বিশেষজ্ঞদের মতে এই সিদ্ধান্তে গ্রাহকরা লাভবান হবেন ৷ এবার কোনও ব্যাঙ্ক ডিফল্ট করলে ব্যাঙ্কে জমা ৫ লক্ষ পর্যন্ত টাকা সুরক্ষিত থাকবে ৷ কারণ ২০২০ বাজেটে নির্মলা সীতারমন ১ লক্ষ থেকে ৫ লক্ষ টাকা করে দিয়েছে ৷ কোনও ব্যাঙ্ক ডুবে গেলে গ্রাহকদের অধিকতম ৫ লক্ষ পর্যন্ত টাকা দিতে হবে ৷ অর্থাৎ গ্রাহকদের অ্যাকাউন্টে ৫ লক্ষের বেশি টাকা থাকলেও তারা কেবল ৫ লক্ষ টাকা পাবেন ৷
advertisement
আপনার একই ব্যাঙ্কের একাধিক শাখায় অ্যাকাউন্ট থাকলেও সমস্ত টাকা ও সুদ মিলিয়ে মোট ৫ লক্ষ টাকা দেওয়া হবে ৷ একটি ব্যাঙ্কে একাধিক অ্যাকাউন্ট ও এফডি থাকলেও ব্যাঙ্ক ডপবে যাওয়ার পরিস্থিতিতে আপনার কেবল ৫ লক্ষ টাকা সুরক্ষিত থাকবে ৷ এই টাকা আপনি কীভাবে পাবেন তার গাইডলাইন DICGC ঠিক করে থাকে ৷
এই সিদ্ধান্তে সবচেয়ে বড় লাভ হচ্ছে যে গ্রাহকরা জানবে যে তাদের ৫ লক্ষ টাকা সুরক্ষিত রয়েছে ৷ পাশাপাশি আরবিআই সুনিশ্চিত করবে কো-অপারেটিভ ব্যাঙ্কের টাকা কোনও ক্ষেত্রে বরাদ্দ করা হবে ৷ একে প্রায়োরিটি সেক্টর লেন্ডিং বলা হয়ে থাকে ৷
এবার কোঅপারেটিভ ব্যাঙ্কগুলিকেও তাদের কিছু টাকা আরবিআই-এর কাছে রাখতে হবে ৷ এর জেরে তাদের ডুবে যাওয়ার সম্ভাবনা অনেকটাই কম ৷ ফলে সাধারণ মানুষের কো-অপারেটিভ ব্যাঙ্কের উপর বাড়বে ৷