রিজার্ভ ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে, ‘সিদ্ধান্ত নেওয়া হয়েছে যে RTGS পরিষেবার এবার প্রতিদিন 24x7 মিলবে ৷ ১৪ ডিসেম্বর ২০২০ মাঝরাত ১২:৩০ থেকে এই পরিষেবা মিলবে ৷’
RTGS এর মাধ্যমে সঙ্গে সঙ্গে ফান্ড ট্রান্সফার করা যাবে ৷ এই পরিষেবা সাধারণত বড় টাকা ট্রান্সফারের ক্ষেত্রে ব্যবহার করা হয় ৷ RTGS এর মাধ্যমে ২ লক্ষের কম টাকা ট্রান্সফার করা যাবে না ৷ ফান্ড ট্রান্সফারের জন্য কোনও রকমের চার্জ লাগবে না ৷
advertisement
এর আগে গত বছর ডিসেম্বর মাসে NEFT পরিষেবা 24x7x365 করা হয়েছিল ৷ আরবিআই-এর তরফে আরও জানানো হয়েছে, ডিজিটাল পেমেন্ট বৃদ্ধির জেরে ১ জানুয়ারি থেকে কন্ট্যাক্টলেস পেমেন্টের সীমা ২০০০ টাকা থেকে বাড়িয়ে ৫০০০ টাকা করা হয়েছে ৷
Location :
First Published :
December 06, 2020 2:18 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
১৪ ডিসেম্বর থেকে বদলাতে চলেছে টাকা লেনদেনের নিয়ম, কোটি কোটি গ্রাহকরা পাবেন সুবিধা