অনলাইন ট্র্যাভেল এজেন্সিগুলো থেকে পাওয়া তথ্য অনুসারে জানা গিয়েছে, চলতি সপ্তাহে এক ধাক্কায় প্রায় ১৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত ভাড়া বেড়েছে অন্তর্দেশীয় বিমান পরিষেবায়। ইক্সিগো'র পক্ষ থেকে জানানো হয়েছে, যেখানে গত ফেব্রুয়ারি মাসের প্রথম সপ্তাহে দিল্লি থেকে মুম্বইগামী একমুখী বিমান-ভাড়া ছিল মাত্র ৪,০০০ টাকা , সেখানে চলতি মার্চ মাসের প্রথম সপ্তাহে একলাফে ২৬ শতাংশ বৃদ্ধি পেয়ে তা দাঁড়িয়েছে ৫,১০০ টাকায়। একইভাবে চলতি মাসের প্রথম সপ্তাহে যথাক্রমে কলকাতা থেকে দিল্লি এবং দিল্লি থেকে বেঙ্গালুরু রুটে একমুখী ফ্লাইটের টিকিটের দাম একধাক্কায় ২৯ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪,৭০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬,১০০ টাকা, ৪,৯০০ টাকা থেকে বেড়ে হয়েছে ৬,২০০ টাকা।
advertisement
আরও পড়ুন: লেপ মুড়ি শুতে গিয়েই কানে ফোঁস-ফোঁস শব্দ, ভাঁজ খুলতেই চক্ষু চড়কগাছ! এ কী সর্বনাশ
এবিষয়ে বিমান সংস্থাগুলোর তরফ থেকে জানা গিয়েছে, বর্তমানে দিল্লিতে টারবাইন ফুয়েল খরচ, যা আগে ছিল ৬০ হাজার টাকা, চলে গিয়েছে ৯৫ হাজারে। এমনকী, ২০২১ সালের মার্চ মাসের তুলনায় বিশ্ববাজারে অপরিশোধিত তেলের ব্যারেল প্রতি দাম বর্তমান বছরের মার্চ মাসে ১২৯. ৪৭ ডলার বৃদ্ধি পেয়েছে।
আরও পড়ুন: কর্নাটকের সাগরে এ কোন জন্তু! মুহূর্তে করতে পারে ফালাফালা, জালে উঠতেই তোলপাড়
তবে অন্তর্দেশীয় বিমান পরিষেবায় ভাড়া বৃদ্ধি হলেও তা বাড়েনি আন্তর্জাতিক বিমান পরিষেবায়। করোনাকালে আন্তর্জাতিক বিমান পরিষেবা ব্যাহত হওয়ায় প্রবল আর্থিক ক্ষতির সম্মুখীন হয় বিমান সংস্থাগুলো। এরই মধ্যে কয়েকমাস করোনা নিয়মবিধি শিথিল হওয়ার কারণে ফের পুরো মাত্রায় চালু হয় আন্তর্জাতিক বিমান পরিষেবা। ওই সময় গত দু'বছরের রুগ্ন আর্থিক কাঠামোর হাল ফেরাতে এক ধাক্কায় অনেকটাই ভাড়া বৃদ্ধি করে আন্তর্জাতিক উড়ান পরিষেবা সংস্থাগুলি। তাই এখনই আন্তর্জাতিক বিমান পরিষেবায় ভাড়া বাড়ানো নাও হতে পারে জানা গিয়েছে বিমান সংস্থাগুলোর পক্ষ থেকে।