TRENDING:

উড়ান ভাড়ার ঊর্ধ্বসীমা তুলে নিচ্ছে কেন্দ্র, অগস্টের শেষ থেকেই বাড়ছে বিমান মাশুল

Last Updated:

Air Fare: বিমান চলাচল মন্ত্রক বুধবার একটি নির্দেশিকায় জানিয়েছে, ঘরোয়া বিমান চলাচলের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার পরে, ৩১ অগস্ট থেকে ভাড়ার ঊর্ধ্বসীমা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: করোনা আবহে ঘরোয়া বিমানের উড়ান ভাড়ার ঊর্ধ্বসীমা বেঁধে দিয়েছিল কেন্দ্র। প্রায় ২৭ মাস পর সেই ঊর্ধ্বসীমা তুলে নিতে চলেছে সরকার। আগামী ৩১ অগস্টের পরই উঠে যাবে এই নিয়ম। ফলে আরও একবার বিমান ভাড়া বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। বুধবার কেন্দ্রীয় বিমান পরিবহণ মন্ত্রক সূত্রে এই খবরটি জানা গিয়েছে। বিমান পরিবহণ মন্ত্রী জ্যোতিরাদিত্য সিন্ধিয়া (Jyotiraditya Scindia) ট্যুইট করে জানিয়েছেন, ‘নিত্য চাহিদা এবং বিমান জ্বালানির (ATF) দামের দিকে নজর রেখে বিমান ভাড়ার ঊর্ধ্বসীমা তুলে নেওয়ারে সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পরিস্থিত অনেকটা নিয়ন্ত্রণে এসেছে, আমাদের বিশ্বাস ভবিষ্যতে ঘরোয়া যাতায়াতের ক্ষেত্রে বৃদ্ধি হবে।’
বাড়বে বিমান ভাড়া?
বাড়বে বিমান ভাড়া?
advertisement

বিমান চলাচল মন্ত্রক বুধবার একটি নির্দেশিকায় জানিয়েছে, ঘরোয়া বিমান চলাচলের ক্ষেত্রে বর্তমান পরিস্থিতি পর্যালোচনা করার পরে, ৩১ অগস্ট থেকে ভাড়ার ঊর্ধ্বসীমা বাতিল করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রাশিয়া-ইউক্রেন যুদ্ধের কারণে গত কয়েক মাসে রেকর্ড মাত্রায় পৌঁছানোর পর গত কয়েক সপ্তাহে ATF-এর দাম কিছুটা কমেছে। গত ১ অগস্ট দিল্লিতে (Delhi) ATF-এর দাম প্রতি কিলোলিটারে ছিল ১.২১ লক্ষ টাকা, যা আগের মাসের তুলনায় প্রায় ১৪ শতাংশ কম।

advertisement

আরও পড়ুন: অনুব্রত গ্রেফতার, জেলে বসেই খবর শুনে অবাক করা প্রতিক্রিয়া পার্থ চট্টোপাধ্যায়ের! যা বলে উঠলেন...

২০২০ সালে সীমা বেঁধে দেওয়া হয়েছিল

২০২০ সালের ২৫ মে কোভিড-১৯ অতিমারীর কারণে দুই মাসের লকডাউনের পরে এয়ারলাইনগুলি ফের চালু হয়। সে সময়ই বিমান পরিবহণ মন্ত্রক উড়ানের সময়কালের উপর নির্ভর করে ঘরোয়া বিমান ভাড়ার নিম্ন এবং উচ্চ সীমা বেঁধে দিয়েছিল। এই সীমা অনুযায়ী, এয়ারলাইনগুলি ৪০ মিনিটের কম সময়ের অভ্যন্তরীণ উড়ানের জন্য ২,৯০০ টাকার কম (জিএসটি ছাড়া) এবং ৮,৮০০ টাকার বেশি (জিএসটি ছাড়া) ভাড়া নিতে পারবে না।

advertisement

সস্তা টিকিটও যেতে পারে

সরকারের বেঁধে দেওয়ার উড়ান ভাড়ার ঊর্ধ্বসীমা উঠে যাওয়ায় পরিস্থিতি আবার আগের মতো হয়ে যাবে। ফলে যাত্রীরা যত তাড়াতাড়ি টিকিট কাটবেন তাঁদের তত কম ভাড়া দিতে হবে, এমন সুবিধা পাওয়া যেতে পারে। এর কারণ, বিমান সংস্থাগুলি উড়ান পূর্ণ করার জন্য অনেক আগেই অফার দেওয়া শুরু করে দেয়। একটি নির্দিষ্ট সময়সীমার পরে এই অতিরিক্ত ছাড়ের মেয়াদ শেষ হয়ে যায় এবং ডাইনামিক ভাড়া কার্যকর হয়। অর্থাৎ এখন থেকে শেষ মুহূর্তে টিকিট কাটলে মোটা অঙ্কের ভাড়া দিতে হবে।

advertisement

আরও পড়ুন: 'সবে দুটো উইকেট পড়েছে', অনুব্রতর পর বড় আশঙ্কা উসকে দিলেন দিলীপ ঘোষ! নিশানায় কে?

এভিয়েশন সেক্টরের বৃদ্ধি

করোনা অতিমারীর সময় প্রায় সব ক্ষেত্রেই ব্যবসার অবনতি হয়। লকডাউনের কারণে রেল ও বিমান চলাচল ক্ষেত্রেও বড় ধরনের ক্ষতি হয়। তবে পরিস্থিতির উন্নতি হয়েছে।

এটিএফ-এর মূল্য

সেরা ভিডিও

আরও দেখুন
বিজয়াতেই ঘরে ঘরে 'টিকা'র প্রস্তুতি! গোর্খাদের এই উৎসব বাঙালির খুব চেনা
আরও দেখুন

এই মাসের শুরুতেই পেট্রোলিয়াম সংস্থাগুলি ATF-এর দাম কমায়। বর্তমানে দিল্লিতে এটিএফ-এর দাম প্রতি কিলোলিটার ১,৩৮,১৪৭.৯৩ টাকা থেকে কমে ১,২১,৯১৫.৫৭ টাকা প্রতি কিলোলিটারে নেমে এসেছে।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
উড়ান ভাড়ার ঊর্ধ্বসীমা তুলে নিচ্ছে কেন্দ্র, অগস্টের শেষ থেকেই বাড়ছে বিমান মাশুল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল