#নয়াদিল্লি: প্রধানমন্ত্রী কিষান সম্মান নিধি যোজনার ১১তম কিস্তির টাকা ইতিমধ্যেই পেয়ে গিয়েছেন সুবিধাভোগীরা ৷ তবে এখনও অনেকেই এমন রয়েছেন যাদের অ্যাকাউন্টে এই কিস্তির টাকা ক্রেডিট হয়নি ৷ এর দুটি কারণ রয়েছে ৷ প্রথম, বেশ কিছু কৃষকের নাম আগেই ঘোষণা করে দেওয়া হয়েছে যারা এই যোজনার আওতার মধ্যে পড়েন না আর দ্বিতীয় অনেকেই কেওয়াইসি না করায় টাকা আটকে গিয়েছে ৷
আরও পড়ুন: কোভিড পরিস্থিতিতেও ২২০ শতাংশ পর্যন্ত রিটার্ন দিয়েছে এই মিড ক্যাপ মিউচুয়াল ফান্ডপিএম কিষান যোজনার আগামী কিস্তির টাকা কেবল সেই কৃষকরাই পাবেন যাঁরা কেওয়াইসি করাবেন ৷ যোজনার সুবিধা পাওয়ার জন্য ই-কেওয়াসি বাধ্যতামূলক করে দেওয়া হয়েছে ৷ কেওয়াইসি করার শেষ তারিখ বাড়িয়ে ৩১ জুলাই ২০২২ করে দেওয়া হয়েছে ৷ বাড়ি থেকেই স্মার্টফোনের মাধ্যমে ই-কেওয়াইসি করাতে পারবেন কৃষকরা ৷ এর পাশাপাশি নিকটবর্তী কমন সার্ভস সেন্টারে গিয়েও কেওয়াইসি করা যেতে পারে ৷ এই যোজনায় কৃষকদের বছরে ৬০০০ টাকা পাঠানো হয় ৷
আরও পড়ুন: মুদ্রাস্ফীতি সত্ত্বেও সোনায় বিনিয়োগ কি লাভজনক হতে পারে? জেনে নিন বিশদেদেখে নিন কীভাবে করবেন ই-কেওয়াইসি ?
কমন সার্ভিস সেন্টারে করাতে পারেন ই-কেওয়াইসি -
কমন সার্ভিস সেন্টারে বায়োমেট্রিকের মাধ্যমে ইকেওয়াইসি করা যেতে পারে ৷ কৃষকদের আধার কার্ড ও রেজিস্টার্ড মোবাইল নম্বর লাগবে ৷ কমন সার্ভিস সেন্টারে ই-কেওয়াইসি করার জন্য ১৭ টাকা লাগবে ৷ এছাড়া ১০ থেকে ২০ টাকা পর্যন্ত সার্ভিস চার্জ নেওয়া হতে পারে ৷ ফলে সিএসসি থেকে ইকেওয়াইসি করালে ৩৭ টাকা দিতে হবে ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।