আরও পড়ুন:
আগেকার সমস্ত প্রযুক্তির তুলনায় শক্তিশালী এবং অনেক বেশি উন্নত 5G! জানুন এর কারণ
কর্পোরেট এফডি-তে বেশি সুদ পাওয়া যায়৷ কিন্তু সেক্ষেত্রে ব্যাঙ্কের এফডি-তে থেকে বেশি রিস্ক রয়েছে ৷ ব্যাঙ্কের এফডি-তে গ্রাহকরা নির্দিষ্ট সুদ পেয়ে থাকেন ৷ কিন্তু এর সঙ্গে যুক্ত রিস্ক সম্পর্কে বেশির ভাগ মানুষই জানেন না ৷ এফডি-তে ইনভেস্ট করার আগে অবশ্যই এই কয়েকটি বিষয়ে জেনে রাখুন ৷
advertisement
পুরোপুরি সুরক্ষিত নয় -
সাধারণত সকলে মনে করেন এফডি তে টাকা রাখলে সেটা সুরক্ষিত ৷ কিন্তু যদি ব্যাঙ্ক দেউলিয়া হয়ে যায় গ্রাহকদের কেবল ৫ লক্ষ টাকা পর্যন্ত সুরক্ষিত থাকবে ৷ ফাইন্যান্স সংস্থাগুলির উপরেও এই নিয়ম লাগু করা থাকবে ৷ DICGC ব্যাঙ্ক ডিপোজিটে কেবল ৫ লক্ষ টাকা পর্যন্ত গ্যারেন্টি দিয়ে থাকে ৷
আরও পড়ুন: সময় থাকতেই সেরে নিন এই কাজটি, না হলে মিলবে না আগামী কিস্তির টাকা
লিক্যুইডিটির সমস্যা-
বিশেষজ্ঞদের মতে ব্যাঙ্ক এফডি-তে লিক্যুইডিটির সমস্যা হয়ে থাকে ৷ দরকার পড়লে ম্যাচিউরিটির আগে এফডি ভেঙে টাকা তুলতে পারবেন ৷ কিন্তু তার উপরে আপনাকে পেনাল্টি দিতে হবে ৷ এফডি-র উপরে পেনাল্টির অ্যামাউন্ট আলাদা আলাদা ব্যাঙ্কে আলাদা হয় ৷ ট্যাক্স সেভিংসে টাকা ইনভেস্ট করলে ৫ বছরের আগে টাকা তুলতে পারবেন ৷ তবে সে ক্ষেত্রে ইনকাম ট্যাক্সে ছাড় পাবেন না ৷
মুদ্রাস্ফীতি অনুযায়ী রিটার্ন মিলবে না
ফিক্সড ডিপোজিটের সুদের হার আগে থেকে ঠিক করা হয় ৷ মুদ্রাস্ফীতি বাড়তে থাকায় এফডি-তে পাওয়া রিটার্ন অনেকটাই কম হয় ৷ গত মাসের ডেটা অনুযায়ী, মুদ্রাস্ফীতি কমে ৭.০৪ শতাংশ হয়েছিল ৷ এর তুলনায় এফডি-তে কম সুদ পাওয়া যায় ৷ মানে এফডি-তে নেগেটিভ রিটার্ন পাচ্ছেন গ্রাহকরা ৷
আরও পড়ুন: মুদ্রাস্ফীতি সত্ত্বেও সোনায় বিনিয়োগ কি লাভজনক হতে পারে? জেনে নিন বিশদে
ট্যাক্সের বোঝা-
আপনার ৬০ বছরের কম হলে এফডি-তে পাওয়া সুদের উপর কর দিতে হবে ৷ প্রবীণ নাগরিকদের ক্ষেত্রে ৫০,০০০ টাকা পর্যন্ত সুদে ছাড় পাওয়া যায় ৷ আপনি যত সুদ পাচ্ছেন সেটা আপনার আয়ের সঙ্গে যোগ করে যে স্ল্যাবে পড়বে সেই হিসেবে ট্যাক্স দিতে হবে ৷