PM kisan : সময় থাকতেই সেরে নিন এই কাজটি, না হলে মিলবে না আগামী কিস্তির টাকা

Last Updated:

PM Kisan: দেখে নিন কীভাবে করবেন ই-কেওয়াইসি ?

#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১১তম কিস্তির টাকা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন সুবিধাভোগীরা ৷ তবে এখনও অনেকেই এমন রয়েছেন যাদের অ্যাকাউন্টে এই কিস্তির টাকা ক্রেডিট হয়নি ৷ এর দুটি কারণ রয়েছে ৷ প্রথম, বেশ কিছু কৃষকের নাম আগেই ঘোষণা করে দেওয়া হয়েছে যারা এই যোজনার আওতার মধ্যে পড়েন না আর দ্বিতীয় অনেকেই কেওয়াইসি না করায় টাকা আটকে গিয়েছে ৷
পিএম কিষান যোজনার আগামী কিস্তির টাকা কেবল সেই কৃষকরাই পাবেন যাঁরা কেওয়াইসি করাবেন ৷ যোজনার সুবিধা পাওয়ার জন্য ই-কেওয়াসি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ কেওয়াইসি করার শেষ তারিখ বাড়িয়ে ৩১ জুলাই ২০২২ করে দেওয়া হয়েছে ৷ বাড়ি থেকেই স্মার্টফোনের মাধ্যমে ই-কেওয়াইসি করাতে পারবেন কৃষকরা ৷ এর পাশাপাশি নিকটবর্তী কমন সার্ভস সেন্টারে গিয়েও কেওয়াইসি করা যেতে পারে ৷ এই যোজনায় কৃষকদের বছরে ৬০০০ টাকা পাঠানো হয় ৷
advertisement
advertisement
দেখে নিন কীভাবে করবেন ই-কেওয়াইসি ?
  • প্রথমে https://pmkisan.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে
  • এরপর ফার্মাস কর্নারে থাকা e-KYC ট্যাবে ক্লিক করতে হবে
  • যে পেজটি খুলবে তাতে আধার কার্ডের তথ্য দিয়ে সার্চ বটনে ক্লিক করতে হবে
  • এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে ওটিপি
  • ওটিপি দিয়ে সাবমিট বটন ক্লিক করতে হবে
  • এর জন্য কোনও শুল্ক দিতে হবে না
advertisement
কমন সার্ভিস সেন্টারে করাতে পারেন ই-কেওয়াইসি -
কমন সার্ভিস সেন্টারে বায়োমেট্রিকের মাধ্যমে ইকেওয়াইসি করা যেতে পারে ৷ কৃষকদের আধার কার্ড ও রেজিস্টার্ড মোবাইল নম্বর লাগবে ৷ কমন সার্ভিস সেন্টারে ই-কেওয়াইসি করার জন্য ১৭ টাকা লাগবে ৷ এছাড়া ১০ থেকে ২০ টাকা পর্যন্ত সার্ভিস চার্জ নেওয়া হতে পারে ৷ ফলে সিএসসি থেকে ইকেওয়াইসি করালে ৩৭ টাকা দিতে হবে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM kisan : সময় থাকতেই সেরে নিন এই কাজটি, না হলে মিলবে না আগামী কিস্তির টাকা
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement