কেন্দ্রীয় প্রকল্পের কোন কাজ ফেলে রাখা যাবে না। পঞ্চদশ অর্থ কমিশনের অনেক টাকা এখনো পর্যন্ত খরচ করা হয়নি বিভিন্ন জেলায়। সেই টাকাগুলো অবিলম্বে খরচ করতে হবে। তার জন্য ১৫ ই ডিসেম্বরের মধ্যেই সব টেন্ডার করে দিতে হবে। আপনারা কোন টাকা ফেলে রাখবেন না। জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্য সচিবের কড়া বার্তা।
advertisement
আরও পড়ুন, অ্যাকাউন্টে ঢুকবে কড়কড়ে ৫১ হাজার…! বিধানসভায় পাশ হয়ে গেল মন্ত্রীদের বেতন বৃদ্ধি বিল
আরও পড়ুন, নবদ্বীপে রাসে প্রতিমা বিসর্জনে বিপত্তি, ঠাকুর চাপা পড়ে আহত কমপক্ষে চার জন
এই কর্মসূচীতে মোট ৩৫টি প্রকল্পের জন্য আবেদন জানানো যাবে। সেই সব প্রকল্পের মধ্যে থাকছে খাদ্যসাথী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রী, রূপশ্রী, বিধবা ভাতা, বার্ধক্য ভাতা, জয় জোহর, তপশিলী বন্ধু, কৃষকবন্ধু, মেধাশ্রী, শিক্ষাশ্রী ও ঐক্যশ্রী। এর পাশাপাশি আবেদন জানানো যাবে স্টুডেন্ট ক্রেডিট কার্ড, ভবিষ্যৎ কার্ডের জন্য।
আবেদন জানানো যাবে কিষাণ ক্রেডিট কার্ড ও মৎস্যজীবী ক্রেডিট কার্ডের জন্য। আবেদন জানানো যাবে প্রতিবন্ধী সার্টিফিকেট, জাতিগত শংসাপত্র ও জমির পাট্টার জন্য। একই সঙ্গে এবারেই প্রথম দুয়ারে সরকার থেকে পরিযায়ী শ্রমিকদের নাম নথিভুক্তকরণের কাজও করা হবে।