‘Road to safety’ পথ সুরক্ষার সম্পর্কে সচেতনতা বৃদ্ধির জন্য Network 18 ও DIAGEO এর একটি যৌথ প্রয়াস । আপনি যা বিশ্বাস করেন তা মেনে চলুন-এই ভাবনার উপর ভিত্তি করেই এই উদ্যোগ ।
প্রাপ্তবয়স্কদের তুলনায় শিশুরা সাধারণত যা দেখে তাই মনের মধ্যে গেঁথে নেয়। এই বিজ্ঞাপনী প্রয়াসে শিশু মনস্তত্বের মাধ্যমেই প্রাপ্তবয়স্কদের মধ্যে পথসুরক্ষার বিষয়টি তুলে ধরা হয়েছে । বিজ্ঞাপনটির শুরুতেই দেখানো হয়েছে একটি বাচ্চা ছেলে তার বাবার থেকে সিটবেল্ট পড়া শেখে । বাচ্চাটিকে দেখে অন্যরাও তাঁদের সুরক্ষার বিষয়টি নিয়ে ভাবতে শেখে । শিশুরা যা দেখে তাই নিয়েই বড় হয়-এই বার্তা দিয়েই পথ সুরক্ষার প্রচার করে হয়েছে ।
advertisement
দৈনন্দিন জীবনে পথ সুরক্ষা এক অতি গুরুত্বের বিষয় । একে অপরের থেকে শিখেই আমরা এই সমাজে পরিবর্তন আনতে পারি । DIAGEO ও Network18 এর যৌথ প্রয়াস দর্শকদের মধ্যেও সাড়া ফেলতে সক্ষম হয়েছে। ভিডিওটি দেখুন ও আজই পথসুরক্ষাকে আরও বেশি গুরুত্ব দিন ।