আরও পড়ুন: নভি অ্যাপের মাধ্যমে বাড়িতে বসেই পাবেন ৫ কোটি টাকা পর্যন্ত হোম লোন! সুদের হার মাত্র ৬.৪৬%!
কী বদল করা হবে ?
পিএম কিষান যোজনায় রেজিস্ট্রেশনের পর কৃষকরা নিজেদের স্টেট্যাস সহজেই চেক করতে পারতেন ৷ যেমন আবেদনের কী স্টেট্যাস, ব্যাঙ্ক অ্যাকাউন্ট কতগুলির কিস্তির টাকা ঢুকেছে ইত্যাদি ৷ এর আগে কিষান যোজনার পোর্টালে গিয়ে কৃষকরা নিজেদের আধার নম্বর বা মোবাইল নম্বর বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়ে যোজনার স্টেট্যাস সহজেই চেক করতে পারতেন ৷ তবে এবার নতুন নিয়মের জেরে মোবাইল নম্বর দিয়ে আর স্টেট্যাস দেখতে পারবেন না ৷ এখন থেকে কেবল আধার বা ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর দিয়েই কৃষকরা যোজনার স্টেট্যাস চেক করতে পারবেন ৷
advertisement
আরও পড়ুন: প্রায় ৭০ দিন অপরিবর্তিত রয়েছে পেট্রোল ও ডিজেলের দাম, দেখে নিন আজ কত হল দাম....
কেন করা হল এই বদল ?
মোবাইল নম্বর দিয়ে স্টেট্যাস চেক করা অনেকটাই সহজ ছিল ৷ কিন্তু দেখা গিয়েছে, যে কেউ অন্যের মোবাইল নম্বর দিয়ে স্টেট্যাস চেক করে নিতে পারবেন ৷ এর জেরে অন্যান্য ব্যক্তিরা কৃষকদের ব্যক্তিগত তথ্য সহজেই পেয়ে যাচ্ছিল ৷ কৃষকদের তথ্য সুরক্ষিত রাখার উদ্দেশ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে ৷
আরও পড়ুন: নতুন বাড়ি ক্রয় না ভাড়া, এক নজরে দেখে নিন ২০২২ সালে কোনটা বেশি লাভজনক!
প্রভাবিত হতে চলেছেন প্রায় ১২ কোটির বেশি মানুষ
এই বদলের প্রভাব পড়তে চলেছে ১২ কোটি ৪৪ লাখের বেশি কৃষকদের উপরে ৷ পিএম কিষান সম্মান নিধি যোজনার শুরু থেকে এখনও পর্যন্ত প্রায় ৭টি বদল করা হয়েছে ৷ কিছুদিন আগেই সুবিধাভোগীদের জন্য e-KYC করা বাধ্যতামূলক করা হয়েছে ৷