TRENDING:

মেয়াদ কম, রিটার্ন বেশি! ফ্লেক্সি রেকারিং ডিপোজিট স্কিম দারুন লাভ দিতে পারে

Last Updated:

Flexi Recurring Deposit Scheme: এক নজরে দেখে নেওয়া যাক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফ্লেক্সি রেকারিং ডিপোজিট পলিসির সমস্ত খুঁটিনাটি।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: বর্তমানে সকলেই চায় সুরক্ষিত জায়গায় বিনিয়োগ করে কম সময়ের মধ্যে বেশি রিটার্ন পেতে. যার জন্য বর্তমানে বাজারেও বিভিন্ন ধরনের স্কিম এবং ফান্ড রয়েছে। বিভিন্ন ধরনের ফান্ড ছাড়াও ব্যাঙ্কের বিভিন্ন ধরনের স্কিম এবং ফিক্সড ডিপোজিট স্কিম রয়েছে।
advertisement

অনেক ব্যাঙ্কে বিভিন্ন ধরনের রেকারিং ডিপোজিট স্কিম রয়েছে। ব্যাঙ্কের বিভিন্ন ধরনের রেকারিং ডিপোজিট স্কিম থাকলেও একেকটি ব্যাঙ্কের সুদের হার একেক রকম। বর্তমানে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের (Punjab National Bank) একটি ফ্লেক্সি রেকারিং ডিপোজিট পলিসি (Flexi Recurring Deposit Scheme) রয়েছে।

আরও পড়ুন- মৃত্যুর পর ইনস্যুরেন্স ক্লেম রিজেক্ট কেন হয়? বিমা নেওয়ার সময় এগুলি মাথায় রাখুন

advertisement

যে স্কিমে কম সময়ে ভাল টাকা রিটার্ন পাওয়া সম্ভব। এক নজরে দেখে নেওয়া যাক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফ্লেক্সি রেকারিং ডিপোজিট পলিসির সমস্ত খুঁটিনাটি।

এই পলিসি কারা করতে পারে -

যে কোনও প্রাপ্তবয়স্ক নিজে এবং যৌথভাবে পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফ্লেক্সি রেকারিং ডিপোজিট পলিসিতে বিনিয়োগ করতে পারেন। এছাড়াও ন্যূনতম ১০ বছর বয়স হলেও এই পলিসি চালু করা সম্ভব।

advertisement

যে সকল গ্রাহকের বয়স ১০ বছর তাদের এই স্কিমে বিনিয়োগ করার জন্য বয়সের প্রমাণপত্র সাবমিট করতে হবে। এছাড়াও ১০ বছরের নিচে যাদের বয়স, তারা অভিভাবকদের অধীনে এই পলিসি চালু করতে পারে।

এই পলিসির শর্তাবলী -

এই পলিসিতে বিনিয়োগ করা যেতে পারে ন্যূনতম ৬ মাস এবং সর্বাধিক ১২০ অর্থাৎ ১০ বছরের জন্য। পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফ্লেক্সি রেকারিং ডিপোজিট পলিসিতে প্রতি মাসে ন্যূনতম ১০০ টাকা করে বিনিয়োগ করতে হবে। এই স্কিমে প্রতিমাসে ৫০ হাজার টাকার বেশি বিনিয়োগ করা যাবে না।

advertisement

এই পলিসির ফিচার -

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফ্লেক্সি রেকারিং ডিপোজিট পলিসিতে প্রতি মাসের ইনস্টলমেন্ট মিস করলে পেনাল্টি দিতে হবে। পেনাল্টির সুদের হার ৫.৭৫ শতাংশ। এছাড়াও এই পলিসির মাধ্যমে লোন নিতে পারবেন গ্রাহকরা।

আরও পড়ুন- দিনে মাত্র ২৯ টাকা দিলেই ৪ লাখ রিটার্ন!LIC-র এই পলিসি না করা থাকলে এখুনি করে নিন

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের ফ্লেক্সি রেকারিং ডিপোজিট পলিসিতে প্রতিদিনের ভিত্তিতে সুদের হার নির্ণয় করা হবে। এই পলিসিতে আইন অনুযায়ী ট্যাক্স কাটা হবে। সুতরাং এই পলিসিতে প্রতি মাসে নির্দিষ্ট হারে বিনিয়োগ করে মোটা টাকা রিটার্ন পাওয়া সম্ভব। গ্রাহকদের সুবিধার কথা মাথায় রেখে চালু করা হয়েছে এই ফ্লেক্সি রেকারিং ডিপোজিট স্কিম।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
মেয়াদ কম, রিটার্ন বেশি! ফ্লেক্সি রেকারিং ডিপোজিট স্কিম দারুন লাভ দিতে পারে
Open in App
হোম
খবর
ফটো
লোকাল