আরও পড়ুন: হু হু করে বেড়ে চলেছে ক্রুড অয়েলের দাম, এর জেরে কত হল পেট্রোল ও ডিজেলের দাম
বিনা ইন্টারনেটে কীভাবে চেক করবেন পিএফ ব্যালেন্স ?
১. SMS এর মাধ্যমে এই ভাবে চেক করুন ব্যালেন্স - (Check PF Balance)
আপনার ইউএএন নম্বর ইপিএফও -র কাছে রেজিস্টার করা থাকলে আপনার লেটেস্ট কন্ট্রিবিউশন ও পিএফ ব্যালেন্স একটি মেসেজের মাধ্যমে সহজেই জানতে পারবেন ৷ এর জন্য EPFOHO UAN ENG লিখে 7738299899 নম্বরে পাঠাতে হবে ৷ শেষের তিনটি শব্দ অর্থাৎ ENG মানে আপনি কোনও ভাষায় তথ্য জানতে চাইছেন ৷ হিন্দিতে জানতে চাইলে আপনাকে EPFOHO UAN HIN লিখে মেসেজ পাঠাতে হয় ৷ এই পরিষেবা পঞ্জাবি, মারাঠি, হিন্দি, কন্নড়, তেলেগু, তামিল, মালায়ালম ও বাংলা ভাষায় পাওয়া যাবে ৷ তবে এসএমএস আপনাকে ইউএএন-এর সঙ্গে রেজিস্টার মোবাইল নম্বর থেকেই পাঠাতে হবে ৷
advertisement
২. মিসড কলের মাধ্যমে চেক করতে পারবেন ব্যালেন্স
আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বর থেকে 011-22901406 নম্বরে মিসড কলে দিলে ইপিএফও-র তরফে একটি মেসেজ পাঠানো হবে যাতে পিএফ অ্যাকাউন্টের সমস্ত ডিটেল দেওয়া থাকবে ৷ এর জন্য ইউএএন-এর সঙ্গে ব্যাঙ্ক অ্যাকাউন্ট, প্যান ও আধার লিঙ্ক থাকা জরুরি ৷
আরও পড়ুন: টালমাটাল বাজারে বিনিয়োগ? দীর্ঘ এবং মধ্যম মেয়াদে রয়েছে লাভের আশা!
এর পাশাপাশি অনলাইনে (ইন্টারনেট ব্যবহার করেও) ব্যালেন্স চেক করে নিতে পারবেন কয়েক মিনিটে
৩. EPFO -র মাধ্যমে জানতে পারবেন ব্যালেন্স
১. এর জন্য EPFO-তে যেতে হবে
২. এখানে Employee Centric Services-এ ক্লিক করতে হবে
৩. এরপর ক্লিক করতে হবে View Passbook
৪.পাসবুক দেখার জন্য UAN থেকে লগইন করতে হবে
আরও পড়ুন: মানিব্যাক পলিসি নিয়েছেন? দেখে নিন কী ভাবে গণনা করা হবে আপনার রিটার্ন!
৪. উমাং অ্যাপের মাধ্যমে চেক করুন ব্যালেন্স
১. উমাং অ্যাপ খুলে(Unified Mobile Application for New age Governance) ইপিএফও-তে ক্লিক করুন
২. অন্য পেজে গিয়ে employee centric services এ ক্লিক করতে হবে
৩. এরপর ক্লিক করতে হবে View Passbook
৪. নিজের ইউএএন নম্বর ও পাসওয়ার্ড দিতে হবে
৫. আপনার রেজিস্টার্ড মোবাইল নম্বরে ওটিপি চলে আসবে
৬. ওটিপি দিতেই জানতে পারবেন আপনার পিএফ ব্যালেন্স