সম্প্রতি এ বিষয়ে একটি ট্যুইট করেছে UIDAI । সেখানে বলা হয়েছে, খোলা বাজার থেকে PVC আধার কার্ডের কপি কেনা বন্ধ করুন। এই কার্ডগুলির কোনও সুরক্ষা নেই।
মাত্র ৫০ টাকা দিয়েই আধার পিভিসি কার্ড অর্ডার করতে পারেন। তার জন্য এই myaadhar.uidai.gov.in/genericPVC ওয়েবসাইটে গিয়ে অর্ডার দিন।
আরও পড়ুন: হতে চেয়েছিলেন ফিল্মমেকার, হয়ে গেলেন শিল্পপতি! জানুন আনন্দ মাহিন্দ্রার জীবনের গল্প!
এর জন্য প্রথমেUIDAI-এর অফিসিয়াল ওয়েবসাইটে যান। 'My Aadhaar section'-এ গিয়ে 'Order Aadhaar PVC Card' ক্লিক করুন। এবার ১২ ডিজিটের আধার নম্বর বা ‘এনরোলমেন্ট আইডি’ (ইআইডি) দিন।ছবিতে যে ‘সিকিউরিটি কোড’ বা ‘ক্যাপচা’ লিখুন এবং 'My mobile number is not registered'-এ ক্লিক করুন।যে মোবাইল নম্বরে OTP পেতে চান, তা লিখুন। OTP লিখে তা ‘submit’ করুন। তারপর ‘T&C checkbox’-এ টিক মারুন এবং ‘Submit’ করুন।স্ক্রিনে পিভিসি কার্ডের প্রিভিউ দেখতে পারেন। তা দেখে নিয়ে নীচে ‘পেমেন্ট’-এ (payment) ক্লিক করুন। তারপর টাকা দেওয়ার সাইটে চলে যাবেন। সেখানে টাকা দিন। এইভাবে সঠিক পদ্ধতিতে কাজটি সফল করুন। মনে রাখতে হবে পুরো বিষয়টা সঠিক ভাবে (Fake Aadhar card) সঠিক পদ্ধতিতে করতে হবে। খোলা বাজারের যেকোনো জায়গা থেকে আধার কার্ড কপি সংগ্রহ করা যাবে না। আর এই কাজ আপনি খুব সহজে বাড়িতে বসেই মাত্র কয়েকটি পদক্ষেপেই করতে পারবেন।