PM kisan : সময় থাকতেই সেরে নিন এই কাজটি, না হলে মিলবে না আগামী কিস্তির টাকা
- Published by:Dolon Chattopadhyay
- news18 bangla
Last Updated:
PM Kisan: দেখে নিন কীভাবে করবেন ই-কেওয়াইসি ?
#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১১তম কিস্তির টাকা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন সুবিধাভোগীরা ৷ তবে এখনও অনেকেই এমন রয়েছেন যাদের অ্যাকাউন্টে এই কিস্তির টাকা ক্রেডিট হয়নি ৷ এর দুটি কারণ রয়েছে ৷ প্রথম, বেশ কিছু কৃষকের নাম আগেই ঘোষণা করে দেওয়া হয়েছে যারা এই যোজনার আওতার মধ্যে পড়েন না আর দ্বিতীয় অনেকেই কেওয়াইসি না করায় টাকা আটকে গিয়েছে ৷
পিএম কিষান যোজনার আগামী কিস্তির টাকা কেবল সেই কৃষকরাই পাবেন যাঁরা কেওয়াইসি করাবেন ৷ যোজনার সুবিধা পাওয়ার জন্য ই-কেওয়াসি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ কেওয়াইসি করার শেষ তারিখ বাড়িয়ে ৩১ জুলাই ২০২২ করে দেওয়া হয়েছে ৷ বাড়ি থেকেই স্মার্টফোনের মাধ্যমে ই-কেওয়াইসি করাতে পারবেন কৃষকরা ৷ এর পাশাপাশি নিকটবর্তী কমন সার্ভস সেন্টারে গিয়েও কেওয়াইসি করা যেতে পারে ৷ এই যোজনায় কৃষকদের বছরে ৬০০০ টাকা পাঠানো হয় ৷
advertisement
advertisement
দেখে নিন কীভাবে করবেন ই-কেওয়াইসি ?
- প্রথমে https://pmkisan.gov.in/ ওয়েবসাইটে যেতে হবে
- এরপর ফার্মাস কর্নারে থাকা e-KYC ট্যাবে ক্লিক করতে হবে
- যে পেজটি খুলবে তাতে আধার কার্ডের তথ্য দিয়ে সার্চ বটনে ক্লিক করতে হবে
- এরপর আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে চলে আসবে ওটিপি
- ওটিপি দিয়ে সাবমিট বটন ক্লিক করতে হবে
- এর জন্য কোনও শুল্ক দিতে হবে না
advertisement
কমন সার্ভিস সেন্টারে করাতে পারেন ই-কেওয়াইসি -
কমন সার্ভিস সেন্টারে বায়োমেট্রিকের মাধ্যমে ইকেওয়াইসি করা যেতে পারে ৷ কৃষকদের আধার কার্ড ও রেজিস্টার্ড মোবাইল নম্বর লাগবে ৷ কমন সার্ভিস সেন্টারে ই-কেওয়াইসি করার জন্য ১৭ টাকা লাগবে ৷ এছাড়া ১০ থেকে ২০ টাকা পর্যন্ত সার্ভিস চার্জ নেওয়া হতে পারে ৷ ফলে সিএসসি থেকে ইকেওয়াইসি করালে ৩৭ টাকা দিতে হবে ৷
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
June 18, 2022 12:44 PM IST
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
PM kisan : সময় থাকতেই সেরে নিন এই কাজটি, না হলে মিলবে না আগামী কিস্তির টাকা