ফাইনান্স কোম্পানির অভিযোগের ভিত্তিতে কৃষ্ণনগর সাইবার থানা-সহ দুটি কোতোয়ালি থানায় মামলা দায়ের হয়েছে। পুলিশ সূত্রে জানা গিয়েছে, একটি ট্রাক্টার প্রথমে একজন ক্রেতার নামে ফাইন্যান্সে বিক্রি করা হয়। কয়েক মাসের ইএমআই ব্যবসায়ী সংস্থা মিটিয়ে দেওয়ার পর গাড়িটি ফেরত নিয়ে তা ফের বিক্রি করা হয় অন্য একজনের কাছে, আবার নতুন ফাইনান্স কোম্পানি থেকে টাকা তোলা হয়। এইভাবে একাধিকবার একই ট্রাক্টার বিক্রি করে কোটি টাকার প্রতারণা চালাচ্ছে সংস্থা।
advertisement
আরও পড়ুন: LIC Bima Sakhi Yojana: দিতে হবে না একটা পয়সাও, বরং মহিলারা প্রতি মাসে পেয়ে যাবেন ৭০০০ টাকা !
ইতিমধ্যে একটি ট্রাক্টার বাজেয়াপ্ত করেছে কোতোয়ালি থানার পুলিশ। গোটা ঘটনার তদন্ত চলছে। অতিরিক্ত পুলিশ সুপার মাকওয়ানা মিটকুমার সঞ্জয়কুমার জানিয়েছেন, অভিযুক্তদের শনাক্ত করা হয়েছে, দ্রুত গ্রেফতার হবে।
আরও পড়ুন: সোনার দামে কি সত্যিই বড়সড় পতন আসবে? পরিসংখ্যান কী বলছে জেনে নিন
উল্লেখ্য, সময় যত এগোচ্ছে ততই মানুষ ডিজিটাল দুনিয়ায় পা রাখছে। সকলের হাতেই এখন স্মার্ট ফোন ইন্টারনেট। এছাড়াও রয়েছে ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ড। সহজেই পেয়ে যাচ্ছেন নিজের সিভিল দেখিয়ে ব্যাংক ছাড়াও বিভিন্ন কোম্পানির মাধ্যমে লোনের সুবিধা। আরে লোন দিয়ে মধ্যবিত্ত সাধারণ মানুষেরা কিনে নিচ্ছেন প্রয়োজনীয় কিংবা শখের জিনিস। কিন্তু এরই মাঝে একদল দুষ্কৃতীরা ফাঁদ পেতে বসে রয়েছেন, যারা করছেন এই ধরনের প্রতারণা!
Mainak Debnath