উত্তর ২৪ পরগনার বসিরহাটের সুন্দরবন এলাকার চাষি আব্দুল হামিদ মন্ডল পেশায় মোটর মেকানিক, শখের বশে তৈরি খেজুর গাছগুলিতে ফল আসতেই এলাকায় সাড়া পড়ে যায়।
আরও পড়ুন – Vinesh Phogat: রুপোর মেডেল কি পাবেন ভিনেশ, কোর্ট অফ আর্বিট্রেশন কী জানাল
এরপর ফলের পাশাপাশি শুরু করেছে সেই ফল থেকে আবারও বীজ সংগ্রহ করে প্রায় আড়াইশো থেকে ৩০০ গাছ উৎপাদন করেছেন সফল চাষী আব্দুল হামিদ মন্ডল ইতিমধ্যেই এই চারা বিক্রি করার উপযুক্ত হয়েছে আগামী দিনে পশ্চিমবঙ্গে সৌদি আরবের খেজুরের চাহিদা মেটাতে কার্যকরী ভূমিকা নিতে চায় আবদুল হামিদ মন্ডল।
advertisement
তাঁর দাবি সরকার যদি তার পাশে দাঁড়ায় তাহলে তিনি আগামী দিনে এই খেজুর গাছ খুব অল্প পয়সায় বিক্রি করে সারা পশ্চিমবাংলায় ছড়িয়ে দিতে চান। আব্দুল হামিদ মন্ডলের এই সফলতা থেকে খুশি স্থানীয় বাসিন্দারাও চরম দারিদ্রতার মধ্য দিয়ে আব্দুল হামিদের এই উদ্যোগকে স্বাগত জানাচ্ছেন স্থানীয় বাসিন্দারা ।
Julfikar Molla