TRENDING:

Coriander Leaf Cultivation: আর কিনতে হবে না বাজার থেকে! বাড়ির টবেই চাষ করুন ধনেপাতা! রইল পদ্ধতি

Last Updated:

Coriander Leaves Farming: শীতকালের একটি জনপ্রিয় সুগন্ধি হল ধনে পাতা, রান্নায় একটু ধনেপাতা দিলেই স্বাদ সম্পূর্ণ বদলে যায়। পকোরা থেকে, স্ন্যাক্স, মাছের ঝোল কিংবা মাংস সবেতেই দারুণ জমে ধনেপাতা।

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
উত্তর দিনাজপুর: শীতকালের একটি জনপ্রিয় সুগন্ধি হল ধনে পাতা, রান্নায় একটু ধনেপাতা দিলেই স্বাদ সম্পূর্ণ বদলে যায়। পকোরা থেকে, স্ন্যাক্স, মাছের ঝোল কিংবা মাংস সবেতেই দারুণ জমে ধনেপাতা। তবে বাজার থেকে কিনে না নিয়ে এসে বাড়িতেও খুব সহজে এই ধনেপাতার চাষ করা সম্ভব ।
advertisement

বাড়িতে সামান্য কিছু জায়গায় উঠানে কিংবা টবে বা বড় পাত্রে খুব সহজ পদ্ধতিতে এই ধনেপাতা উৎপাদন করা সম্ভব।

আরও পড়ুনঃ মাত্র ১৫০০ টাকায় ঘুরে আসুন এই জায়গায়, মনও ভরবে সঙ্গে একান্তে কাটবে কিছু সময়! 

ধনে চাষি শিপ্রা সরকার জানান, ধনে পাতা চাষের জন্য প্রথমে কোনও নার্সারি থেকে ধনেপাতার বীজ কিনে এনে সেগুলিকে হাত দিয়ে হালকা ভেঙে নিতে হবে। তারপর সেই বীজগুলোকে অন্তত ১২ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে। এরপর ভিজিয়ে রাখা বীজগুলোকে বাড়ির যেকোন জায়গায় কিংবা টবে ছড়িয়ে দিতে হবে।তারপর সেই বীজটিকে টিস্যু পেপার, খড় কিংবা প্ল্যাস্টিক দিয়ে ঢেকে দিতে হবে । এরপরের থেকে অঙ্কুরোদগম শুরু হলে অল্প স্বল্প সার ও দেওয়া যেতে পারে। হালকা রোদে টবটি প্রতিদিন রাখলেই ১ মাসের মধ্যে আস্তে আস্তে এর থেকে ঝাঁক হয়ে বেরোতে থাকবে ধনেপাতা। এই পদ্ধতিতেই বাড়িতেই প্রচুর মাত্রায় ধনে পাতা চাষ করা সম্ভব।

advertisement

শিপ্রা সরকার জানান, বাজারে এই ধনেপাতার বীজ ১ কেজি ৮০ টাকা দামে বিক্রি করা হয়। তবে ধনেপাতা বাড়িতে একবার লাগানোর পর সেই ধনেপাতা গাছ বড় হলে সেই গাছ থেকেই ধনেপাতার বীজ অর্থাৎ ধনিয়া পাওয়া যায়। যেটা মসলা হিসেবেও ব্যবহার করা যায়। আর এই ধনিয়া বা ধনে পাতার বীজ সংরক্ষণ করে রাখলে পরবর্তীতে এই বীজ দিয়ে আবারও ধনেপাতা উৎপাদন করা যায়।

advertisement

বারান্দায় অথবা ছাদে আলো পড়ে এমন স্থানে এই ধনে পাতার চাষ ভালো হয়। সারা বছর এটি জন্মালেও আশ্বিন থেকে পৌষ (সেপ্টেম্বর-ডিসেম্বর) মাস ধনে পাতা চাষের উপযুক্ত সময়। তাই আর বাজার থেকে ধনেপাতা কিনে না নিয়ে এসে বাড়িতেই এই সামান্য কিছু পদ্ধতি মেনে চাষ করুন ধনেপাতা।

advertisement

সেরা ভিডিও

আরও দেখুন
শীতের মরশুম এলেই গৃহবধূদের উপরি রোজগার! সংসার সামলে ছুটছেন মোয়ার দোকানে
আরও দেখুন

পিয়া গুপ্তা

Click here to add News18 as your preferred news source on Google.
ব্যবসা-বাণিজ্যের সব লেটেস্ট খবর ( Business News in Bengali) নিউজ 18 বাংলা-তে পেয়ে যাবেন, যার মধ্যে ব্যক্তিগত অর্থ, সঞ্চয় এবং বিনিয়োগের টিপস (সেভিংস ও ইনভেস্টমেন্ট টিপস) ব্যবসার উপায়ও জানতে পারবেন। দেখুন ব্রেকিং নিউজ এবং সব গুরুত্বপূর্ণ খবর অনলাইনে নিউজ 18 বাংলার লাইভ টিভি-তে ৷ এর পাশাপাশি ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ সব খবরের আপডেট পেতে ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Coriander Leaf Cultivation: আর কিনতে হবে না বাজার থেকে! বাড়ির টবেই চাষ করুন ধনেপাতা! রইল পদ্ধতি
Open in App
হোম
খবর
ফটো
লোকাল