আরও পড়ুন: সাধারনের জন্য বড় ধাক্কা! বিপুল দাম বাড়তে চলেছে এসি, ফ্রিজ ও ওয়াশিং মেশিনের...
এই ভাবে পাতা হচ্ছে ফাঁদ-
- প্রথম ফোনে জিজ্ঞাসা করা হবে আপনার ভ্যাকসিনের দুটি ডোজ নেওয়া হয়েছে ?
- আপনি হ্যাঁ বললে প্রতারক আপনাকে বুস্টার ডোজের কথা বলবেন ৷ বলবে বুস্টার ডোজের জন্য রেজিস্ট্রেশন করা হচ্ছে, ফোনে আসা ওটিপি দিতে হবে ৷
- ওটিপি দিলেই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে সমস্ত টাকা তুলে নেওয়া হবে ৷
advertisement
আরও পড়ুন: মেয়ের উচ্চশিক্ষা-বিয়ে নিয়ে চিন্তায়? মিউচুয়াল ফান্ডে বিনিয়োগ করবেন যে ভাবে!
কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রকের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে কোভিড ১৯-এ আক্রান্ত হয়েছেন ১ লক্ষ ৭৯ হাজার ৭২৩ জন (India Coronavirus Update)। এ নিয়ে দেশের মোট করোনা আক্রান্ত বেড়ে দাঁড়াল ৩ কোটি ৫৭ লক্ষ ৭ হাজার ৭২৭ জন। এই মুহূর্তে সক্রিয় রোগীর সংখ্যা বেড়ে হয়েছে ৭,২৩,৬১৯ জন। করোনায় মৃত্যু হয়েছে একদিনে ১৪৬ জনের। যার ফলে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে হল ৪,৮৩,৯৩৬ জন (India Coronavirus Update)।
আরও পড়ুন: মাত্র ২ বছরে ১ লাখ টাকা হয়ে গেল ৫০ লাখ! বিপুল রিটার্ন দিচ্ছে এই পেনি স্টক
দেশে ঝড়ের গতিতে বাড়ছে করোনা সংক্ৰমণ (Coronavirus)। পাল্লা দিয়ে বাড়ছে ওমিক্রনও। এই পরিস্থিতিতে দেশকে করোনার ভয়াবহতা থেকে বাঁচাতে রক্ষা কবচ হিসেবে কাজ করবে COVID-এর বুস্টার ডোজ (Covid Booster Dose)। আর এই বুস্টার ডোজকে নিজেদের হাতিয়ার বানিয়ে মানুষকে লুটতে শুরু করে দিয়েছে প্রতারকরা ৷ তাই ফোন কলের মাধ্যমে ভুলেও কোনওরকমের ওটিপি দেবেন না ৷