পেটিএমে অনলাইনে সোনা কেনাবেচা করাটা অত্যন্ত সুরক্ষিত বলেও দাবি সংস্থার ৷ ২৪ ক্যারাট ডিজিটাল গোল্ড কেনাও এখন সম্ভব চোখের নিমিষে ৷ আর মজার ব্যাপার হল মাত্র এক টাকা থেকে শুরু করে নিজের ইচ্ছেমতো মূল্যের সোনা অনলাইনে পেটিএমের মাধ্যমে কিনতে পারবেন গ্রাহকরা ৷ পেটিএমের সিইও শেখর শর্মা এদিন বলেন, ‘‘ সোনা কিনতে অধিকাংশ ভারতীয়রাই আগ্রহী ৷ এবার আরও সহজে ডিজিটাল উপায় সোনা কেনা সম্ভব হবে ৷ গ্রাহকরা আন্তর্জাতিক বাজারে সোনার দাম অনুযায়ী সোনা কেনা-বেচা করতে পারবেন ৷ দীর্ঘ মেয়াদি ইনভেস্টমেন্টের ক্ষেত্রে এই ডিজিটাল উপায় সোনা কেনা-বেচা অনেক বেশি সহজ এবং লাভজনক ৷ ’’
advertisement
এই পদ্ধতিতে একেবারে আন্তর্জাতিক বাজারের সঙ্গে সঙ্গতি রেখে গ্রাহকরা সোনা কেনা বেচা করতে পারবেন ৷ এক্ষেত্রে কতটা সোনা কিনতে পারা যাবে সেক্ষেত্রে অনেক নমনীয়তা থাকছে ৷ তাছাড়া এই অফার গ্রাহকদের সঞ্চয়ের প্রবণতা বাড়াবে বলেও সংস্থার দাবি ৷