আরও পড়ুন: এই প্রথম পার্সোনাল লোনের আবেদন করতে চলেছেন ? আগে এক নজরে দেখে নিন গুরুত্বপূর্ণ ৫টি বিষয়!
কোনও ব্যক্তি যদি নির্দিষ্ট সময়ের মধ্যে ট্যাক্স জমা না দেয় তাহলে সেই ব্যক্তির মোট রাশির ওপরে সুদ দিতে হয়। এর ফলে সুদের পরিমাণ অনেকটাই বেড়ে যায়। ইনকাম ট্যাক্স জমা করার সময় এই ভুলটিও বেশি মাত্রায় হয়। যে আর্থিক বর্ষের ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করা হচ্ছে তার বদলে অন্য আর্থিক বর্ষ বসিয়ে দেওয়া হয়। অনেকেই এই বিষয়টি গুলিয়ে ফেলে। তাই ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার সময় এই বিষয়টির ওপর বিশেষ নজর দেওয়া দরকার। ইনকাম ট্যাক্স রিটার্ন জমা করার সময় এর ডেডলাইন মনে রাখা দরকার।শেষ তারিখের আগে এই কাজটি সেরে ফেলা উচিত।
advertisement
আরও পড়ুন: ফের লক্ষ্মীলাভ? রেলের লক্ষ লক্ষ কর্মীদের জন্য বিশাল খবর! পেতে চলেছেন এই ভাতা
ইনকাম ট্যাক্স জমা করার সময় সবথেকে বেশি যে ভুলটি হয়, সেটি হল ট্যাক্সপেয়াররা তাদের ইন্টারেস্ট ইনকাম দাখিল করতে ভুলে যায়। ইনকাম ট্যাক্স জমা করার সময় ট্যাক্সপেয়ারদের অতি অবশ্যই নিজেদের সেভিংস অ্যাকাউন্ট এবং ফিক্সড ডিপোজিটের ইন্টারেস্ট ইনকাম জমা করা দরকার। একবার যদি ট্যাক্সপেয়াররা তাদের ইন্টারেস্ট ইনকাম দাখিল করে তাহলে তারা ছাড় পাওয়ার জন্য এলিজেবল হবে। কিন্তু সবসময় মনে রাখা দরকার যে নির্দিষ্ট সময়ের মধ্যে ইনকাম ট্যাক্স জমা দেওয়া প্রয়োজন। এছাড়া ইনকাম ট্যাক্স জমা করার সময়, অনেক সময়ই ব্যাঙ্কের ডিটেলস ভুল দাখিল করা হয়। কিন্তু ইনকাম ট্যাক্স জমা করার সময়, সবসময় সঠিক এবং নির্ভুল ব্যাঙ্কের তথ্য জমা করতে হবে। নিজেদের ব্যাঙ্কের ডিটেলস যেন কোনও মতেই ভুল না হয় সেদিকে নজর দিতে হবে।
আরও পড়ুন: এআই-চালিত লক-স্ক্রিন প্ল্যাটফর্মে বিনিয়োগের সিদ্ধান্ত জিও-র
ট্রেড স্মার্টের সিইও বিকাশ সিঙ্ঘানিয়া জানিয়েছেন যে, প্রায় বেশিরভাগ লোক ইনকাম ট্যাক্স জমা দেওয়ার সময় প্রথমেই ট্যাক্স সেভিং বিনিয়োগকে বেছে নেয়। কিন্তু এই উপায় অবলম্বন না করলে ছোট অঙ্কের হলেও, কিছুটা পরিমাণ টাকা বাঁচানো সম্ভব হয়। এই ছোট ছোট অঙ্ক জমেই একটি ভাল পরিমাণ টাকা আসা সম্ভব। এর জন্য ট্যাক্স জমা দেওয়ার নির্দিষ্ট সময়ের আগেই কিছু প্ল্যান করা প্রয়োজন।