TRENDING:

PMSBY Scheme: প্রত্যেক মাসে ১ টাকা জমা করে পেয়ে যেতে পারেন ২ লক্ষ টাকার সুবিধা...

Last Updated:

ব্যাঙ্কের যে কোনও শাখায় গিয়ে এই পলিসির জন্য আবেদন করতে পারবেন ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা মহামারির পর থেকেই হেলথ ও মেডিক্যাল ইনস্যুরেন্সের বিষয়ে অনেক বেশি সচেতন হয়েছেন মানুষ ৷ যাঁরা আর্থিক পরিস্থিতির জেরে মেডিক্যাল ইনস্যুরেন্স করাতে পারছেন না তাঁদের সাহায্যের জন্য এগিয়ে এসেছে কেন্দ্র সরকার ৷ নাম মাত্র প্রিমিয়ামে বিমা যোজনা নিয়ে এসেছে কেন্দ্র সরকার ৷ আর্থিক ভাবে পিছিয়ে পড়া ব্যক্তিরা এর সাহায্যে ইনস্যুরেন্সের সুবিধা নিতে পারবেন ৷
advertisement

আরও পড়ুন: পছন্দ নয় আধার কার্ডে নিজের ছবি ? জেনে নিন কী ভাবে বদলাবেন...

কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় (Pradhan Mantri Suraksha Bima Yojana PMSBY) প্রতি মাসে এক টাকা বা বছরে মাত্র ১২ টাকা জমা করে পেয়ে যাবেন ২ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্সের সুবিধা পেয়ে যাবেন ৷ এই যোজনায় সামান্য টাকা প্রিমিয়াম দিয়ে পেয়ে যাবেন জীবন বিমার সুবিধা ৷

advertisement

আরও পড়ুন: কবে মিলবে যোজনার ১১তম কিস্তির টাকা ? জেনে নিন লেটেস্ট আপডেট

মে মাসের শেষে কাটা হয় প্রিমিয়াম-

কেন্দ্র সরকার কয়েক বছর আগে সামান্য প্রিমিয়ামে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা শুরু করেছিল ৷ PMSBY-র বার্ষিক প্রিমিয়াম মাত্র ১২ টাকা হয় ৷ মে মাসের শেষে এই প্রিমিয়ামকেটে নেওয়া হয় ৷ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩১ মে এই টাকা কেটে নেওয়া হয় ৷ আপনি PMSBY যোজনা করে থাকলে তাহলে মে মাসে অ্যাকাউন্টে অবশ্যই ব্যালেন্স রাখতে হবে ৷

advertisement

আরও পড়ুন: রেকর্ড মূল্য বৃদ্ধি অপরিশোধিত তেলের, দেখে নিন পেট্রোল ও ডিজেলের দাম

দেখে নিন কী ভাবে হবে রেজিস্ট্রেশন ?

ব্যাঙ্কের যে কোনও শাখায় গিয়ে এই পলিসির জন্য আবেদন করতে পারবেন ৷ ব্যাঙ্ক মিত্রও PMSBY বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে ৷ বিমা এজেন্টের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করতে পারবেন ৷ সরকারি বিমা সংস্থা বা বেসরকারি ইনস্যুরেন্স সংস্থা এই প্ল্যান বিক্রি করে থাকে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
ফাঁকা জায়গার লাগবে না, আমবাগানেই হচ্ছে কুইন্টাল কুইন্টাল ফলন! বিনা ব্যয়ে লাভ পাচ্ছেন চাষি
আরও দেখুন

এটি একরকমের দুর্ঘটনা বিমা পলিসি যার মাধ্যমে দুর্ঘটনায় সময় মৃত্যু হলে বা বিকলাঙ্গ হয়ে গেলে বিমার টাকা ক্লেম করতে পারবেন ৷

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PMSBY Scheme: প্রত্যেক মাসে ১ টাকা জমা করে পেয়ে যেতে পারেন ২ লক্ষ টাকার সুবিধা...
Open in App
হোম
খবর
ফটো
লোকাল