TRENDING:

এই প্রথম পার্সোনাল লোনের আবেদন করতে চলেছেন ? আগে এক নজরে দেখে নিন গুরুত্বপূর্ণ ৫টি বিষয়!

Last Updated:

পার্সোনাল লোনের জন্য আবেদন করার আগে দেখে নিতে হবে কীভাবে সেই টাকা পরিশোধ করা হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: কখন দরকার হয় বলা যায় না, তাই পার্সোনাল নেওয়ার আগে এক নজরে দেখে নিতে হবে গুরুত্বপূর্ণ কয়েকটি টিপস।
advertisement

পার্সোনাল লোনের জন্য যোগ্য -

পার্সোনাল লোনের আবেদন করার আগে প্রথমেই চেক করে নেওয়া দরকার যে নিজেরা সেটি পাওয়ার যোগ্য কি না। সাধারণত ২১ বছর থেকে ৬৫ বছর বয়সী সকলেই পার্সোনাল পাওয়ার যোগ্য হিসাবে বিবেচিত। কিন্তু বিভিন্ন ধরনের ব্যাঙ্কের ক্ষেত্রে বিভিন্ন ধরনের নিয়ম রয়েছে। সেই সকল নিয়ম পালন করতে পারলেই পার্সোনাল লোন দেওয়া হয়ে থাকে। পার্সোনাল লোন আবেদনকারীর আয়ের ওপরে এবং আয়ের মাধ্যমের ওপরে নির্ভর করে পার্সোনাল লোনের পরিমাণ। এই ক্ষেত্রে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় হল সময়। সময়ের ওপরে নির্ভর করে পার্সোনাল লোনের সুদের হার।

advertisement

আরও পড়ুন: ফের লক্ষ্মীলাভ? রেলের লক্ষ লক্ষ কর্মীদের জন্য বিশাল খবর! পেতে চলেছেন এই ভাতা

পার্সোনাল লোনের টাকা পরিশোধ -

পার্সোনাল লোনের জন্য আবেদন করার আগে দেখে নিতে হবে কীভাবে সেই টাকা পরিশোধ করা হবে। কারণ বিভিন্ন ধরনের ব্যাঙ্ক এবং আর্থিক প্রতিষ্ঠানগুলো সেটি চেক করেই পার্সোনাল লোন দিয়ে থাকে। এই ক্ষেত্রে সহজ কিস্তি এবং ইএমআইয়ের মাধ্যমে পার্সোনাল লোনের টাকা পরিশোধ করা যায়।

advertisement

আরও পড়ুন: এআই-চালিত লক-স্ক্রিন প্ল্যাটফর্মে বিনিয়োগের সিদ্ধান্ত জিও-র

বাজারের বিভিন্ন ধরনের প্রোডাক্ট -

পার্সোনাল লোনের জন্য আবেদন করার আগে বাজার সম্পর্কে জেনে নেওয়া উচিত। কারণ বিভিন্ন ধরনের ব্যাঙ্ক এবং বিভিন্ন ধরনের আর্থিক প্রতিষ্ঠান বিভিন্ন রেটে পার্সোনাল লোন দিয়ে থাকে। এই ক্ষেত্রে তাদের সুদের হার, প্রসেসিং ফি, পেনাল্টি চার্জ, প্রিপেমেন্ট চার্জ ইত্যাদি আলাদা আলাদা হয়। এর ফলে নিজেদের সুবিধা মতো সেটি বেছে নেওয়া প্রয়োজন।

advertisement

আরও পড়ুন: সরকারি কর্মীদের জন্য বিরাট খবর! পেনশনের নিয়মে বড়সড় বদল

কম সুদের হার -

পার্সোনাল লোনের জন্য আবেদন করার সময় মাথায় রাখা প্রয়োজন যে কম সুদের হার যেখানে সেখানেই আবেদন করা উচিত। কারণ কম সুদের হারের ফলে পার্সোনাল লোনের টাকা পরিশোধ করতে সুবিধা হবে। এক নজরে দেখে নেওয়া যাক বর্তমানে পার্সোনাল লোনের ক্ষেত্রে বিভিন্ন ধরনের ব্যাঙ্কের সুদের হার -

advertisement

- Union Bank-এর সুদের হার ৮.৯০ শতাংশ

- Central Bank-এর সুদের হার ৮.৯০ শতাংশ

- PNB-এর সুদের হার ৮.৯০ শতাংশ

- Indian Bank-এর সুদের হার ৯.০৫ শতাংশ

- Bank Of Maharashtra-এর সুদের হার ৯.৪৫ শতাংশ

- Punjab & Sind Bank-এর সুদের হার ৯.৫০ শতাংশ

- IDBI Bank-এর সুদের হার ৯.৫০ শতাংশ

- SBI-এর সুদের হার ৯.৬০ শতাংশ

- Bank Of Baroda-র সুদের হার ১০.০০ শতাংশ

- UCO Bank-এর সুদের হার ১০.০৫ শতাংশ

- Kotak Bank-এর সুদের হার ১০.২৫ শতাংশ

- BOI-এর সুদের হার ১০.৩৫ শতাংশ

- Yes Bank-এর সুদের হার ১০.৪০ শতাংশ

- Federal Bank-এর সুদের হার ১০.৪৯ শতাংশ

- IDFC Bank-এর সুদের হার ১০.৪৯ শতাংশ

- HDFC Bank-এর সুদের হার ১০.৫০ শতাংশ

- ICICI Bank-এর সুদের হার ১০.৫০ শতাংশ

- South Indian Bank-এর সুদের হার ১০.৫৫ শতাংশ

- IOB-এর সুদের হার ১০.৮০ শতাংশ

- IndusInd Bank-এর সুদের হার ১১.০০ শতাংশ

- Canara Bank-এর সুদের হার ১১.২৫ শতাংশ

- Dhanlaxmi Bank-এর সুদের হার ১১.৯০ শতাংশ

- Axis Bank-এর সুদের হার ১২ শতাংশ

- Karur Vysya Bank-এর সুদের হার ১২.০০ শতাংশ

- Karnataka Bank-এর সুদের হার ১২.৪৫ শতাংশ

গুরুত্বপূর্ণ বিষয় -

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পার্সোনাল লোন নেওয়ার আগে একটি বিষয় মনে রাখা প্রয়োজন যে সবসময় সঠিক সময়ে তার কিস্তি দেওয়া প্রয়োজন। কারণ সঠিক সময় সেটি না দিলে সুদের হার বেড়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে।

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
এই প্রথম পার্সোনাল লোনের আবেদন করতে চলেছেন ? আগে এক নজরে দেখে নিন গুরুত্বপূর্ণ ৫টি বিষয়!
Open in App
হোম
খবর
ফটো
লোকাল