TRENDING:

এই স্কিমে প্রতিদিন ৯৫ টাকা করে জমা করুন! মেয়াদ শেষে পেয়ে যাবেন ১৪ লক্ষ টাকার বাম্পার রিটার্ন

Last Updated:

ভারতীয় ডাক বিভাগ বা পোস্ট অফিসের এমনই একটি জনপ্রিয় স্কিম হল সুমঙ্গল রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স স্কিম।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আজকাল তো সকলেই সুরক্ষিত জায়গায় বিনিয়োগ করতে চান। আর তাঁদের সেই সুবিধা দিয়ে থাকে ভারতীয় ডাক বিভাগ (indian Post Office)। শুধু নিরাপদ বিনিয়োগের বিকল্পই নয়, তার সঙ্গে বিনিয়োগকারীকে দুর্দান্ত রিটার্নও দেয় পোস্ট অফিস। আর এখানে রয়েছে নানা ধরনের স্কিম (Scheme)। যেখানে খুব স্বল্প টাকা দিয়েই বিনিয়োগ শুরু করা যেতে পারে।
advertisement

ভারতীয় ডাক বিভাগ বা পোস্ট অফিসের এমনই একটি জনপ্রিয় স্কিম হল সুমঙ্গল রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স স্কিম (Sumangal Rural Postal Life Insurance Scheme)। এর মাধ্যমে বিনিয়োগ (Investment) করে বিনিয়োগকারীরা সুরক্ষিত ভাবে ভাল টাকা রিটার্ন পেতে পারেন। সুমঙ্গল রুরাল পোস্টাল লাইফ ইন্স্যুরেন্স স্কিম সেই সকল বিনিয়োগকারীদের জন্য উপযুক্ত, যাঁদের কিছু সময় অন্তর টাকার প্রয়োজন হয়। এই স্কিমে প্রতিদিন প্রায় ৯৫ টাকা করে বিনিয়োগ করলে বিনিয়োগকারী ১৪ লক্ষ টাকার ফান্ড তৈরি করতে পারবেন।

advertisement

আরও পড়ুন: শীঘ্রই বাজারে আসতে পারে মারুতি সুজুকির প্রথম ইলেকট্রিক গাড়ি; শুরু হয়েছে জল্পনা!

শুধু তা-ই নয়, এই যোজনার মাধ্যমে বিমা ধারকদের জীবিত থাকার উপর টাকা ফেরতের সুবিধাও দেওয়া হয়। অর্থাৎ এই যোজনায় বিমা ধারকরা যে টাকা বিনিয়োগ করেছেন, সেই টাকা তো ফেরত পাবেনই, তার সঙ্গে তাঁদের ইন্স্যুরেন্স কভারেজও দেওয়া হবে। আর এই যোজনায় বিনিয়োগ করার জন্য বিনিয়োগকারীর বয়স ১৯ থেকে ৪৫ বছরের মধ্যে হতে হবে। আর সবথেকে বড় কথা হল, এই যোজনার সুবিধা যে কোনও ভারতীয়ই নিতে পারেন।

advertisement

মিলবে মানি ব্যাকের সুবিধা:

সুমঙ্গল রুরাল পোস্টাল লাইফ ইন্সুরেন্স স্কিমের মাধ্যমে বিনিয়োগকারী মানি ব্যাকের সুবিধা পান। এই যোজনায় মোট ১০ লক্ষ টাকা গ্যারান্টি সহকারে পাওয়া যায় অর্থাৎ বিমা ধারকের মৃত্যু হলে তাঁর পরিবার ১০ লক্ষ টাকার সঙ্গে বোনাসও পেয়ে যাবেন। এই যোজনায় ১৫ বছর থেকে ২০ বছর পর্যন্ত বিনিয়োগ করতে হয়। ১৫ বছরের পলিসিতে গ্যারান্টি রাশি ২০-২০ শতাংশ মানি ব্যাক হিসাবে পাওয়া যায়। তবে এই পলিসির ৬, ৯ এবং ১২ বছর পূর্ণ হলে এই মানি ব্যাকের সুবিধা পাওয়া যায়। বাকি ৪০% টাকা বোনাস রূপে মেয়াদ পূর্ণ হওয়ার সময় পাওয়া যায়। ২০ বছরের পলিসিতে ৮, ১২ এবং ১৬ বছরে ২০-২০ শতাংশ হিসাবে টাকা মানি ব্যাক হিসাবে পাওয়া যায়। এক্ষেত্রে বাকি ৪০% টাকা মেয়াদ পূরণের সময় বোনাস হিসাবে পাওয়া যায়।

advertisement

আরও পড়ুন: প্রতি তিন বছরে দ্বিগুণ হয় বিনিয়োগকারীদের টাকা! আশ্চর্যজনক এই মিউচুয়াল ফান্ড

১৪ লক্ষ টাকার ফান্ড:

সেরা ভিডিও

আরও দেখুন
শেষ সুবর্ণ সুযোগ! হাতছাড়া হলে কেঁদে কুল পাবেন না...
আরও দেখুন

যদি ২৫ বছর বয়সী কোনও বিনিয়োগকারী ৭ লক্ষ টাকা ২০ বছরের জন্য এই পলিসিতে জমা করেন, তা-হলে প্রতিদিন তাঁকে ৯৫ টাকা করে বিনিয়োগ করতে হবে। অর্থাৎ প্রতি মাসে বিনিয়োগকারীকে ২৮৫০ টাকা এই পলিসিতে বিনিয়োগ করতে হচ্ছে। এ-ক্ষেত্রে বিনিয়োগকারীকে ৩ মাসে ৮৮৫০ টাকা এবং ৬ মাসে ১৭,১০০ টাকা জমা করতে হবে। এই ভাবে এই পলিসিতে বিনিয়োগ করে গেলে মেয়াদ পূর্ণ হওয়ার পরে ১৪ লক্ষ টাকা রিটার্ন পাবেন বিনিয়োগকারীরা।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই স্কিমে প্রতিদিন ৯৫ টাকা করে জমা করুন! মেয়াদ শেষে পেয়ে যাবেন ১৪ লক্ষ টাকার বাম্পার রিটার্ন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল