মোদি সরকার দশম কিস্তির টাকা ১ জানুয়ারি কৃষকদের অ্যাকাউন্টে ট্রান্সফার করে দিয়েছিল ৷ PM Kisan Samman Nidhi যোজনার রেজিস্টার্ড কৃষকদের জন্য e-KYC বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ e-KYC ছাড়া মিলবে না ১১ তম কিস্তির টাকা ৷
আরও পড়ুন: আজ শেষ হচ্ছে নির্বাচন, কাল থেকেই হু হু করে বাড়তে পারে পেট্রোল-ডিজেলের দাম!
advertisement
পিএম কিষান যোজনার পোর্টালে জানানো হয়েছে আধারের মাধ্যমে OTP ভেরিফিকেশনের জন্য Kisan Corner এর e-KYC বিকল্পে ক্লিক করতে হবে ৷ বায়োমেট্রিক প্রমাণিকরণের জন্য নিকটবর্তী সিএসসি সেন্টারে (CSC) যেতে হবে ৷ এই কাজ বাড়িতে বসে নিজের মোবাইল, কম্পিউটার ও ল্যাপটপের মাধ্যমে করতে পারবেন ৷
আরও পড়ুন: কেন্দ্রীয় কর্মচারীদের জন্য বড় সুখবর! ব্যাঙ্ক অ্যাকাউন্টে আসবে ২ লক্ষ টাকা...
অনলাইনে কীভাবে করবেন e-KYC?
- প্রথমে https://pmkisan.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে
- ডানদিকে সবার উপরে e-KYC লেখা ট্যাবে ক্লিক করতে হবে
- এরপর নিজের আধার নম্বর ও ইমেজ কোড দিয়ে সার্চ বটনে ক্লিক করতে হবে
- এবার আধারের সঙ্গে লিঙ্কড মোবাইল নম্বর দিলে চলে আসবে ওটিপি সেটা দিতে হবে
- সব কিছু ঠিক থাকলে eKYC পুরো হয়ে যাবে না হলে Invalid লেখা আসবে
- Invalid লেখা আসলে আপনার আপনার কিস্তির টাকা আটকে যেতে পারে
- সে ক্ষেত্রে আধার সেবা কেন্দ্রে গিয়ে এগুলো ঠিক করাতে হবে
আরও পড়ুন: প্রথম বেতন কোথায় বিনিয়োগ করলে ভাল রিটার্ন পাওয়ার সম্ভাবনা রয়েছে? দেখে নিন এখনই!
অনলাইনে এই যোজনার রেজিস্ট্রেশনের প্রক্রিয়া-
>> প্রথমে পিএম কিষানের অফিশিয়াল ওয়েবসাইটে যেতে হবে
>> এরপর Farmers Corner অপশনে ক্লিক করতে হবে
>> এখানে ‘New Farmer Registration’ অপশন সিলেক্ট করে আধার নম্বর দিতে হবে
>> ক্যাপচা কোড দিয়ে নিজের রাজ্য সিলেক্ট করতে হবে
>> ফর্মে আপনার সমস্ত পার্সোনাল তথ্য দিতে হবে
>> পাশাপাশি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ও জমি সংক্রান্ত তথ্য জমা দিতে হবে
>> এরপর ফর্ম সাবমিট করতে হবে