Jio: এআই-চালিত লক-স্ক্রিন প্ল্যাটফর্মে বিনিয়োগের সিদ্ধান্ত জিও-র
- Published by:Rachana Majumder
- news18 bangla
Last Updated:
Jio: Jio-এর প্রস্তাবিত বিনিয়োগের লক্ষ্য হল Glance-এর লঞ্চকে ত্বরান্বিত করা। লক স্ক্রিনে বিশ্বের বৃহত্তম লাইভ কন্টেন্ট এবং কমার্স ইকোসিস্টেম তৈরি হবে।
লক-স্ক্রিন প্ল্যাটফর্মে বিনিয়োগের সিদ্ধান্ত জিও-র। এআই (AI)-চালিত লক-স্ক্রিন প্ল্যাটফর্ম গ্ল্য়ান্স (Glance) সোমবার একটি ঘোষণায় জানিয়েছে, জিও থেকে (Jio) থেকে US$200 মিলিয়ন সংগ্রহ করতে সম্মত হয়েছে তারা৷ তবে অবশ্য়ই লেনদেনটি শর্ত এবং অনুমোদন সাপেক্ষ।
advertisement
advertisement
জিও (Jio)-এর প্রস্তাবিত বিনিয়োগের লক্ষ্য হল গ্ল্য়ান্সের (Glance) লঞ্চকে ত্বরান্বিত করা। এশিয়ার বাইরে যেমন মার্কিন যুক্তরাষ্ট্র, ব্রাজিল, মেক্সিকো এবং রাশিয়ায় লক স্ক্রিনের বৃহত্তম লাইভ কন্টেন্ট এবং কমার্স ইকোসিস্টেম তৈরি হবে এর ফলে।
জিও প্ল্যাটফর্ম ছাড়াও গুগল এবং সিলিকন ভ্যালি-ভিত্তিক ভেঞ্চার ফান্ড মিথ্রিল ক্যাপিটালও গ্ল্যান্সকে সমর্থন করেছে। প্রস্তাবিত বিনিয়োগের পাশাপাশি Glance রিলায়েন্স রিটেইল ভেঞ্চারস (রিলায়েন্স রিটেল)-এর সঙ্গে একটি ব্যবসায়িক অংশীদারিত্বের ব্যবস্থাও করেছে। লক্ষ লক্ষ জিও ব্যবহারকারীদের ইন্টারনেট অভিজ্ঞতা এবার অন্য় এক মাত্রা পেতে চলেছে। Glance-এর 'লক স্ক্রিন প্ল্যাটফর্ম'কে জিও আগামী স্মার্টফোনে একত্রে নিয়ে আসবে।
advertisement
মোবাইল ইকোসিস্টেমে গ্ল্যান্স এবং গ্লোবাল প্লেয়ারদের মধ্যে কৌশলগত অংশীদারিত্বের সিরিজের মধ্যে এটিই সর্বশেষ। এই চুক্তিটি ডিভাইস, বাণিজ্য, বিষয়বস্তু এবং গেমিং ইকোসিস্টেম সবকিছু মিলিয়ে গ্ল্যান্স, রিলায়েন্স রিটেল এবং জিওর মধ্যেকার কৌশলগত সমন্বয় আরও বাড়াবে বলে আশা করা হচ্ছে।
advertisement
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
February 14, 2022 10:43 PM IST