TRENDING:

চলতি মাস থেকে বন্ধ হয়ে যেতে চলেছে এই পেনশন স্কিম, আর মাস গেলে মিলবে না ৫০০০ টাকা

Last Updated:

নয়া নিয়ম পয়লা অক্টোবর ২০২২ থেকে লাগু হতে চলেছে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: অটল পেনশন যোজনা সরকারের অত্যন্ত জনপ্রিয় একটি পেনশন স্কিম ৷ এই যোজনায় বিনিয়োগকারীরা ৫ হাজার টাকা পর্যন্ত পেনশন পেয়ে থাকেন প্রতি মাসে ৷ তবে চলতি মাস থেকে এই যোজনায় বড়সড় বদল হতে চলেছে ৷ নয়া নিয়ম অনুযায়ী, এবার থেকে ইনকাম ট্যাক্স দিয়ে থাকেন যে ব্যক্তিরা তাঁরা আর এই যোজনার সুবিধা পাবেন না ৷
advertisement

নয়া নিয়ম পয়লা অক্টোবর ২০২২ থেকে লাগু হতে চলেছে ৷ করদাতাদের কাছে এখনও অটল পেনশন যোজনার সুবিধা নেওয়ার সুযোগ রয়েছে ৷ ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করদাতা হলেও বিনিয়োগ করা যাবে ৷ বর্তমান নিয়ম অনুযায়ী, ১৮ থেকে ৪০ বছর পর্যন্ত যে কোনও ভারতীয় নাগরিক এই পেনশন যোজনার সঙ্গে যে কেউ যুক্ত হতে পারেন ৷

advertisement

আরও পড়ুন: দীপাবলিতে সোনার দাম কমে ৪৬০০০ টাকা হতে চলেছে ? কী জানাল বিশেষজ্ঞরা

এই যোজনা মূলত দেশের অসংগঠিত শ্রমিকদের জন্য শুরু করা হয়েছিল ৷ APY অনুযায়ী, ন্যূনতম পেনশনের গ্যারেন্টি দেওয়া হয়ে থাকে৷ এই যোজনায় ১০০০,২০০০, ৩০০০, ৪০০০ ও ৫০০০ টাকা পর্যন্ত পেনশন পাওয়ার সুবিধা রয়েছে ৷ যে হিসেবে গ্রাহকরা এই যোজনার প্রিমিয়াম দেবেন সেই হিসেবে পেনশন পাবেন ৷

advertisement

অটল পেনশন যোজনা অর্থবর্ষ ২০১৫-১৬ সালে শুর করা হয়েছিল ৷ এই যোজনা বিশেষ করে সেই সমস্ত ব্যক্তিদের জন্য শুরু করা হয়েছিল যাঁরা সরকারি পেনশনের সুবিধা আওতার মধ্যে পড়েন না ৷ মাত্র ৬ বছরে এই যোজনার সঙ্গে ৪ কোটি মানুষ যুক্ত হয়ে গিয়েছেন ৷ কেবল গত অর্থবর্ষেই ৯৯ লক্ষ মানুষ এই যোজনার সঙ্গে যুক্ত হয়েছেন ৷

advertisement

আরও পড়ুন: অশোধিত তেলের দামে বিরাট পতন, দেখে নিন আপনার শহরে কত কমল পেট্রোল-ডিজেলের দাম

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পেনশন ফান্ড রেগুলেটারি অ্যান্ড ডেভেলপমেন্ট অথোরিটি অনুযায়ী, আর্থিক বছর ২০২২ এর শেষে এই যোজনায় ৪.০১ কোটি মানুষ বিনিয়োগ করেছেন ৷ বিনিয়োগের টাকা এবং আপনার বয়সের উপর নির্ভর করবে ম্যাচিউরিটির পর আপনি কত টাকা পেনশন পাবেন ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
চলতি মাস থেকে বন্ধ হয়ে যেতে চলেছে এই পেনশন স্কিম, আর মাস গেলে মিলবে না ৫০০০ টাকা
Open in App
হোম
খবর
ফটো
লোকাল