TRENDING:

রবিবারই জিতে যেতে পারেন লক্ষ লক্ষ টাকা! জেনে নিন লটারির ফলাফল

Last Updated:

বিজয়ীদের ৩০ দিনের মধ্যে নিকটতম পশ্চিমবঙ্গ গেজেট অফিসে যেতে হবে।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: আজই জিতে যেতে পারেন লক্ষ লক্ষ টাকা ৷ প্রতিদিন ডিয়ার লটারির লাকি ড্র আয়োজিত হয় সন্ধ্যা ৮ টায় ৷ মাত্র ৬ টাকাতেই পাওয়া যাবে এই লটারি ৷ একটা টিকিটেই ভাগ্য বদলাতে পারে ৷ ভাগ্য সহায় হলেই মাত্র ৬ টাকার বিনিময়ে জেতা যাবে ২৬ লক্ষ টাকা! বিজয়ীদের তালিকা কোথায় কী ভাবে দেখবেন, তা জেনে রাখুন আগেভাগেই ৷
advertisement

৬ নভেম্বর রবিবার “ডিয়ার হক ইভিনিং ” লটারির লাকি ড্র পরিচালনা করবে পশ্চিমবঙ্গ লটারি সংবাদ এবং সন্ধ্যা ৮ টায় লটারির জয়ী টিকিটের তালিকা প্রকাশিত হবে। যারা এই লাকি ড্রয়ের টিকিট কিনেছেন তারা ফলাফল দেখুন সংবাদ লটারি বিভাগের অফিশিয়াল ওয়েবসাইটে www.lotterysambadonline.in

আরও পড়ুন : ট্যুইটার থেকে অপসারিত কর্মীদের মাস্কের উপহার, দেওয়া হবে এত মাসের বেতন

advertisement

পশ্চিমবঙ্গ লটারি সংবাদ বিভাগ সাপ্তাহিক লাকি ড্র আয়োজন করে। রবিবার  “ডিয়ার হক ইভিনিং ” লাকি ড্রয়ের প্রথম পুরস্কার বিজয়ী পাবেন ২৬ লক্ষ টাকা।নিজের লাকি নম্বর (West Bengal Lottery Result 2022) কীভাবে চেক করবেন দেখে নিন এখানে: www.lotterysambadonline.in

আরও পড়ুন : ফ্যাশন সচেতন শপিংপ্রেমীদের জন্য দুর্দান্ত সুযোগ! কলকাতায় ২টি ‘ফ্যাশন ফ্যাক্টরি’ স্টোর খুলছে রিলায়েন্স রিটেল

advertisement

 West Bengal lottery Sambad) অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন: www.lotterysambadonline.in

দ্বিতীয় ধাপ: হোমপেজ খুললেই একটি ট্যাব দেখতে পাবেন যে খানে সন্ধা ৮ টায় লটারির ফলাফল সম্পর্কে লেখা থাকবে ৷ এই পেজে গিয়ে ক্লিক করলে “ডিয়ার হক ইভিনিং” রেজাল্ট লেখা দেখতে পারবেন।

তৃতীয় ধাপ: ৬নভেম্বর -এর “ডিয়ার হক ইভিনিং ” লাকি ড্র-এর বিজয়ীদের নাম জানতে নতুন ওয়েব পেজের হাইপারলিঙ্কে ক্লিক করুন।

advertisement

আপনার পুরস্কারের অর্থ দাবি করতে রবিবার “ডিয়ার হক ইভিনিং ” লটারির বিজয়ীদের ৩০ দিনের মধ্যে নিকটতম পশ্চিমবঙ্গ গেজেট অফিসে যেতে হবে।

“ডিয়ার হক ইভিনিং ” এর বিজয়ীরা অবশ্যই মনে রাখবেন যে তাদের অফিশিয়াল পরিচয়পত্র-সহ লটারির টিকিট সংশ্লিষ্ট বিভাগে জমা দিতে হবে। ফলাফল ঘোষণার তারিখ অর্থাৎ ৬ নভেম্বর থেকে ৩০ দিনের মধ্যে এই নথিগুলি জমা দিতে হবে। যাচাই করা হয়ে গেলে এবং করের অংশটুকু কেটে নেওয়ার পরে পুরস্কারের অর্থ প্রদান করা হবে।

advertisement

“ ডিয়ার ফ্লেমিঙ্গো ইভিনিং " এটি সোমবার সন্ধ্যায় খেলা হয়, এবং ফলাফল সন্ধ্যা ৮ টায় ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার হল ২৬ লক্ষ টাকা।

“ ডিয়ার প্যারোট ইভিনিং” - এটি মঙ্গলবার সন্ধ্যায় খেলা হয়, এবং ফলাফল সন্ধ্যা ৮ টায় ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার হল ২৬ লক্ষ টাকা।

“ডিয়ার ঈগল ইভিনিং” - এটি বুধবার সন্ধ্যায় খেলা হয়, এবং ফলাফল সন্ধ্যা ৮ টায় ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার হল ২৬ লক্ষ টাকা।

“ডিয়ার ফ্যালকন ইভিনিং” - এটি বৃহস্পতিবার সন্ধ্যায় খেলা হয়, এবং ফলাফল সন্ধ্যা ৮ টায় ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার হল ২৬ লক্ষ টাকা।

“ডিয়ার ভলচার ইভিনিং” - এটি শুক্রবার সন্ধ্যায় খেলা হয়, এবং ফলাফল সন্ধ্যা ৮ টায় ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার হল ২৬ লক্ষ টাকা।

“ডিয়ার অসট্রিচ ইভিনিং” - এটি শনিবার বিকেলে খেলা হয়, এবং ফলাফল বিকেল ৪ টেয় ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার হল ২৬ লক্ষ টাকা।

“ডিয়ার হক ইভিনিং ” - এটি রবিবার সন্ধ্যায় খেলা হয়, এবং ফলাফল সন্ধ্যা ৮ টায় ঘোষণা করা হয়। প্রথম পুরস্কার হল ২৬ লক্ষ টাকা।

নিজের লাকি নম্বর (West Bengal Lottery Result 2022) কীভাবে চেক করবেন দেখে নিন এখানে:

প্রথম ধাপ: পশ্চিমবঙ্গ লটারি সংবাদের (West Bengal lottery Sambad) অফিসিয়াল ওয়েবসাইটটি দেখুন: www.lotterysambadonline.in

দ্বিতীয় ধাপ: হোমপেজ খুললেই একটি ট্যাব দেখতে পাবেন। ‘আজকের ফলাফল’ বিভাগের অধীনে ‘ 8pm result’ লেখা থাকবে।

তৃতীয় ধাপ: ৬ নভেম্বর “ডিয়ার হক ইভিনিং ” লাকি ড্র-এর বিজয়ীদের নাম জানতে নতুন ওয়েব পেজের হাইপারলিঙ্কে ক্লিক করুন।

সেরা ভিডিও

আরও দেখুন
১৭ রাজ্য পাড়ি দিয়ে শান্তির বার্তা — স্কুটিতে একা অভিযানে বর্ধমানের শিক্ষিকা
আরও দেখুন

আপনার পুরস্কারের অর্থ দাবি রবিবার “ডিয়ার হক ইভিনিং ” লটারির ( Dear Hawk Evening ) বিজয়ীদের ৩০ দিনের মধ্যে নিকটতম পশ্চিমবঙ্গ গেজেট অফিসে যেতে হবে। “ডিয়ার হক ইভিনিং ” বিজয়ীরা অবশ্যই মনে রাখবেন যে তাদের অফিশিয়াল পরিচয়পত্র সহ লটারির টিকিট সংশ্লিষ্ট বিভাগে যোগাযোগ করুন ।

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
রবিবারই জিতে যেতে পারেন লক্ষ লক্ষ টাকা! জেনে নিন লটারির ফলাফল
Open in App
হোম
খবর
ফটো
লোকাল