কম সুদে বেশি মাসিক কিস্তি
ব্যাঙ্কবাজারের সিইও আদিল শেঠি জানিয়েছেন যে, বিভিন্ন ধরনের লোন নিয়ে তার পর সময়ে সবগুলোর মাসিক কিস্তি জমা দেওয়া খুব সহজ ব্যাপার নয়। কোন একটা লোনের মাসিক কিস্তি জমা দিতে ভুলে গেলেই সুদের হার বেড়ে যেতে পারে। এর জন্য সবার প্রথমেই সব লোনএকত্রিত করে তার মাসিক কিস্তির পরিমাণ নির্ণয় করে নিতে হবে। এর ফলে সময়ে সব মাসিক কিস্তি জমা দেওয়া সহজ হবে। লোন নেওয়ার সময় একটি বিষয় মাথায় রাখতে হবে যে কম সুদে বেশি মাসিক কিস্তির প্ল্যান বেছে নিলে বেশি টাকা সুদ হিসাবে দিতে হবে না। এক্ষেত্রে লোনের টাকাও তাড়াতাড়ি পরিশোধ হয়ে যাবে।
advertisement
আরও পড়ুন: ফের বাড়ল না কমল ? দেখে নিন আজ আপনার শহরে পেট্রোল ও ডিজেলের দাম....
ডেট কন্সোলিডেশন লোনের শর্ত
আদিল শেঠি জানিয়েছেন যে, ডেট কন্সোলিডেশন লোনের ক্ষেত্রে লোনের একটি সেটেলমেন্ট করতে হয়। এখানে ডেট কন্সোলিডেশন লোনের শর্ত হিসাবে স্পষ্টভাবে লেখা থাকে এই লোনের টাকা পুরনো লোনের বাকি মেটাতে ব্যবহার করা যেতে পারে এবং পুরনো লোনের টাকা একটি নির্দিষ্ট সময়ের মধ্যে পরিশোধ করে দিতে হবে। এই লোন চলাকালীন অন্য কোন লোন নেওয়া যাবে না।
আরও পড়ুন: খোলা যায় যে কোনও ব্যাঙ্ক থেকে, এক নজরে দেখে নিন অটল পেনশন যোজনার সুবিধা!
ডেট কন্সোলিডেশন লোনের সুবিধা
এই ধরনের ডেট কন্সোলিডেশন লোনের মাধ্যমে নিজেদের ক্রেডিট স্কোর ভালো করা যেতে পারে। ক্রেডিট স্কোর ভালো হলে পরবর্তী লোন পাওয়ার ক্ষেত্রে সুবিধা পাওয়া যায়। ডেট কন্সোলিডেশন লোনের মাধ্যমে একটানা সময় ধরে লোনের কিস্তি দেওয়ার ফলে লোনের মোট পরিমাণ কম হতে শুরু করে এবং ক্রেডিট রেটিং আগের থেকে ভালো হয়।
সবথেকে বেশি টাকার লোন পরিশোধ করতে সবার আগে
সবথেকে বেশি টাকার যে লোন রয়েছে, সেটি সবার আগে পরিশোধ করতে হবে। কারণ এর ফলে সেই লোনের মোটা সুদ তাড়াতাড়ি বন্ধ হয়ে যাবে। এর জন্য সবার প্রথমেই একটি লিস্ট তৈরি করে দেখে নিতে হবে কোন লোনের জন্য সবথেকে বেশি পরিমাণে সুদ দিতে হচ্ছে। সেই লোন লিস্টের সবার ওপরে রেখে সেটিকেই সবার আগে পরিশোধ করতে হবে। এর ফলে অতিরিক্ত সুদের টাকা বেচে যাবে এবং সেটি অন্য লোনের পেছনে ব্যয় করা যাবে।
আরও পড়ুন: শেয়ার বাজারে বিনিয়োগ করার আগে জেনে নিন ‘স্মার্ট বিটা’ ট্রেন্ড নিয়ে, আসবে মোটা মুনাফা!
ন্যূনতম বকেয়া রাশি পরিশোধ করতে হবে
যে কোনও লোনের ক্ষেত্রে সবার আগে ন্যূনতম বকেয়া রাশি পরিশোধ করা দরকার। এটি না করলে ডিফল্টার শ্রেণিতে নিজের নাম চলে আসার সম্ভাবনা রয়েছে।
সবথেকে ছোট লোন, সবার আগে পরিশোধ করা নতুন ট্রেন্ড
বর্তমানে সবার আগে ছোট লোন পরিশোধ করার কারণ হল, সেটি যেন না ভুলে ঠিক সময়ে পরিশোধ করে অন্য বড় লোনের দিকে মনোনিবেশ করা যায়।