চাকরি বদলালে নতুন সংস্থায় নয়া ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলতে হতে পারে ৷ আপনি আপনার স্যালারি অ্যাকাউন্ট ইউএএন-এর (EPFO UAN) সঙ্গে লিঙ্ক করিয়ে থাকলে এবং অন্য সংস্থায় গিয়ে ব্যাঙ্ক অ্যাকাউন্ট বদলে গেলে তাহলে অবশ্যই নতুন স্যালারি অ্যাকাউন্ট ইউএএন-এর সঙ্গে লিঙ্ক করিয়ে নিতে হবে ৷
কোনও কারণে নিজের ইউএএন নম্বর ভুলে গিয়ে থাকলে চিন্তা করার দরকার নেই ৷ আপনি ইপিএফও-র অফিশিয়াল ওয়েবসাইট unifiedportal-mem.epfindia.gov.in-এ গিয়ে এই নম্বর (EPFO UAN) সংক্রান্ত তথ্য সহজেই জানতে পারবেন ৷
advertisement
কীভাবে জানবেন আপনার ইউএএন নম্বর (How to Know UAN)
- সবার প্রথমে epfindia.gov.in ওয়েবসাইটে যেতে হবে
- এবার ‘Know You UAN’ লিঙ্কে ক্লিক করতে হবে
- নিজের মোবাইল নম্বরের সঙ্গে captcha code দিতে হবে
- মোবাইল নম্বর ভেরিফিকেশনের জন্য আপনার কাছে ওটিপি আসবে
- এখানে আপনার আইডি ও আধার বা প্যান নম্বর সিলেক্ট করতে হবে
- নিজের নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর ও ই-মেল আইডি দিতে হবে
- এরপর Get Authorization Pin-এ ক্লিক করতে হবে
- EPFO এর কাজে রেজিস্টার্ড মোবাইল নম্বরে পিন চলে আসবে
- পিন দিতেই আপনার মোবাইল নম্বর ইউএএন চলে আসবে
advertisement
এরপর ওটিপি নম্বর দিতে হবে
advertisement
এই ভাবে ইউএএন নম্বর জানতে পারবেন ৷ কিন্তু অ্যাক্টিভেট না করা থাকলে সেটা ব্যবহার করতে পারবেন ৷ দেখে নিন অ্যাক্টিভেট করার জন্য কী করতে হবে
- ইপিএফও মেম্বারদের পোর্টালে (EPFO Member portal) যেতে হবে
- এবার ইউএএন, মেম্বর আইডি, আধার ও প্যানের মধ্যে যে কোনও একটি সিলেক্ট করতে হবে
- এরপর নাম, জন্মতারিখ, মোবাইল নম্বর ও ই-মেল আইডি দিতে হবে
- ক্লিক করতে হবে “Get Authorization PIN” এ
- এখানে captcha code দিতে হবে
- এরপর ইপিএফও-তে রেজিস্টার্ড মোবাইল নম্বরে একটি পিন নম্বর চলে আসবে
- পিন নম্বর দেওয়ার পর “Validate OTP and Activate UAN”-এ ক্লিক করতে হবে
- এই ভাবে অ্যাক্টিভেট হয়ে যাবে ইউএএন নম্বর
- মোবাইল নম্বরে চলে আসবে পাসওয়ার্ড
- এই পাসওয়ার্ড ব্যবহার করে সদস্যরা ইউনিফায়েড মেম্বর পোর্টালে লগইন করতে পারবেন
advertisement
এখানে “Activate UAN” এ ক্লিক করতে হবে
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
October 05, 2021 10:06 AM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
EPFO UAN ভুলে গেছেন ? আর চিন্তা নেই, দেখে নিন বাড়িতে বসেই কী ভাবে ফের অ্যাক্টিভেট করতে পারবেন