Home » Photo » business » Indian Railways: ফের লক্ষ্মীলাভ? রেলের লক্ষ লক্ষ কর্মীদের জন্য বিশাল খবর! পেতে চলেছেন এই বিশেষ ভাতা
Indian Railways: ফের লক্ষ্মীলাভ? রেলের লক্ষ লক্ষ কর্মীদের জন্য বিশাল খবর! পেতে চলেছেন এই বিশেষ ভাতা
Indian Railway|Indian Railways|Railway Board|Indian Railways Employees|Central Government|Modi Governement|Business: ভারতীয় রেলের কর্মীদের জন্য বিরাট সুযোগ ৷ খুব তাড়াতাড়ি নাইডি ভাতা পেতে চলেছেন
ভারতীয় রেলের পক্ষ থেকে লক্ষ লক্ষ কর্মচারীদের জন্য বডড খবর আসতে পারে ৷ রেলের পক্ষ থেকে কর্মচারীদের নাইট ডিউটির জন্য ভাতা (Night Duty Allowance) দেওয়া হবে ৷ প্রতীকী ছবি ৷
2/ 9
এই নিয়ম নিয়েই বিরাট বড় সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ এর অন্তর্গত ৪৩,৬০০ টাকার বেশি বেসিক স্যালারি যাঁদের তাঁরা এই সুবিধা পেতেন না ৷ প্রতীকী ছবি ৷
3/ 9
খুব তাড়াতাড়ি সেই সমস্ত কর্মীদেরও এই ভাতা দেওয়া হবে ৷ আসলে এই বিষয়টি বর্তমানে অর্থমন্ত্রকের কাছে বিবেচনাধীন ৷ প্রতীকী ছবি ৷
4/ 9
সূত্রের খবর এই বিষয় নিয়ে ইতিবাচক সিদ্ধান্ত ঘোষণা করতে পারে অর্থমন্ত্রক ৷ আসলে রেল মন্ত্রকের পক্ষ থেকে (Ministry of Railways) এক সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
5/ 9
যে সমস্ত কর্মীদের বেসিক স্যালারি ৪৩,৬০০ টাকার থেকে বেশি ৷ তাঁদের নাইট ডিউটি অ্যালাউন্স (Night Duty Allowance) দেওয়া বন্ধ করা হয়েছিল ৷ প্রতীকী ছবি ৷
6/ 9
সিদ্ধান্তের পরে ৩ লক্ষেরও বেশি রেল কর্মীদের উপর সরাসরি প্রভাব পড়বে বলেই মনে করা হয়েছে ৷ নাইট ডিউটি ভাতা রেলের ড্রাইভারদের জন্য আবশ্যিক ৷ প্রতীকী ছবি ৷
7/ 9
তাই যাঁদের বেতন ৪৩,৬০০ টাকার থেকে বেশি তাঁদের জন্যও যাতে এই ভাতার সুযোগ দেওয়া হয় তার দাবিই উঠছে ৷ প্রতীকী ছবি ৷
8/ 9
রেলওয়ে বোর্ডের সচিব সম্প্রতি জানিয়েছেন রেল মন্ত্রকের পক্ষ থেকে এর আগে থেকেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷
9/ 9
এই বিষয়টি কেন্দ্রীয় অর্থমন্ত্রকের সম্মতির জন্য ৯ সেপ্টেম্বর ২০২১ ও ২৩ সেপ্টেম্বর ২০২১ রেলমন্ত্রকের মাধ্যমে অর্থমন্ত্রকের কাছে পাঠিয়ে দেওয়া হয়েছে ৷ প্রতীকী ছবি ৷