TRENDING:

PNB Payment Rules: ব্যাঙ্ক গ্রাহকদের জন্য জরুরি খবর, ৪ এপ্রিল থেকে বদলে যাবে পেমেন্টের নিয়ম....

Last Updated:

পিএনবি-র অফিশিয়াল ওয়েবসাইটে pnbindia.in- দেওয়া তথ্য অনুযায়ী, ৪ এপ্রিল ২০২২ থেকে পজিটিভ পে সিস্টেম লাগু করে দেওয়া হবে ৷

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: দেশের দ্বিতীয় সবচেয়ে বড় রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্ক পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্ক গ্রাহকদের জন্য বেশ কিছু নিয়মে বড়সড় বদল আনতে চলেছে ৷ ৪ এপ্রিল ২০২২ থেকে পিএনবি পজিটিভ পে সিস্টেম (Positive Pay system) লাগু করতে চলেছে ৷ এই নিয়ম অনুযায়ী এবার থেকে ভেরিফিকেশন ছাড়া চেক পেমেন্ট করা হবে না ৷ ভেরিফিকেশন না করা হলে চেক ফেরত দিয়ে দেওয়া হবে ৷
advertisement

আরও পড়ুন: মার্চে প্রায় অর্ধেকের বেশি দিন বন্ধ থাকবে ব্যাঙ্ক, দেখে নিন ছুটির পুরো লিস্ট

১০ লক্ষ টাকার বেশি চেকের ক্ষেত্রে এই নিয়ম বাধ্যতামূলক -

পিএনবি-র অফিশিয়াল ওয়েবসাইটে pnbindia.in- দেওয়া তথ্য অনুযায়ী, ৪ এপ্রিল ২০২২ থেকে পজিটিভ পে সিস্টেম লাগু করে দেওয়া হবে ৷ এরপর গ্রাহকরা যদি ব্রাঞ্চ বা ডিজিটাল চ্যানেলের মাধ্যমে ১০ লক্ষ বা তার বেশি টাকার চেক জারি করে থাকেন তাহলে পিপিএস কনফার্মেশন বাধ্যতামূলক বলে জানানো হয়েছে ৷ গ্রাহকদের অ্যাকাউন্ট নম্বর, চেক নম্বর, চেক ডেট, চেক অ্যামাউন্ট এই সমস্ত তথ্য দিতে হবে ৷ গ্রাহকরা 1800-103-2222 বা 1800-180-2222 নম্বরে ফোন করে পিপিএস সম্বন্ধে ডিটেলে জানতে পারেন ৷ এছাড়া ব্যাঙ্কের ওয়েবসাইট থেকে সমস্ত তথ্য জানতে পারবেন ৷

advertisement

আরও পড়ুন: সুখবর! এবার কেবল মিসড কল দিয়ে পেয়ে যাবেন LPG গ্যাসের কানেকশন

ফ্রড আটকানোর জন্য লাগু হচ্ছে পজিটিভ পে সিস্টেম-

রিজার্ভ ব্যাঙ্ক ফ্রডের ঘটনা আটকানোর উদ্দেশ্যে পজিটিভ পে সিস্টেম ১ জানুয়ারি ২০২২ থেকে লাগু করার নির্দেশ দিয়েছিল ৷ এখনও পর্যন্ত একাধিক ব্যাঙ্ক এই সিস্টেম লাগু করে দিয়েছে ৷ পিপিএস-এর মাধ্যমে আপনার পেমেন্ট সুরক্ষিত হবে ৷ পাশাপাশি ক্লিয়ারেন্সেও সময় কম লাগবে ৷

advertisement

আরও পড়ুন: এপ্রিলে অ্যাকাউন্টে আসতে চলেছে টাকা, শীঘ্রই করিয়ে নিন রেজিস্ট্রেশন

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

পিপিএস মেনে চেক জারি করলে এসএমএস, মোবাইল অ্যাপ, নেট ব্যাঙ্কিং বা এটিএম-এর মাধ্যমে চেকের ডিটেল দিতে হবে ৷ চেক ব্যাঙ্কে ক্লিয়ারেন্সের জন্য পৌঁছলে আগে থেকে দেওয়া তথ্য খতিয়ে দেখা হবে ৷ এই সময় তথ্যে কোনও গড়মিল পাওয়া গেলে চেক রিজেক্ট করে দেওয়া হবে ৷ পঞ্জাব ন্যাশনাল ব্যাঙ্কের তরফে জানানো হয়েছে পিপিএস কনফার্মেশন না হলে চেক ফেরত দিয়ে দেওয়া হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PNB Payment Rules: ব্যাঙ্ক গ্রাহকদের জন্য জরুরি খবর, ৪ এপ্রিল থেকে বদলে যাবে পেমেন্টের নিয়ম....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল