এরকমই সমস্যার সম্মুখিন হতে হয়েছে আশু নামে এক ব্যক্তির ৷ এর জেরে বিদ্যুৎ দফতরের কাছে গিয়ে এত বেশি বিল আসার কারণ জানতে চান তিনি ৷ এই বিষয়ে বিদ্যুত দফতরের এক আধিকারিক আশুকে বেশ কিছু টিপস দিয়েছিলেন৷ আশু বাড়ি ফিরে সেই টিপসগুলো ফলো করতে থাকেন ৷ এরপর প্রায় ২ বছর কেটে গিয়েছে ৷ বিল্ডিংয়ের সব ফ্ল্যাটের মধ্যে আশুবাবুর ইলেকট্রিক বিল এখন সব থেকে কম আসে ৷ অথচ আশুবাবুর বাড়িতে বেশিরভাগ ইলেকট্রিক প্রোডাক্ট যেমন টিভি, ফ্রিজ, এসি ব্যবহার হয়ে থাকে ৷
advertisement
আরও পড়ুন: এই ফোন নম্বরে একটি কল করেই সেরে ফেলতে পারবেন স্টেট ব্যাঙ্কের একাধিক কাজ....
দেখে নিন আশু কী কী টিপস ফলো করেছিলেন -
একই পাওয়ারে জিনিস ব্যবহার-
আশু জানিয়েছেন, আগে একই সময় তিনি ওয়াশিং মেশিন এবং জলের পাম্প ব্যবহার করতেন ৷ এর সঙ্গে ঘরে তখন ফ্রিজ, টিভি চলত ৷ এর জেরে মিটারের উপরে এক সঙ্গে বেশি চাপ পড়ে থাকে ৷ মাসে তিন বার লোড বেড়ে গেলে নিজে থেকেই নির্দিষ্ট লোডের থেকে বেশি লোড বিদ্যুতের বিলে যোগ হয়ে যায় ৷ আর লোড বাড়ার সঙ্গে সঙ্গে ইলেকট্রিক বিলও বাড়তে থাকে ৷
তাই এক সময় কেবল একটি পাওয়ারের জিনিসই চালানো উচিৎ ৷ যেমন ওয়াশিং মেশিন চলার সময় পাম্প বা ফ্রি বন্ধ রাখলে মিটারের উপর চাপ কম পড়বে ৷
আরও পড়ুন: পেট্রোল ও ডিজেলের দাম জারি করল IOCL, দেখে নিন আপনার শহরে কত হল
ইলেকট্রিক জিনিসের ব্যবহার -
পুরনো টিউব ও বাল্ব বদলে এলইডি ব্যবহার করলে অনেকটাই সাশ্রয় হবে বিদ্যুৎ ৷ ১০০ ওয়াটের এলইডি বাল্ব থেকে গোটা ঘরে আলো হয়ে যাবে ৷ শীতকালে হিটারের বদলে ব্লোয়ার ব্যবহার করার পরামর্শ দেওয়া হচ্ছে ৷ হিটারে বেশি ইলেকট্রিসিটি ব্যবহার হয়ে থাকে ৷ তাই কম ওয়াটের হিটার বা ব্লোয়ার ব্যবহার করুন ৷
বিশ্রাম দিন রেফ্রিজেটারকে -
অনেক জায়গায় যেমন দিল্লি-এনসিআর-এ শীতের সময় ঘরের তাপমাত্রা ফ্রিজের থেকেও কম থাকে ৷ ফলে এই সময় দু’তিন ঘণ্টার জন্য ফ্রিজ বন্ধ করে রাখুন ৷ এর জেরে ফ্রিজে বরফও জমবে না এবং বিদ্যুতের বিলও কম আসবে ৷
আরও পড়ুন-ঘরের মেঝে খুঁড়তেই প্রকাশ্যে রহস্যে মোড়া গুহা, বেরিয়ে এল ১০০ বছরের পুরনো ইতিহাস!
৫ স্টার রেটিং ইলেকট্রিক প্রোডাক্ট
পুরনো ইলেকট্রনিক জিনিস সরিয়ে ৫ স্টার রেটিংয়ের জিনিস ব্যবহার করুন ৷ এর জেরে আপনার বিদ্যুতের বিল অর্ধেকের কম হয়ে যাবে ৷ স্মার্ট ডিভাইস ব্যবহার করে স্মার্ট উপায়ে কম করতে পারবেন বিদ্যুতের বিল ৷