TRENDING:

Car Loans: গাড়ি কেনার জন্য আপনি কী লোন পাবেন ? জেনে নিন আগে....

Last Updated:

গাড়ি কেনার ঋণের জন্য যোগ্যতার প্রাথমিক বিষয়গুলি নীচে দেওয়া রয়েছে :

impactshort
ইমপ্যাক্ট শর্টসলেটেস্ট খবরের জন্য
advertisement
#কলকাতা: ধরা যাক, এক ব্যক্তি গাড়ি কিনতে চাইছেন। আর গাড়ি কেনার জন্য কার লোন নিতে চাইছেন তিনি। এ বার সেই ব্যক্তি লোনের পাওয়ার জন্য যোগ্য কি না, সেই বিষয়ে বোঝা যাবে কী ভাবে। আর লোন পাওয়া গেলেও গ্রাহককে কী কী জরুরি নথি (Documents) দাখিল করতে হবে। আসলে গাড়ি ঋণ বা কার লোনের জন্য যোগ্যতার মানদণ্ড ব্যাঙ্ক অনুযায়ী পরিবর্তিত হতে থাকে। অর্থাৎ, বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে যোগ্যতার মানদণ্ড (Eligibility Criteria) ভিন্ন ভিন্ন হয়। প্রয়োজনীয় নথির ক্ষেত্রেও বিষয়টা ঠিক সে রকমই। তবে কিছু প্রাথমিক বিষয় রয়েছে, যা প্রায় সমস্ত ব্যাঙ্কের জন্য একই রকম থাকে। সেই সব প্রাথমিক বিষয় প্রসঙ্গে যাওয়ার আগে আলোচনা করে নেওয়া যাক, গাড়ি ঋণের বৈশিষ্ট্য এবং সুবিধাগুলির বিষয়ে।
advertisement

আরও পড়ুন: এলআইসির এই সুপারহিট পলিসিতে মাত্র ১৩০ টাকা বিনিয়োগ করলেই পাবেন ₹২৭ লক্ষ

গাড়ি ঋণের বৈশিষ্ট্য এবং সুবিধা:

ভারতে গাড়ি ঋণের ক্ষেত্রে নিম্নোক্ত বৈশিষ্ট্য এবং সুবিধা লক্ষ্য করা যায়। গাড়ির লোনের সুবিধাগুলি এ ক্ষেত্রে দেখে নেওয়া যাক--

  • কেউ হয়তো গাড়ি কিনতে চাইছেন, আর সেই মুহূর্তে তাঁর হাতে গাড়ি কেনার মতো যথেষ্ট টাকা নেই। সে ক্ষেত্রে তিনি ঋণ নিয়ে নেবেন।
  • advertisement

  • গাড়ির অন-রোড দামের আর্থিক সংস্থান করবে বেশির ভাগ কার লোনই।
  • কিছু কিছু কার লোন আবার গাড়ির ১০০ শতাংশ অন-রোড দামের আর্থিক সংস্থান করবে। অর্থাৎ কোনও রকম ডাউন পেমেন্ট করতে হবে না।
  • ভারতে বেশির ভাগ কার লোনই সুরক্ষিত ঋণের আওতায় পড়ে। যার অর্থ হল, ঋণ নিয়ে কেনা গাড়িটিই সিকিওরিটি বা জামানত হিসেবে কাজ করবে।
  • advertisement

  • অন্যান্য লোনের তুলনায় কার লোন পাওয়া সহজ। মাঝারি অথবা কম ক্রেডিট স্কোর আছে, এমন গ্রাহকও এই ধরনের ঋণ পেতে পারেন। যদিও এই অপশন সব ব্যাঙ্কে এক রকম নয়। এক-এক ব্যাঙ্কে এক-এক রকম হয়।
  • ভারতে কার লোনের ক্ষেত্রে সুদের হার স্থির করা থাকে। এর ফলে প্রতি মাসে একই কিস্তিতে টাকা দিয়ে যেতে হয়। 
  • advertisement

  • অনেক ক্ষেত্রে আবার গ্রাহকের ক্রেডিট স্কোর দেখে সুদের হার নিশ্চিত করে বহু ঋণদাতা। 
  • কার লোন নিয়ে যে শুধু নতুন গাড়ি কেনা যাবে, এমনটা নয়। ব্যবহৃত গাড়ি ঋণ বা ইউজ়ড কার লোন (Used Car Loan) নিয়ে প্রাক-মালিকানাধীন গাড়িও (Pre-owned Car) কেনা যেতে পারে।
  • advertisement

আরও পড়ুন: ব্যালেন্স না থাকলেও জনধন অ্যাকাউন্ট থেকে তুলতে পারবেন ১০ হাজার টাকা

গাড়ি কেনার ঋণের জন্য যোগ্যতার প্রাথমিক বিষয়গুলি নীচে দেওয়া রয়েছে  :

  • গ্রাহকের বয়স ১৮ বছর থেকে ৭৫ বছরের মধ্যে হতে হবে।
  • ন্যূনতম মাসিক আয় ২০,০০০ টাকা হতে হবে।
  • বর্তমান নিয়োগ-কর্তার সঙ্গে কমপক্ষে ১ বছর কাজ করার রেকর্ড।
  • বেতনভোগী বা স্ব-নিযুক্ত হতে হবে।
  • সরকারি প্রতিষ্ঠান বা কোনও বেসরকারি কোম্পানির সঙ্গে কাজে যুক্ত থাকতে হবে।

লোনের অনুমোদনের জন্য কিছু নথি ব্যাঙ্কে জমা দিতে হবে। কী কী নথি লাগবে, তা বিভিন্ন ব্যাঙ্কের ক্ষেত্রে ভিন্ন ভিন্ন হয়, কিন্তু নিজের পরিচয়পত্র-সহ এমন কিছু নথি রয়েছে, যা অবশ্যই দাখিল করতে হবে।

আরও পড়ুন: ১ সপ্তাহ পরেই অ্যাকাউন্টে আসবে ৪০০০ টাকা, চেক করে নিন স্টেটাস

প্রাথমিক ভাবে গাড়ির লোনের জন্য কী কী নথি লাগবে, তার একটি তালিকা দেওয়া হল:

পরিচয়ের প্রমাণপত্র (যে কোনও একটি)
  • আধার কার্ড 
  • পাসপোর্ট 
  • ড্রাইভিং লাইসেন্স 
  • ভোটার আই-ডি কার্ড 
  • প্যান কার্ড
ঠিকানার প্রমাণপত্র (যে কোনও একটি)
  • আধার কার্ড 
  • পাসপোর্ট 
  • ড্রাইভিং লাইসেন্স 
  • রেশন কার্ড 
  • ইউটিলিটি বিল
আয়ের প্রমাণপত্র
  • ফর্ম 16
  • বেতনভোগী হলে স্যালারি স্লিপ 
  • সর্বশেষ ট্যাক্স রিটার্নের কাগজ 
  • গত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট 

কার লোনের অনুমোদনের জন্য আবেদন করার উপায়? 

সেরা ভিডিও

আরও দেখুন
লালগোলাতে রাজরাজেশ্বরী রূপে পূজিতা হন মা কালী! দেওয়া হয় ইলিশের ভোগ
আরও দেখুন

ধাপ প্রয়োজনীয় নথি কেন? 
গাড়ির লোনের জন্য আবেদন করতে হবে সমস্ত অফার প্যাকেজগুলি তুলনা করে দেখতে হবে  সব চেয়ে কম সুদের হারে কোন ব্যাঙ্ক সব চেয়ে বেশি পরিমাণ টাকা ঋণ হিসেবে প্রদান করছে, তা নির্ধারণ করা যাবে
আয়ের প্রমাণপত্র জমা দিতে হবে গত ৬ মাসের ব্যাঙ্ক স্টেটমেন্ট / গত ৩ মাসের স্যালারি স্লিপ / গত ২ বছরের ইনকাম ট্যাক্স রিটার্নের কাগজ গ্রাহকের ঋণ পরিশোধ করার ক্ষমতা বিচার করতে পারবে ঋণদাতা
পরিচয় এবং ঠিকানার প্রমাণপত্র জমা দিতে হবে প্যান কার্ড / ভোটার আই-ডি কার্ড / আধার কার্ড / ড্রাইভিং লাইন্সেস / পাসপোর্ট ইত্যাদি গ্রাহকের জাতীয়তা, পরিচয় এবং স্থায়ী ঠিকানা সম্বন্ধে জানতে পারবে ঋণদাতা
ঋণের রেকর্ড প্যান কার্ড গ্রাহকের পূর্বের ঋণের রেকর্ড এবং স্টেটমেন্ট যাচাই করে ঋণদাতা বুঝতে পারবে, গ্রাহক আগে ঠিক করে লোন পরিশোধ করেছেন কিনা, ক্রেডিট স্কোর কেমন রয়েছে এবং আবেদনকারী অনুমোদন যোগ্য কিনা
যে গাড়ি কিনতে ইচ্ছুক তার তথ্য  যেখান থেকে গাড়ি কেনা হবে, সেই শোরুম থেকে দেওয়া ক্রয়ের রসিদ এবং অন্যান্য কাগজপত্র ঋণদাতা নিশ্চিত হতে পারবে, গ্রাহক সঠিক উদ্দেশ্যে ঋণের আবেদন করছেন কিনা
গাড়ির বিমা এবং ড্রাইভিং লাইসেন্সের প্রমাণপত্র গাড়ির বিমা এবং আপনার ড্রাইভিং লাইসেন্সের কাগজ গাড়ির ক্রয় আইনি ভাবে বৈধ কিনা এবং কেনার পর সমস্ত নির্দেশিত নিয়ম অনুসরণ করা হয়েছে কিনা, সেই বিষয়ে ঋণদাতা নিশ্চিত হতে পারবে

বাংলা খবর/ খবর/ব্যবসা-বাণিজ্য/
Car Loans: গাড়ি কেনার জন্য আপনি কী লোন পাবেন ? জেনে নিন আগে....
Open in App
হোম
খবর
ফটো
লোকাল