ব্লুটুথ-সহ একাধিক গ্যাজেটসে ভাল ডিসকাউন্ট দেওয়া হচ্ছে ৷

advertisement

SBI credit card-এ কেনাকাটায় মিলছে ছাড়

এসবিআই তাদের ক্রেডিট কার্ডের মাধ্যমে করা কেনা কাটার উপরে বিশেষ ছাড়ের ঘোষণা করেছে ৷ ক্যারাটলেন, কল্যাণ জুয়েলার্স, সিএস জুয়েলার্স, খেমজি জুয়েলার্স, সেনকো-র মতো জুয়েলারি ব্র্যান্ড থেকে জিনিস কিনলে এসবিই কার্ডে ডিসকাউন্ট দেওয়া হবে ৷ ব্যাঙ্ক সোনা কেনার পাশাপাশি হীরে ও পার্লের উপরেও ছাড় মিলছে ৷ এছাড়া মেকিং চার্জেও টাকা বাঁচানোর সুযোগ রয়েছে ৷

advertisement

কোন কোন ব্র্যান্ড ছাড় দিচ্ছে

তানিষ্ক- এই জুয়েলারি ব্র্যান্ড অক্ষয় তৃতীয়ার বিশেষ উপলক্ষ্যে সোনা ও হীরের গয়নার মেকিং চার্জে ২০ শতাংশ ডিসকাউন্ট দিচ্ছে ৷ সোনার কয়েনে ৫ শতাংশ ফ্ল্যাট ছাড় দিচ্ছে সংস্থা ৷ বেশ কিছু জিনিসে ২৫ শতাংশ পর্যন্ত ছাড় মিলছে ৷ এই অফার ৪ মে পর্যন্ত থাকবে ৷

ক্যারেটলেন- তানিষ্কের পার্টনার ব্র্যান্ড ক্যারাটলেন ডায়মন্ডে ২০ শতাংশ পর্যন্ত ছাড় পাওয়া যাচ্ছে ৷ এসবিআই ক্রেডিট কার্ড ব্যবহারকারীদের ৫ শতাংশ অতিরিক্ত ডিসকাউন্ট পাওয়া যাবে ৷ এই ব্র্যান্ড ডিজিটাল সোনা কেনার উপরে ১০০ শতাংশ বায়ব্যাক গ্যারেন্টিও দিচ্ছে ৷

advertisement

আরও পড়ুন: অবশেষে বাজারে আসছে LIC-র শেয়ার! কেনার জন্য কারা পাবেন ছাড়?

মালাবার- এই ব্র্যান্ড ২৫ হাজার টাকার সোনার গয়না কেনার উপরে ১টি সোনার কয়েন দিচ্ছে ৷ ২৫ হাজার টাকার ২টি ডায়মন্ড জুয়েলারি কিনলে মিলবে ২টো সেনার কয়েন ৷

সেনকো- এই ব্র্যান্ড অনলাইন কেনাকাটায় ডায়মন্ড জুয়েলারির মেকিং চার্জে ১০০ শতাংশ ছাড় দিচ্ছে ৷ সোনার গয়নার মেকিং চার্জে মিলবে ২৫ শতাংশ ছাড়, প্ল্যাটিনাম গয়নার মেকিংয়ে মিলবে ৩০ শতাংশ ছাড় ৷ এবং রুপোর গয়নার মেকিং চার্জে পেয়ে যাবেন ২০ শতাংশ ডিসকাউন্ট ৷ ১.৫ লক্ষ টাকার বেশি গয়না কিনলে পেয়ে যাবেন ১ গ্রামের সোনার কয়েন ৷ এই অফার ৪মে পর্যন্ত মিলবে ৷

কল্যাণ জুয়েলার্স- এখানে হীরের গয়নায় কোনও মেকিং চার্জ দিতে হবে না ৷ এছাড়া ক্রেডিট কার্ডের মাধ্যমে পেমেন্টে মিলবে অতিরিক্ত ৫ শতাংশ ছাড় ৷

পিসি চন্দ্র- ২২ ও ১৪ ক্যারেট সোনার গয়না কিনলে পেয়ে যেতে পারে সোনা ও রুপোর কয়েন দিয়ে থাকে ৷ ডায়মন্ড ও রুপোর গয়নার মেকিং চার্জে ৩০ শতাংশ ছাড় দেওয়া হচ্ছে ৷ সোনার গয়নার মেকিং চার্জে পেয়ে যেতে পারেন ১০ শতাংশ ছাড় ৷

আরও পড়ুন: এক বছরে ১০০০ শতাংশের বেশি রিটার্ন, কিনেছেন না কি এই স্টক?

অ্যামাজন- ই-কমার্স সংস্থা অ্যামাজন তাদের ওয়েবসাইটে অক্ষয় তৃতীয়ায় সোনা কিনলে গ্রাহকদের জিভার তরফে ৫৫ শতাংশ পর্যন্ত ডিসকাউন্ট দিচ্ছে ৷ এখানে ব্রেসলেট, ইয়ারিং, নেকলেস ইত্যাদিতে মিলবে ছাড় ৷

ফোন পে দিচ্ছে ক্যাশব্যাক-

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

ফোন পে-এর মাধ্যমে সোনা কিনলে ক্যাশব্যাক পেয়ে যেতে পারেন ৷ ২৪ ক্যারেট সোনা কিনলে ২৫০০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পাওয়ার সুযোগ রয়েছে ৷ রুপো কিনলে ২৫০ টাকা পর্যন্ত ক্যাশব্যাক পেতে পারেন ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Akshaya Tritiya Special Gold Price : অক্ষয় তৃতীয়ায় গয়না কিনলে মিলছে বাম্পার ডিসকাউন্ট, সঙ্গে পাবেন সোনার কয়েনও
Open in App
হোম
খবর
ফটো
লোকাল