TRENDING:

Petrol-Diesel price today: আজ ফের দাম বাড়ল তেলের, দেখে নিন আপনার শহরে কত টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল ও ডিজেল

Last Updated:

চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 26 September 2021)

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#নয়াদিল্লি: রবিবার ফের দাম বাড়ল ডিজেলের ৷ তবে পেট্রোলের দাম অপরিবর্তিত রেখেছে সরকারি তেল সংস্থাগুলি ৷ এদিন ডিজেলের দাম ২৫ থেকে ২৭ পয়সা প্রতি লিটারে বৃদ্ধি করা হয়েছে ৷ এর আগে শুক্রবার ডিজেলের দাম (Diesel Price Today) ২২ পয়সা প্রতি লিটারে বাড়ানো হয়েছিল ৷
advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/only-these-farmers-can-get-benefits-of-pm-kisan-samman-nidhi-yojona-dc-664549.html

IOCL এর ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুযায়ী, দিল্লিতে রবিবার পেট্রোলের দাম ১০১.১৯ টাকায় স্থির রয়েছে ৷ অন্যদিকে, ডিজেলের দাম বেড়ে ৮৯.০৭ টাকা প্রতি লিটার হয়েছে ৷ মুম্বইয়ে পেট্রোলের দাম ১০৭.২৬ টাকা এবং ডিজেল ৯৬.৬৮ টাকা প্রতি লিটারে বিক্রি হচ্ছে ৷ কলকাতায় পেট্রোলের দাম ১০১.৬২ টাকা এবং ডিজেল মিলছে ৯২.১৭ টাকা প্রতি লিটারে ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/news/business/good-news-as-farmers-will-get-40000-rupees-under-mbby-scheme-dc-664541.html

কবে সস্তা হবে পেট্রোল ?

পেট্রোল ও ডিজেলের Petrol-Diesel price today দাম নিয়ে পেট্রোলিয়াম মন্ত্রী হরদীপ সিংহ পুরী (Hardeep singh puri) জানিয়েছেন, দেশে পেট্রোল ও ডিজেলের দাম কম হচ্ছে না কারন রাজ্যগুলি পেট্রোল ও ডিজেলকে জিএসটি-র আওতায় আনতে চাইছে না ৷ তিনি আরও জানান, কেন্দ্র পেট্রোলে ট্যাক্স হিসেবে ৩২ টাকা প্রতি লিটারে নিয়ে থাকে ৷ এই ট্যাক্স সেই সময় থেকে নেওয়া হয় যখন তেলের দাম ১৯ মার্কিন ডলার প্রতি ব্যারেল ছিল ৷ এখন তা বেড়ে ৭৫ মার্কিন ডালর প্রতি ব্যারেল হওয়া সত্ত্বেও কেন্দ্রের তরফে তেলের উপরে ট্যাক্স বাড়ানো হয়নি ৷

advertisement

আরও পড়ুন: https://bengali.news18.com/photogallery/business/lpg-consumer-ready-to-pay-1000-per-cylinder-governments-no-clarity-over-subsidy-arn-663434.html

চার মহানগরে পেট্রোল ও ডিজেলের দাম (Petrol Diesel Price on 26 September 2021)

  • দিল্লি- পেট্রোল ১০১.১৯ টাকা, ডিজেল ৮৮.০৭ টাকা
  • মুম্বই- পেট্রোল ১০৭.২৬ টাকা, ডিজেল ৯৬.৬৮ টাকা
  • চেন্নাই- পেট্রোল ৯৮.৯৬ টাকা, ডিজেল ৯৩.৬৯ টাকা
  • কলকাতা- পেট্রোল ১০১.৬২ টাকা, ডিজেল ৯২.১৭ টাকা
  • advertisement

এই ভাবে চেক করুন আপনার শহরে পেট্রোল ও ডিজেলের লেটেস্ট রেট

সেরা ভিডিও

আরও দেখুন
'আসছে বছর আবার হবে'! দিঘার সমুদ্রে বিলীন দেবী দুর্গা, ঢেউয়ের গর্জনে মিশল বিদায়ের সুর
আরও দেখুন

সাধারনত আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত তেলের দাম এবং ডলারের তুলনায় টাকার মূল্যের উপর নির্ভর করে দেশের বাজারে পেট্রোল ও ডিজেলের দাম  ৷ দেশের তিনটি সরকারি তেল সংস্থা HPCL, BPCL ও IOC প্রতিদিন সকাল ৬টায় পেট্রোল ও ডিজেলের দাম (Petrol-diesel price today) জারি করে থাকে ৷ তেল সংস্থার ওয়েবসাইটের পাশাপাশি এসএমএস-এর মাধ্যমেও আপনার শহরের পেট্রোল ও ডিজেলের দাম জানতে পারবেন সহজেই ৷ এর জন্য RSP<স্পেস> পেট্রোল পাম্প ডিলারের কোড লিখে 92249 92249 নম্বরে পাঠাতে হবে ৷

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Petrol-Diesel price today: আজ ফের দাম বাড়ল তেলের, দেখে নিন আপনার শহরে কত টাকায় বিক্রি হচ্ছে পেট্রোল ও ডিজেল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল