TRENDING:

Gas Cylinder: ভারী সিলিন্ডারের দিন কি শেষ? এবার বাজারে আসছে কম্পোজিট গ্যাস সিলিন্ডার

Last Updated:

Gas Cylinder: এবার থেকে ফাইবারের তৈরি কম্পোজিট গ্যাস ট্যাঙ্কের সংযোগ দেওয়া হবে বিহারের পূর্ব চম্পারন জেলায়

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
বিহার: গৃহস্থ বাড়িতে যে রান্নার গ্যাস আসে, তা থাকে একটি মোটা ধাতব সিলিন্ডারে। এবার বদলাতে চলেছে সেই ধারণা! অন্তত তেমনই দাবি করেছে একটি গ্যাস সরবরাহকারী সংস্থা। এবার থেকে ফাইবারের তৈরি কম্পোজিট গ্যাস ট্যাঙ্কের সংযোগ দেওয়া হবে বিহারের পূর্ব চম্পারন জেলায়।
এবার বাজারে আসছে কম্পোজিট গ্যাস সিলিন্ডার
এবার বাজারে আসছে কম্পোজিট গ্যাস সিলিন্ডার
advertisement

‘শিব সাই ইন্ডিয়ান গ্যাস এজেন্সি’ নামে ওই সংস্থা রয়েছে পূর্ব চম্পারন জেলার মতিহারি বারিয়ারপুরে। সংস্থার তরফে জানানো হয়েছে, যাঁদের পুরনো সংযোগ রয়েছে, তাঁদেরও এই নতুন ফাইবার ট্যাঙ্ক গ্যাস সংযোগ দেওয়া হবে। সংস্থার কর্ণধার শিবশঙ্কর সিং জানান, এই ফাইবার ট্যাঙ্কটিতে বিস্ফোরণের আশঙ্কা নেই। ধাতব সিলিন্ডারে যেভাবে আগুন ধরে ট্যাঙ্কটি বিস্ফোরিত হয়, এটিতে সেই আশঙ্কা থাকবে না। আগুন ধরলেও বিস্ফোরণ হবে না। ফলে নিরাপত্তার দিক থেকে এই ফাইবার ট্যাঙ্ক অনেক নিরাপদ।

advertisement

পাশাপাশি, সিলিন্ডারের ওজন কম হওয়ায় পরিবহণ সুবিধাজনক হবে। তাছাড়া ট্যাঙ্কের ফাইবারটি স্বচ্ছ ফলে কতটা গ্যাস রয়েছে তা চোখেই দেখা যাবে। শিব সাই ইন্ডিয়ান গ্যাস এজেন্সির ম্যানেজার খুশবন্ত সিং জানান, নতুন এই ফাইবার গ্যাস ট্যাঙ্কের চেহারাও বেশ অনন্য। হালকা ওজন পরিবহণ সহজ করবে। বিশেষ করে বাড়ির এক জায়গা থেকে অন্য জায়গায় সিলিন্ডার সরিয়ে রাখতে পারবেন যেকোনও মহিলা।

advertisement

সাধারণত, গার্হস্থ্য গ্যাস সিলিন্ডারের ওজন ১৪ কেজি হয়ে থাকে। তবে নতুন ফাইবার ট্যাঙ্কটি ১০ কেজি, ৫ কেজি এবং ২ কেজি হিসেবে পাওয়া যাবে। ফাইবার ট্যাঙ্কের নতুন সংযোগের জন্য আধার কার্ড, পাসবুকের ফটোকপি, মোবাইল নম্বর, পাসপোর্ট সাইজের দু’টি ছবি এবং ৩৫০০ টাকা জমা দিতে হবে।

আরও পড়ুন, ছাত্রীকে ধর্ষণ করে স্কুলের শৌচালয়ে বন্দি! স্কুল শিক্ষকের বীভৎস কীর্তি ফাঁস এবার

advertisement

আরও পড়ুন, বিরাট ঘটনা! নিয়োগ দুর্নীতিতে এবার সিবিআই-এর মুখে প্রধান শিক্ষিকারা! ব্যাপার কী?

সেরা ভিডিও

আরও দেখুন
চাষাবাদ ছেড়ে চারাগাছ তৈরি করে মোটা টাকা রোজগার করছেন নন্দকুমারের চাষিরা
আরও দেখুন

যাঁদের ভারতীয় গ্যাসের পুরনো সংযোগ রয়েছে এবং ওই সংযোগের জায়গায় নতুন সংযোগ নিতে চান, তাঁদের পুরনো সংযোগের জন্য জমা টাকা থেকেই নতুন সংযোগের নিরাপত্তার টাকা থেকে কেটে নেওয়া হবে। পুরোনো সংযোগটি নতুন সংযোগের সঙ্গে যুক্ত করে দেওয়া হবে। পুরনো ধাতব গ্যাস সিলিন্ডার ফেরত দিয়েই পাওয়া যাবে নতুন ফাইবার সিলিন্ডার।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Gas Cylinder: ভারী সিলিন্ডারের দিন কি শেষ? এবার বাজারে আসছে কম্পোজিট গ্যাস সিলিন্ডার
Open in App
হোম
খবর
ফটো
লোকাল