১০ থেকে ৫০ টাকা আটি দরে কাঁঠাল পাতা বিক্রি হচ্ছে বাজারে। কাঁঠাল পাতা বিক্রি করেই দিনে প্রায় ৫০০ থেকে ১০০০ টাকা আয় করে রোজগারের পথ বেছে নিয়েছেন এই কাঁঠাল পাতা বিক্রেতারা। আগে কেউ ভিন রাজ্যে শ্রমিকের কাজ করতেন তো আবার কেউ এই কাজেই যুক্ত আছেন দীর্ঘদিন ধরে। তবে কাঁঠাল পাতা বিক্রি করেও যে রোজগার করা যায় তা দেখিয়ে দিয়েছেন মালদহের এই কাঁঠাল পাতা বিক্রেতারা।
advertisement
আরও পড়ুন: পুরুলিয়ার রুক্ষ মাটিতে আয়ের পথ দেখাচ্ছে ‘ড্রাগন’ ফলের চাষ !
মালদহের ইংরেজবাজার ব্লকের মিল্কী গ্রামের বাজারে প্রতিদিন প্রায় ১৫ থেকে ২০ জন বিক্রি করছেন কাঁঠাল পাতা। এক কাঁঠাল পাতা বিক্রেতা শেখ মকবুল জানান, পেটের দায়ে আগে ভিন রাজ্যে নির্মান শ্রমিকের কাজ করতে যেতে হত। এখন এই কাঁঠাল পাতা বিক্রি করে বাড়িতেই রোজগার হচ্ছে।
আরও পড়ুন: ৫ বছরে ৫০ লাখ ? এই হিসেব আপনাকে ধনী করে তুলবে ! জেনে অবাক হবেন না
রোজগারের অন্যান্য বিকল্প পথ না থাকলেও গাছের পাতা বিক্রি করেও যে রোজগার সম্ভব তা বুঝিয়ে দিয়েছেন এই কাঁঠাল পাতা বিক্রেতারা। জেলার বিভিন্ন প্রান্তে বাড়ি বাড়ি গিয়ে কাঁঠাল পাতা সংগ্রহ করে এনে বিক্রি করছেন বাজারে। দিনে প্রায় ৫০০ থেকে ১০০০ টাকার আয় করে আর্থিকভাবে স্বাবলম্বী হয়ে রোজগারের পথ দেখাচ্ছেন মালদহের এই কাঁঠাল পাতা বিক্রেতারা।
জিএম মোমিন