আরও পড়ুন: পছন্দ নয় আধার কার্ডে নিজের ছবি ? জেনে নিন কী ভাবে বদলাবেন...
কেন্দ্র সরকারের প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনায় (Pradhan Mantri Suraksha Bima Yojana PMSBY) প্রতি মাসে এক টাকা বা বছরে মাত্র ১২ টাকা জমা করে পেয়ে যাবেন ২ লক্ষ টাকার অ্যাক্সিডেন্টাল ইনস্যুরেন্সের সুবিধা পেয়ে যাবেন ৷ এই যোজনায় সামান্য টাকা প্রিমিয়াম দিয়ে পেয়ে যাবেন জীবন বিমার সুবিধা ৷
advertisement
আরও পড়ুন: কবে মিলবে যোজনার ১১তম কিস্তির টাকা ? জেনে নিন লেটেস্ট আপডেট
মে মাসের শেষে কাটা হয় প্রিমিয়াম-
কেন্দ্র সরকার কয়েক বছর আগে সামান্য প্রিমিয়ামে প্রধানমন্ত্রী সুরক্ষা বিমা যোজনা শুরু করেছিল ৷ PMSBY-র বার্ষিক প্রিমিয়াম মাত্র ১২ টাকা হয় ৷ মে মাসের শেষে এই প্রিমিয়ামকেটে নেওয়া হয় ৷ আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে ৩১ মে এই টাকা কেটে নেওয়া হয় ৷ আপনি PMSBY যোজনা করে থাকলে তাহলে মে মাসে অ্যাকাউন্টে অবশ্যই ব্যালেন্স রাখতে হবে ৷
আরও পড়ুন: রেকর্ড মূল্য বৃদ্ধি অপরিশোধিত তেলের, দেখে নিন পেট্রোল ও ডিজেলের দাম
দেখে নিন কী ভাবে হবে রেজিস্ট্রেশন ?
ব্যাঙ্কের যে কোনও শাখায় গিয়ে এই পলিসির জন্য আবেদন করতে পারবেন ৷ ব্যাঙ্ক মিত্রও PMSBY বাড়ি বাড়ি পৌঁছে দিচ্ছে ৷ বিমা এজেন্টের সঙ্গে এই বিষয়ে যোগাযোগ করতে পারবেন ৷ সরকারি বিমা সংস্থা বা বেসরকারি ইনস্যুরেন্স সংস্থা এই প্ল্যান বিক্রি করে থাকে ৷
এটি একরকমের দুর্ঘটনা বিমা পলিসি যার মাধ্যমে দুর্ঘটনায় সময় মৃত্যু হলে বা বিকলাঙ্গ হয়ে গেলে বিমার টাকা ক্লেম করতে পারবেন ৷