TRENDING:

ট্যুইটার থেকে অপসারিত কর্মীদের মাস্কের উপহার, দেওয়া হবে এত মাসের বেতন

Last Updated:

রিপোর্ট অনুযায়ী, ট্যুইটার বরখাস্ত করা কর্মীদের তিন মাসের বেতন দেবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: ট্যুইটার থেকে কর্মী ছাঁটাইয়ের ঘটনা এখন খবরের শিরোনামে রয়েছে৷ তালিকা প্রকাশ করা না হলেও আমেরিকা থেকে ভারত, সর্বত্র সাধারণ কর্মীরা ভুগছেন আশঙ্কায়, তাঁদের বুঝি চাকরি থেকে অপসারণ করা হবে৷ কিন্তু তার মধ্যেই এক বিশেষ উপহারের কথা ঘোষণা করেছেন এলন মাস্ক৷ এখনও পর্যন্ত যা পরিসংখ্যান, তাতে ছাঁটাইয়ের আগে ট্যুইটারে কর্মী সংখ্যা ছিল ৭ হাজার ৫০০৷ এখন সেটা কত হয়, সেটাই দেখার৷
advertisement

CNBC-TV18 সূত্রে জানা গিয়েছে, ভারতে উপস্থিত ২০০ কর্মচারীর মধ্যে বেশিরভাগকে বরখাস্ত করা হয়েছে। ট্যুইটার তাদের কর্মীদের বরখাস্ত করার সিদ্ধান্ত নিয়েছে ঠিক উৎসবের মরশুমের মুখে, পাশাপাশি সেই সময়ে বিশ্বজুড়ে মন্দাও চলছে৷

আরও পড়ুন: সত্যিই কি লটারি জিতে কোটি টাকা পেয়েছিলেন অনুব্রত? রহস্য ফাঁস করতে আসানসোল জেলে সিবিআই

advertisement

আরও পড়ুন: চোখ কেন ঢাকা? ভিড়ের মধ্যেও ছোট্ট মেয়েকে দেখেই এগিয়ে গেলেন অভিষেক, মিলল চিকিৎসার আশ্বাস

৩ মাসের বেতন পাবেন

রিপোর্ট অনুযায়ী, ট্যুইটার বরখাস্ত করা কর্মীদের তিন মাসের বেতন দেবে। এ ছাড়া যেসব কর্মচারী ওই স্থানে উপস্থিত থাকবেন, তাদের সেই অনুযায়ী ক্ষতিপূরণ দেওয়া হবে। মাস্ক জানিয়েছেন যে চাকরি থেকে অপসারিত কর্মীদের তিন মাসের বেতন দেওয়া হবে। ভারতের কথা বললে, এখানে উপস্থিত কর্মচারীদের দু’মাসের বেতন দেওয়া হবে।

advertisement

কর্মচারীরা এই মেল ​​পেয়েছেন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

CNBC-TV18-এর হাতে আসা মেল ​​অনুসারে, ট্যুইটার তার কর্মীদের কাছে যে মেল পাঠাচ্ছে, তাতে লেখা আছে, ‘‘আজ কোম্পানিতে আপনার শেষ দিন। তবে, আপনি ক্ষতিপূরণ এবং অন্যান্য সুবিধা না পাওয়া পর্যন্ত ৪ জানুয়ারী, ২০২৩ পর্যন্ত ট্যুইটারে থাকবেন।" আপনি বেতন পাবেন।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
ট্যুইটার থেকে অপসারিত কর্মীদের মাস্কের উপহার, দেওয়া হবে এত মাসের বেতন
Open in App
হোম
খবর
ফটো
লোকাল