বৃহস্পতিবার মাস্ক হঠাৎই ট্যুইট করে লিখেছেন, ''এরপর আমি কোকা কোলা কিনতে চলেছি। যাতে ফের এর মধ্যে কোকেন মেশাতে পারি।'' আর মুহূর্তেই ভাইরাল মাস্কের সেই ট্যুইট। ইতিমধ্যেই প্রায় ১৫ লক্ষ মানুষ লাইক করেছেন ট্যুইটটি, রিটুইট হয়েছে প্রায় সাড়ে তিন লক্ষ বার। যদিও কিছুক্ষণের মধ্যে ফের ট্যুইট করে ট্যুইটারকে মজার জায়গা করে তোলার আহ্বান জানান মাস্ক। তাই অনেকেই মনে করছেন, কোকা কোলায় কোকেন মেশানোর কথা বলে আসলে গোটা বিষয়টি নিয়ে মজাই করেছেন মাস্ক।
advertisement
যদিও অনেকে আবার বলছেন, এমন মজার মোড়কেই বিশ্বের তাবড় সংস্থা কিনে ফেলেন মাস্ক। ট্যুইটারের ক্ষেত্রেও তেমনই হয়েছে। ২০১৭ সালে একই ভাবে টুইটারের দাম জিজ্ঞেস করেছিলেন তিনি। তখন ঠাট্টা মনে হলেও ৫ বছর পর ৪৪০০ বিলিয়ন ডলারে টুইটার কিনে নিলেন মাস্ক। প্রমাণ করে দিলেন, হালকা মোড়কে হলেও ব্যবসা নিয়ে আদৌ ঠাট্টা করেন না তিনি।
আরও পড়ুন: প্রাণ সংশয়, নিরাপত্তা বাড়াতে আবেদন তৃণমূল বিধায়কের! স্পষ্ট করে দিলেন, কাদের ভয় পাচ্ছেন
প্রসঙ্গত, আমেরিকার জর্জিয়াতে ১৮৮৬ সালে কোকা কোলার পথ চলা শুরু। জন পেমবার্টন এই সংস্থা তৈরি করেন। সেই সময় কোকা কোলায় কোকেনের একটি রূপ কোকা পাতার নির্যাস ব্যবহার করতেন জন। ১৮৮৭ সালে গৃগস ক্যান্ডেলার এই সংস্থা কিনে নেন। ধীরেধীরে কোকা পাতার ব্যবহার বন্ধ করা হয়। বর্তমানে দুশোটি দেশে রয়েছে কোকা কোলার বিস্তার। পৃথিবীজুড়ে ছড়িয়ে রয়েছে সংস্থার ৯০০টি প্ল্যান্ট। একটি সমীক্ষা অনুযায়ী, বর্তমানে কোকা কোলার মোট বাজারমূল্য ২৮৪০০ কোটি ডলার।