সূত্রের খবর অনুযায়ী, সরকারের তরফে সমস্ত কর্মচারীদের ও পেনশনভোগীদের অ্যাকাউন্টে যখন মহার্ঘ ভাতা আসবে সেই সময় পিএফ অ্যাকাউন্টেও সুদের টাকা ট্রান্সফার করা হবে ৷
ইপিএফও-র সেন্ট্রাল বোর্ড ৮.৫ শতাংশ সুদ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে ৷ ৮.৫ শতাংশ সুদ দেওয়ার জন্য অর্থ মন্ত্রকের অনুমোদন চাওয়া হয়েছে ৷ অনুমান করা হচ্ছে সরকারের তরফে শীঘ্রই এতে সিলমোহর দেওয়া হবে ৷ আর্থিক বছর ২০২০-২০২১ এর জন্য EPFO-কে ৮.৫ শতাংশ সুদের জন্য অর্থ মন্ত্রকের অনুমোদন দেওয়া হলেই কর্মচারী ও পেনশনভোগীদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দেওয়া হবে ৷ অনুমান করা হচ্ছে দীপাবলির আগেই সুদ পিএফ অ্যাকাউন্টে ( EPFO Account) ট্রান্সফার করে দেওয়া হবে ৷
advertisement
কীভাবে চেক করবেন পিএফ ব্যালেন্স (How to check my PF Balance?)
১. SMS এর মাধ্যমে- আপনার UAN নম্বর ইপিএফও-কাছে রেজিস্টার্ড থাকলে পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স মেসেজের মাধ্যমে জানতে পারবেন ৷ এর জন্য 7738299899 নম্বরে EPFOENG UAN লিখে পাঠাতে হবে ৷ ENG হচ্ছে আপনি যে ভাষায় তথ্য পেতে চাইছেন ৷ এই পরিষেবা একাধিক ভাষায় যেমন ইংরেজি, পঞ্জাবি, মারাঠি, হিন্দি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়লাম ও বাংলায় পেয়ে যাবেন ৷ পিএফ ব্যালেন্স জানার জন্য আপনার UAN, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান ও আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক ৷
২. মিসড কলের মাধ্যমে - রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 মিসড কল দিতে হবে ৷ এরপর EPFO-র তরফে মেসেজের মাধ্যমে আপনার পিএফ অ্যাকাউন্টে সংক্রান্ত সমস্ত তথ্য পাঠানো হবে ৷ এর জন্যেও UAN, ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান ও আধার লিঙ্ক থাকা বাধ্যতামূলক ৷
৩. ওয়েবসাইটের মাধ্যমে- অনলাইন পিএফ অ্যাকাউন্টের ব্যালেন্স দেখার জন্য EPF পাসবুক পোর্টাল ভিজিট করতে হবে ৷ এই পোর্টালে নিজের UAN ও পাসওয়ার্ড দিয়ে লগইন করতে হবে ৷ এখানে Download/View Passbook ক্লিক করতে হবে এবং আপনার সামনে পাসবুক খুলে যাবে যেখানে আপনি ব্যালেন্স চেক করতে পারবেন ৷