IOCL এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, দেশের রাজধানী দিল্লিতে এক লিটার পেট্রোলের দাম বেড়ে হয়েছে ১০৪.১৪ টাকা এবং ডিজেল বেড়ে হয়েছে ৯২.৮২ টাকা ৷ অন্যদিকে, মুম্বইয়ে এদিন ডিজেলের দাম ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷ এদিন মুম্বইয়ে ডিজেলের দাম বেড়ে হয়েছে ১০০.৬৬ টাকা ৷ পেট্রোলের দাম বেড়ে লিটার প্রতি ১১০.১২ টাকা হয়েছে ৷
advertisement
চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 10 October 2021)
১) দিল্লি- পেট্রোল ১০৪.১৪ টাকা, ডিজেল ৯২.৯২ টাকা
২) মুম্বই- পেট্রোল ১১০.১২ টাকা, ডিজেল ১০০.৬৬ টাকা
৩) চেন্নাই- পেট্রোল ১০১.৫৩ টাকা, ডিজেল ৯৭.২৬ টাকা
৪) কলকাতা- পেট্রোল ১০৪.৮০ টাকা, ডিজেল ৯৫.৯৩ টাকা
মধ্যপ্রদেশ, রাজস্থান, মহারাষ্ট্র, অন্ধ্রপ্রদেশ, তেলাঙ্গনা, কর্নাটক, ওড়িশা, জম্মু-কাশ্মীর ও লাদাখে পেট্রোলের দাম ১০০ টাকা পেরিয়ে গিয়েছে ৷ বর্তমানে মুম্বইয়ে পেট্রোলের দাম সবচেয়ে বেশি ৷ রাজ্যগুলির তরফে পেট্রোল ও ডিজেলের (Petrol Diesel price Today) উপর আলাদা আলাদা ভ্যাট লাগু করা হয় ৷ এর জেরে আলাদা আলাদা রাজ্যে পেট্রোল ও ডিজেলের দাম আলাদা হয় ৷
এই ভাবে চেক করে নিন আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol diesel price today)সাধারনত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম ৷ দেশের তিনটি সরকারি তেল সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-diesel price today) জারি করে থাকে ৷ তেল সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও আপনার শহরের পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Price Today)জানতে পারবেন সহজেই ৷ এর জন্য RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷