TRENDING:

বৃহস্পতিবারে খুলে যেতে পারে ভাগ্য, লটারির দৌলতে হঠাৎ হতে পারেন কোটিপতি

Last Updated:

২৫ অগাস্ট রয়েছে একাধিক লটারি জেতার সুযোগ।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: মানব মনের গভীরে সবসময় ঘোরাফেরা করে একটাই চিন্তা। মনে হয়, কী ভাবে এই কঠিন সময়কে অতিক্রম করে সুখের জীবনে পৌঁছে যাওয়া যাবে। আজকের সময়ে সুখের একটা বড় অংশ জড়িয়ে থাকে অর্থ আনুকুল্যের সঙ্গে। তাই আর্থিক সঙ্গতি থাকলে অনেক দুশ্চিন্তাই কমে। সেই কারণেই এই সময়ে পশ্চিমবঙ্গ ডিয়ার লটারি যথেষ্ট জনপ্রিয় হয়েছে। বহু মানুষ, লটারির টিকিট কেনেন নিজের ভাগ্য পরীক্ষা করে দেখার জন্য।
advertisement

তাই বৃহস্পতিবারেও তেমনই একাধিক সুযোগ রয়েছে। ২৫ অগাস্ট রয়েছে একাধিক লটারি জেতার সুযোগ। এবং অনলাইনে সেই লটারির ফলও দেখতে পাওয়া যাবে সহজে। অনলাইনে lotterysambadresult.in ওয়েবসাইটের মাধ্যমে সরাসরি লটারির রেজাল্ট দেখতে পাবেন সাধারণ মানুষ। আজ, ২৫ অগাস্ট, দেখে নিতে পারবেন কী আছে আপনার কপালে।

আরও পড়ুন- মৃত্যুর পর ইনস্যুরেন্স ক্লেম রিজেক্ট কেন হয়? বিমা নেওয়ার সময় এগুলি মাথায় রাখুন

advertisement

আরও পড়ুন- দিনে মাত্র ২৯ টাকা দিলেই ৪ লাখ রিটার্ন!LIC-র এই পলিসি না করা থাকলে এখুনি করে নিন

সেরা ভিডিও

আরও দেখুন
পুরীর রথ এবার রঘুনাথপুরে, থিমে মন কাড়ছে আপার বেনিয়াসোলের দুর্গাপুজো মণ্ডপ
আরও দেখুন

আজ সিকিম লটারির ডিয়ার প্রিসাস মর্নিং খেলার ফল প্রকাশিত হবে। সিকিমের একটি একটি জনপ্রিয়তম সাপ্তাহিক লটারি। এই লটারির প্রথম পুরস্কার ১ কোটি টাকা। আর দ্বিতীয পুরস্কার ৯ হাজার ও তৃতীয় পুরস্কার ৫০০ টাকা। শ্চিমবঙ্গ ডিয়ার বঙ্গভূমি অজয় DEAR BANGABHUMI BHAGIRATHI-র ফল প্রকাশিত হবে বিকেল ৪টের সময়। এখানে আপনি জানতে পারেন সেই লটারির ফল। এছাড়া নাগাল্যান্ড DEAR FALCON EVENING-র ফল প্রকাশিত হবে রাত ৮টার সময়। প্রতিটি লটারিরই প্রথম পুরস্কার ১ কোটি টাকা।

advertisement

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
বৃহস্পতিবারে খুলে যেতে পারে ভাগ্য, লটারির দৌলতে হঠাৎ হতে পারেন কোটিপতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল