TRENDING:

৩০ শতাংশ ব্যাঙ্ক কর্মচারীদের চাকরি সঙ্কটে, কারণটা কি জানেন?

Last Updated:

৩০ শতাংশ ব্যাঙ্ক কর্মচারীদের চাকরি সঙ্কটে, কারণটা কি জানেন?

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
 #কলকাতা: চাকরির হাহাকার সর্বত্র ৷ সুরক্ষিত ভবিষ্যতের খোঁজে চাকরিপ্রার্থীদের কাছে কাছে এখন সবচেয়ে আকর্ষণীয় কেরিয়ার হচ্ছে ব্যাঙ্ক জবস অথবা যেকোনও সরকারি চাকরি ৷ গ্রুপ ডি হোক বা সরকারি চুক্তিভিত্তিক কর্মী নিয়োগ, শূন্যপদ এক হোক বা একশো দেখা মেলে লক্ষাধিক আবেদনকারীর ৷ অষ্টম শ্রেণী উত্তীর্ণ যোগ্যতার পদে পিএইডডি পড়ুয়ারও আবেদনপত্র জমা পড়ে ৷ দেশে কর্মসংস্থানের এহেন পরিস্থিতিতে সাম্প্রতিক রিপোর্ট বলছে আগামী ৫ বছরে ব্যাঙ্কিং সেক্টরে ৩০ শতাংশ চাকরি কমে যাবে ৷
advertisement

সংশ্লিষ্ট সংবাদপত্রে প্রকাশিত ওই রিপোর্ট অনুযায়ী কৃত্রিম বুদ্ধিমত্তা, রোবোটিক্স ও প্রযুক্তির অগ্রগতির কারণে আগামী পাঁচ বছরে ব্যাঙ্কে কর্মীর চাহিদা কমবে ৷ দীর্ঘক্ষণ ধরে ব্যাঙ্কের লাইনে দাঁড়িয়ে টাকা তোলা, জমা কিংবা টাকা পাঠানোর কাজ মেটানো এখন অতীতের কথা ৷ এটিএম-এর পর ইন্টারনেট ব্যাঙ্কিংয়ের দৌলতে মানুষ ব্যাঙ্কে সশরীরে না গিয়েই সমস্ত কাজ সারতে অভ্যস্ত ৷ ফলে ব্যাঙ্কে কর্মী নিয়োগের সুযোগ ক্রমশ কমবে ৷

advertisement

বছর বছর ব্যাঙ্কে শূন্যপদে নিয়োগের প্রচুর বিজ্ঞপ্তি প্রকাশিত হয় এবং বহু চাকরিপ্রার্থীকে পরীক্ষার মাধ্যমে নির্বাচিতও করা হয় ৷ রিপোর্টটিতে দাবি করা হয়েছে, দেশে এখনও বহু মানুষ আছে, যারা ব্যাঙ্কিং পরিষেবার ক্ষেত্রে টেকনোলজিকে বিশ্বাস করে না এবং অনেকেই এটিএম বা ইন্টারনেট ব্যাঙ্কিং পরিষেবায় অভ্যস্ত নন ৷ এই সব মানুষগুলিকে সঠিক পরিষেবা দিতেই এখনও ব্যাঙ্কে কর্মী নিয়োগের প্রয়োজন পড়ছে ৷

advertisement

রীতিমতো পরিসংখ্যান দিয়ে রিপোর্টটিতে দাবী করা হয়েছে আগামী ৫ বছরে দেশের মানুষ এতটাই প্রযুক্তি নির্ভর হয়ে পড়বেন যে ব্যাঙ্কে কর্মী চাহিদা ৩০ শতাংশেরও বেশি হ্রাস পাবে ৷ বিশ্বের বৃহত্তম ফার্ম ওয়াল স্ট্রিট ইতিমধ্যেই মেশিন অপারেশন এবং ক্লাউড কম্পিউটিং সহ নতুন প্রযুক্তি ব্যবহার শুরু করেছে ৷ যার ফলে রেকর্ড আপডেট সহ বিভিন্ন গুরুত্বপূর্ণ কাজগুলি কোনও কর্মী ছাড়াই স্বয়ংক্রিয়ভাবে করা সম্ভব হবে ৷

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

মার্চ ২০১৬ সালের প্রকাশিত এই রিপোর্ট অনুযায়ী, ব্যাঙ্কিং পরিষেবা স্বয়ংক্রিয় প্রযুক্তির ব্যবহার বাড়ায় কর্মী চাহিদা কমছে ৷ ২০১৫ সাল থেকে ২০২৫ সালের মধ্যে আমেরিকায় ৭,৭০,০০০ মানুষকে ও ইউরোপে ১০ লাখ মানুষকে চাকরি হারাতে হবে ৷

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
৩০ শতাংশ ব্যাঙ্ক কর্মচারীদের চাকরি সঙ্কটে, কারণটা কি জানেন?