সূত্রের খবর অনুযায়ী, কেন্দ্র সরকার আজ অর্থাৎ ২ অক্টোবর যোজনার টাকা ট্রান্সফার করতে পারে ৷ এদিন মহাত্মা গান্ধি এবং লাল বাহাদুর শাস্ত্রির জন্মদিন ৷ মনে করা হচ্ছে এদিনই দেশের কৃষকদের অ্যাকাউন্টে টাকা পাঠানো হতে পারে ৷
আরও পড়ুন: পুজোর মধ্যেই পেতে পারেন পিএফের সুদ, ঘরে বসে চেক করুন ব্যালেন্স
advertisement
কীভাবে দেখবেন আপনার টাকার স্টেটাস-
কেন্দ্র সরকার সুবিধাভোগীদের স্টেটাস দেখার পদ্ধতি বদলে দিয়েছে ৷ আগে কৃষকরা যেখানে রেজিস্টার্ড মোবাইল নম্বর ও আধার কার্ডের সাহায্যে বেনিফিশিয়ারি লিস্ট দেখা যেত এখন সেখানে আধার নম্বর ব্যবহার বন্ধ করে দেওয়া হয়েছে ৷ এবার থেকে কৃষকরা আধার কার্ড ব্যবহার করে ওয়েবসাইটে সুবিধাভোগীদের স্টেটাস দেখতে পাবেন না ৷
আরও পড়ুন: বাজারে আসছে সবচেয়ে সস্তা ৫জি স্মার্টফোন, জেনে নিন দাম ও অন্যান্য ফিচার্স
অনলাইন কীভাবে রেজিস্ট্রেশন করাবেন ?
এই স্কিমে রেজিস্ট্রেশন করানো অত্যন্ত সহজ ৷ অনলাইন বাড়িতে বসে রেজিস্ট্রেশন করাতে পারবেন ৷ এছাড়া পঞ্চায়েত সচিব বা স্থানীয় কমন সার্ভিস সেন্টারে গিয়েও যোজনার জন্য আবেদন করতে পারবেন ৷ এছাড়া আপনি নিজেও এই যোজনার জন্য রেজিস্ট্রেশন করাতে পারবেন ৷
রেজিস্ট্রেশন করানোর স্টেপ-বাই-স্টেপ পদ্ধতি -
প্রথমে PM Kisan এর অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে
এবার Farmers Corner এ যেতে হবে
এখানে ‘New Farmer Registration’ বিকল্প সিলেক্ট করতে হবে
এরপর আধার নম্বর দিতে হবে
ক্যাপচা কোড দিয়ে নিজের রাজ্য সিলেক্ট করতে হবে
একটি ফর্মে আপনার সমস্ত তথ্য দিতে হবে
সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেল এবং চাষের জমি সংক্রান্ত তথ্য দিতে হবে
ফর্ম সাবমিট করতেই রেজিস্ট্রেশন হয়ে যাবে